অনলাইন ডেস্ক
মারিউপোলে আত্মসমর্পণ করা বন্দী সহস্রাধিক ইউক্রেনীয় সেনাকে তদন্তের জন্য রাশিয়ায় পাঠানো হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম তাস আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফলে তাঁদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। বন্দী সেনাদের নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
ইউক্রেন বলছে, তারা সব বন্দীকে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদিকে রাশিয়ান আইনপ্রণেতারা বলছেন, তাঁদের বিচার করা উচিত।
তাসের প্রতিবেদনে বলা হয়, পরে পর্যায়ক্রমে আরও বন্দী ইউক্রেনীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হবে।
এদিকে যুদ্ধে নিহত ২১০ জন ইউক্রেনের সেনার মরদেহ কিয়েভে ফেরত পাঠিয়েছে রাশিয়া। এসব সেনার বেশির ভাগই মারিউপোলে নিহত হয়েছিলেন।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আড়াই হাজারের বেশি যোদ্ধাকে মারিউপোলের আজভস্তাল থেকে বন্দী করেছে রাশিয়া। ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে সীমান্তরক্ষী, পুলিশ, আঞ্চলিক বাহিনীও রয়েছে।’
উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে।
মারিউপোলে আত্মসমর্পণ করা বন্দী সহস্রাধিক ইউক্রেনীয় সেনাকে তদন্তের জন্য রাশিয়ায় পাঠানো হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম তাস আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফলে তাঁদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। বন্দী সেনাদের নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
ইউক্রেন বলছে, তারা সব বন্দীকে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদিকে রাশিয়ান আইনপ্রণেতারা বলছেন, তাঁদের বিচার করা উচিত।
তাসের প্রতিবেদনে বলা হয়, পরে পর্যায়ক্রমে আরও বন্দী ইউক্রেনীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হবে।
এদিকে যুদ্ধে নিহত ২১০ জন ইউক্রেনের সেনার মরদেহ কিয়েভে ফেরত পাঠিয়েছে রাশিয়া। এসব সেনার বেশির ভাগই মারিউপোলে নিহত হয়েছিলেন।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আড়াই হাজারের বেশি যোদ্ধাকে মারিউপোলের আজভস্তাল থেকে বন্দী করেছে রাশিয়া। ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে সীমান্তরক্ষী, পুলিশ, আঞ্চলিক বাহিনীও রয়েছে।’
উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে।
ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
১১ ঘণ্টা আগেভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। যাত্রীরা একটি ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে নেমে আসার পর পাশের লাইনে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারান
১১ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, গত সোমবার দিল্লির পাতিয়ালা হাউস আদালত পুলিশকে চিত্রকর্ম দুটি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিলেন। পুলিশের অভিযোগে বলা হয়, একটি আর্ট গ্যালারিতে প্রদর্শিত চিত্রকর্ম দুটি হিন্দু দেবতাদের নগ্ন রূপে চিত্রিত করেছে। বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বৈচিত্র্য, ন্যায়সংগত সুযোগ এবং অন্তর্ভুক্তি (ডিইআইএ) কার্যক্রম বন্ধে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আজ বুধবার সন্ধ্যার মধ্যে ডিইআইএ ফেডারেল কর্মীদের পেইড লিভে যেতে ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে