Ajker Patrika

পড়ে থাকা লাশের টুকরো কুড়াচ্ছেন স্বজনেরা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১০: ১৪
পড়ে থাকা লাশের টুকরো কুড়াচ্ছেন স্বজনেরা

পড়ে আছে লাশের ছিন্নভিন্ন টুকরা। অনেক লাশ চেনার উপায় পর্যন্ত নেই। তবু লাশের বিচ্ছিন্ন টুকরাগুলো গতকাল বুধবার অনেক স্বজনহারাকে সংগ্রহ করতে দেখা যায়। আহাজারি করতেও দেখা যায় লোকজনকে।

গত মঙ্গলবার রাতে গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে ভয়াবহ হামলা হয়। এতে তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ৫০০ বলে জানানো হয়। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটিতে হামলায় ৪৭১ জন নিহত হয় বলে নিশ্চিত করেছে। হাসপাতালটিতে আগে থেকেই ইসরায়েলি হামলায় আহতসহ শত শত রোগী ভর্তি ছিল। এ ছাড়া সেখানে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি। বিস্ফোরণের পর এটির দায়িত্বরত চিকিৎসকেরা নতুন করে আহত ও জখম হওয়াদের নিয়ে বেকায়দায় পড়েন। হাসপাতালে সারি সারি লাশ পড়ে থাকায় সেখানে বেসামাল এক পরিস্থিতি তৈরি হয়।

হাসপাতালে হামলার প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসির এক প্রতিবেদক বলেন, জনাকীর্ণ এলাকায় বিশাল বিস্ফোরণ ঘটে। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুদ্ধের প্রতিবেদন করতে হাসপাতালটির বাইরে রয়েছেন বিবিসির প্রতিবেদক রুশদি আবুয়ালউফ। তিনি হাসপাতালটির একজন চিকিৎসকের বরাতে এই হামলাকে ‘গণহত্যা’ বলে আখ্যা দেন। আরেকজন বলেছেন, হামলায় সব ধ্বংস হয়ে গেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের বিমান হামলায় হাসপাতালটিতে বিস্ফোরণ হয়। তবে দায় অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলেছে, প্যালেস্টাইন ইসলামিক জিহাদই এর জন্য দায়ী। মূলত গোষ্ঠীটির ব্যর্থ রকেট উৎক্ষেপণ এর জন্য দায়ী। সেটি ভুল করে হাসপাতালে পড়লে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

এদিকে গাজার হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে রামাল্লা ও অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এ সময় ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরোধিতা করে স্লোগান দেন। একসময় ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের।

এএফপি নিউজ এজেন্সির খবরে বলা হয়, বিক্ষোভ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগের দাবি তোলা হয়। গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের চলমান যুদ্ধ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে এই দাবি তোলা হয়।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রাজনৈতিক প্রতিপক্ষ হলো হামাস। ফিলিস্তিনের সশস্ত্র এই সংগঠন ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পড়ে থাকা লাশের টুকরো কুড়াচ্ছেন স্বজনেরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত