অনলাইন ডেস্ক
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ট্রাককে ধাক্কা দিলে ৩৮ জন নিহত হয়েছেন। মিনাস জেরাইস ফায়ার ডিপার্টমেন্টের বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থল থেকে আহত ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, চলন্ত অবস্থায় টায়ার বিস্ফোরিত হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। একটি গ্রানাইট ব্লকও বাসে আঘাত করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে সাও পাওলো থেকে বাহিয়া রাজ্যে যাচ্ছিল বাসটি। শনিবার দুপুরের মধ্যে ঘটনাস্থল থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। এ সময় অন্য একটি গাড়ি ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। গাড়িটির তিনজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা এক্সে লেখেন, ‘বড়দিনের ঠিক আগে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। হতাহতদের সর্বোচ্চ সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিকভাবে দাঁড়ানোর জন্য আমরা কাজ করছি।’
শনিবার এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানান, মিনাস জেরাইস রাজ্যের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে। মিনাস জেরাইসের তেওফিলো ওতোনি শহরের দুর্ঘটনায় নিহত ৩০ জনেরও বেশি মানুষের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জন্য প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।
জাতিসংঘের এক প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালে ব্রাজিলে প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫ দশমিক ৭।
অন্যদিকে, ব্রাজিলের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে চলতি বছর সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ৮৬ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ট্রাককে ধাক্কা দিলে ৩৮ জন নিহত হয়েছেন। মিনাস জেরাইস ফায়ার ডিপার্টমেন্টের বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থল থেকে আহত ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, চলন্ত অবস্থায় টায়ার বিস্ফোরিত হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। একটি গ্রানাইট ব্লকও বাসে আঘাত করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে সাও পাওলো থেকে বাহিয়া রাজ্যে যাচ্ছিল বাসটি। শনিবার দুপুরের মধ্যে ঘটনাস্থল থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। এ সময় অন্য একটি গাড়ি ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। গাড়িটির তিনজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা এক্সে লেখেন, ‘বড়দিনের ঠিক আগে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। হতাহতদের সর্বোচ্চ সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিকভাবে দাঁড়ানোর জন্য আমরা কাজ করছি।’
শনিবার এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানান, মিনাস জেরাইস রাজ্যের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে। মিনাস জেরাইসের তেওফিলো ওতোনি শহরের দুর্ঘটনায় নিহত ৩০ জনেরও বেশি মানুষের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জন্য প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।
জাতিসংঘের এক প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালে ব্রাজিলে প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫ দশমিক ৭।
অন্যদিকে, ব্রাজিলের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে চলতি বছর সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ৮৬ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।
রোববার সিএনএন জানিয়েছে, লন্ডনের কনস্ট্রাকশন অ্যাপ্রেন্টিস মার্কাস ফাকানা গত সেপ্টেম্বরে পরিবারের সঙ্গে দুবাই ভ্রমণে গিয়েছিলেন। সেখানেই তিনি একটি হোটেলে এক ব্রিটিশ কিশোরীর সঙ্গে দেখা করেন। পরে তাদের মধ্যে একটি রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কটি যৌনতায়ও গড়ায়।
১ ঘণ্টা আগেগবেষকেরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে ৪ হাজার বছর আগে সংঘটিত একটি গণহত্যায় ৩৭ জনকে হত্যা করা হয়েছিল এবং সম্ভবত উৎসবমুখর একটি অনুষ্ঠানে তাদের মাংস খেয়ে ফেলা হয়েছিল। মানুষের দাঁতের চিহ্নযুক্ত কিছু হাড় এই তত্ত্বকে সমর্থন করে।
৩ ঘণ্টা আগেরাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্থিত কাজান শহরে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। আর এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার হুমকি দিয়ে বলেছেন, রাশিয়ার কেন্দ্রীয় শহর কাজানে ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে আরও ‘ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।
৫ ঘণ্টা আগেসিরিয়ায় বাশার আল-আসাদের পতনে নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নতুন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিয়েছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং দেশের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এই দুই পদে নিয়োগ দেওয়া হয়েছে
৬ ঘণ্টা আগে