Ajker Patrika

বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টায় মিয়ানমার: রয়টার্স

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৮: ৪৭
ড. ইউনূসের সঙ্গে মিন অং হ্লাইংয়ের বৈঠক আয়োজনের তৎপরতা চালাচ্ছে মিয়ানমার। ছবি: সংগৃহীত
ড. ইউনূসের সঙ্গে মিন অং হ্লাইংয়ের বৈঠক আয়োজনের তৎপরতা চালাচ্ছে মিয়ানমার। ছবি: সংগৃহীত

মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাবেন। সেখানে তিনি যেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বৈঠক করতে পারেন, সে বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে নেপিদো। পাশাপাশি আরও কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক আয়োজনেরও চেষ্টা চলছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের জান্তাপ্রধান আগামী সপ্তাহে থাইল্যান্ডে আঞ্চলিক নেতাদের একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ক্ষমতা দখলের পর এটি দক্ষিণ–পূর্ব এশিয়ার কোনো দেশে তাঁর বিরল সফর। তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ফলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে।

পশ্চিমা দেশগুলো মিন অং হ্লাইং ও তাঁর সরকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে এবং আসিয়ান জোট উত্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় তাঁকে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতেও নিষেধ করা হয়েছে।

মিয়ানমার সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, মিন অং হ্লাইং ব্যাংককে আগামী ৩–৪ এপ্রিল অনুষ্ঠেয় বিমসটেক জোটের বেশির ভাগ দক্ষিণ এশীয় দেশের নেতাদের সম্মেলনে যোগ দেবেন। সেখানে মিয়ানমারের প্রতিনিধি দল বিভিন্ন দেশের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করছে।

সূত্রগুলো আরও জানিয়েছেন, মিয়ানমারের জান্তা সরকারের কর্মকর্তারা যেসব বৈঠক আয়োজনের জন্য অনুরোধ করেছে তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ অন্যতম।

এ বিষয়ে আজ শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইংয়ে আজকের পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

মিয়ানমারের কর্মকর্তাদের বরাত দিয়ে একটি সূত্র রয়টার্সকে বলেছে, ‘তাঁরা বৈঠকের জন্য অনুরোধ করছেন।’

ভারতের সরকারি একটি সূত্র রয়টার্সকে জানান, মিয়ানমারের কর্মকর্তারা জান্তা প্রধান এবং মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য নয়াদিল্লির কাছে ‘প্রস্তাব’ দিয়েছেন, তবে ভারত এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। মিয়ানমারের সামরিক সরকারের একজন মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যের জন্য যোগাযোগ করা যায়নি।

মিয়ানমারের জেনারেল বিমসটেক সম্মেলনে যোগ দিচ্ছেন কি না—রয়টার্সের এমন প্রশ্নের জবাবে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমসটেক সদস্যভুক্ত সব দেশের নেতারা তাঁদের উপস্থিতি নিশ্চিত করেছেন।

নোবেলজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমার সংকটের মধ্যে রয়েছে। এই অভ্যুত্থানের ফলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়, যা জান্তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটির জনসংখ্যার এক–তৃতীয়াংশের বেশি মানুষের মানবিক সহায়তা জরুরি হয়ে পড়েছে। এর মধ্যে গতকালের ভয়াবহ ভূমিকম্প দেশটিতে নতুন সংকট তৈরি করেছে।

বিমসটেকে অন্য নেতাদের সঙ্গে বৈঠক করতে পারা মিন অং হ্লাইংয়ের জন্য তাৎপর্যপূর্ণ। তিনি দেশে এবং বিদেশে তাঁর সরকারের বৈধতা আদায় এবং একটি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। যদিও সমালোচকেরা এই নির্বাচনকে সেনাবাহিনীর শাসন টিকিয়ে রাখার একটি ধাপ্পাবাজি হিসেবে দেখছেন।

গত বৃহস্পতিবার জান্তা প্রধান বলেন, ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি একটি অবাধ ও সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন। বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন তিনি।

অনেক দেশ মিন অং হ্লাইংকে একজন ‘পারিয়াহ’ বা অচ্ছুত হিসেবে গণ্য করে। তাঁর নেতৃত্বাধীন সামরিক সরকার ক্ষমতা ধরে রাখতে এবং ক্রমবর্ধমান বিদ্রোহ দমন করতে গিয়ে ব্যাপক নৃশংসতা চালানোর অভিযোগে অভিযুক্ত। তবে সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে।

মিন অং হ্লাইংয়ের বিদেশ সফর খুবই কম, বেশির ভাগই রাশিয়ায়। চলতি মাসে তিনি রাশিয়া সফর করেন এবং গত বছরের শেষের দিকে একটি উপ–আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে চীন গিয়েছিলেন।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি রাখাইনের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিং অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে বলে ঘোষণা করেন। এটি হলে তাঁর বিদেশ ভ্রমণ আরও সীমিত হতে পারে।

বিমসটেক অর্থাৎ বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের সদস্য দেশগুলো হলো—থাইল্যান্ড, মিয়ানমার, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত