অনলাইন ডেস্ক
মেক্সিকোর সিটিজেনস মুভমেন্ট পার্টির নির্বাচনী প্রচারণায় মঞ্চ ভেঙে এক শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা পঞ্চাশের বেশি। গতকাল বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি দিয়েছে।
সিটিজেনস মুভমেন্ট পার্টির বামঘেঁষা মধ্যমপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মায়নেজ যখন মন্টেরির কাছে সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে বক্তৃতা দিচ্ছিলেন, তখনই মঞ্চ ভেঙে পড়ার ঘটনাটি ঘটে।
সামাজিক প্ল্যাটফরমে এক পোস্টে জর্জ আলভারেজ বলেন, একটি ঝড়ে মঞ্চটি ভেঙে এ দুর্ঘটনা ঘটেছে। এতে তিনি নিজেও আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ আছেন বলে জানান। তবে কর্মীরা আহত হওয়ায় তিনি নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন।
স্থানীয় গভর্নর স্যামুয়েল গারসিয়া বলেন, মঞ্চ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেওয়া হয়েছে। তিনি এ দুর্ঘটনার জন্য ঝড়বৃষ্টিকে দায়ী করেছেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের বজ্রপাত ও ঝড়বৃষ্টি থেকে নিরাপদে থাকতে ঘরে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, নিহতদের মধ্যে একজন শিশু এবং আটজন প্রাপ্তবয়স্ক। স্থানীয় হাসপাতাল পরিদর্শনের পর গভর্নর বলেন, আহতদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার প্রয়োজন।
দুর্ঘটনার ভিডিওতে মঞ্চ থেকে লোকজনকে চিৎকার করে দৌড়াতে দেখা গেছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, তিনি নিহতদের পরিবারের সদস্যদের, বন্ধুদের এবং রাজনৈতিক সমর্থকদের প্রতি সমর্থন জানিয়েছেন।
স্থানীয় সমীক্ষা অনুযায়ী, সিটিজেনস মুভমেন্ট পার্টির ৩৮ বছর বয়সী প্রার্থী জর্জ আলভারেজ মায়নেজ বর্তমানে ক্ষমতাসীন মোরেনা পার্টির ক্লডিয়া শিনবাউম এবং বিরোধী জোটের প্রার্থী জোশিল গালভেজের পর নির্বাচনী দৌড়ে তৃতীয় অবস্থানে আছেন।
আগামী ২ জুন মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
মেক্সিকোর সিটিজেনস মুভমেন্ট পার্টির নির্বাচনী প্রচারণায় মঞ্চ ভেঙে এক শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা পঞ্চাশের বেশি। গতকাল বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি দিয়েছে।
সিটিজেনস মুভমেন্ট পার্টির বামঘেঁষা মধ্যমপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মায়নেজ যখন মন্টেরির কাছে সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে বক্তৃতা দিচ্ছিলেন, তখনই মঞ্চ ভেঙে পড়ার ঘটনাটি ঘটে।
সামাজিক প্ল্যাটফরমে এক পোস্টে জর্জ আলভারেজ বলেন, একটি ঝড়ে মঞ্চটি ভেঙে এ দুর্ঘটনা ঘটেছে। এতে তিনি নিজেও আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ আছেন বলে জানান। তবে কর্মীরা আহত হওয়ায় তিনি নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন।
স্থানীয় গভর্নর স্যামুয়েল গারসিয়া বলেন, মঞ্চ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেওয়া হয়েছে। তিনি এ দুর্ঘটনার জন্য ঝড়বৃষ্টিকে দায়ী করেছেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের বজ্রপাত ও ঝড়বৃষ্টি থেকে নিরাপদে থাকতে ঘরে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, নিহতদের মধ্যে একজন শিশু এবং আটজন প্রাপ্তবয়স্ক। স্থানীয় হাসপাতাল পরিদর্শনের পর গভর্নর বলেন, আহতদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার প্রয়োজন।
দুর্ঘটনার ভিডিওতে মঞ্চ থেকে লোকজনকে চিৎকার করে দৌড়াতে দেখা গেছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, তিনি নিহতদের পরিবারের সদস্যদের, বন্ধুদের এবং রাজনৈতিক সমর্থকদের প্রতি সমর্থন জানিয়েছেন।
স্থানীয় সমীক্ষা অনুযায়ী, সিটিজেনস মুভমেন্ট পার্টির ৩৮ বছর বয়সী প্রার্থী জর্জ আলভারেজ মায়নেজ বর্তমানে ক্ষমতাসীন মোরেনা পার্টির ক্লডিয়া শিনবাউম এবং বিরোধী জোটের প্রার্থী জোশিল গালভেজের পর নির্বাচনী দৌড়ে তৃতীয় অবস্থানে আছেন।
আগামী ২ জুন মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে শত শত মানুষ ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে। ভারমন্টের ওয়েটসফিল্ড শহরেও সমবেত হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানে ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স তাঁর পরিবার নিয়ে স্কি অবকাশযাপনে গিয়েছিলেন।
২০ মিনিট আগেভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলায় স্যাম্পলা বাসস্ট্যান্ড ফ্লাইওভারের কাছে একটি স্যুটকেস থেকে কংগ্রেসের তরুণ কর্মী হিমানি নারওয়ালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার এই ঘটনা জানাজানি হলে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা, শ্বাসরোধে হিমানিকে হত্যা করা হয়েছে এবং হত্যার পর তাঁর মরদেহটি স্
১ ঘণ্টা আগেহোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের খবরটি যতক্ষণে পৌঁছাল, ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে কিয়েভে। ইউক্রেনের সেনাবাহিনীর এক কর্নেল তখন খাবার টেবিলে বসে ছিলেন। তাঁর ফোনটি বেজে ওঠে এবং ওপাশ থেকে কারও রুদ্ধশ্বাস কণ্ঠস্বর তাঁকে ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির কথোপকথনের ফুটেজ দেখার
২ ঘণ্টা আগেট্রাম্প-জেলেনস্কির ব্যর্থ বৈঠক এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপটে ইউক্রেনের প্রতি সমর্থন বাড়ানো ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপের নেতারা। আজ রোববার (২ মার্চ) এই সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের এক ডজনের বেশি নেতা অংশ নেবেন। বৈঠকের মূল লক্ষ্য হচ্ছ
৪ ঘণ্টা আগে