অনলাইন ডেস্ক
ইতালির নাইট ক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে ৯ বছরের কারাদণ্ড পাওয়া ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনহো গ্রেপ্তার হয়েছেন।
প্রত্যর্পণে ব্যর্থ হয়ে ব্রাজিলেই তাঁর সাজা কার্যকর করার অনুরোধ জানায় ইতালি সরকার। সেই অনুরোধে সাড়া দিয়ে গত বুধবার রবিনহোর দণ্ড বহাল রেখে পরোয়ানা জারি করে। এরপর গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের সান্তোস শহরে নিজের ফ্ল্যাট থেকে ৪০ বছর বয়সী রবিনহোকে গ্রেপ্তার করে পুলিশ।
২০১৩ সালে মিলান শহরে এক নাইট ক্লাবে আলবেনীয় নারীর সংঘবদ্ধ ধর্ষণে অংশ নেওয়ার দায়ে দুই বছর আগে ইতালির আদালত রবিনহোকে দোষী সাব্যস্ত করেন। কিন্তু দণ্ডিত হলেও নাগরিকদের বিদেশে সাজা ভোগ করতে দেয় না ব্রাজিল। তাই দেশেই তাঁর সাজা কার্যকরের অনুরোধ জানায় ইতালি সরকার। এদিকে রবিনহোর পক্ষে গ্রেপ্তারাদেশ স্থগিতের আবেদন করা হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর দণ্ড বহাল রেখে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ব্রাজিলের বিচারের ব্যবস্থায় নেওয়া সিদ্ধান্ত স্থানীয় গণমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে। অনেকে আশঙ্কা করেছিলেন, খ্যাতি ও সম্পদের জোরে রবিনহো ন্যায়বিচার এড়িয়ে যেতে পারেন।
ধর্ষণের ঘটনার সময় ব্রাজিলের সাবেক এই আন্তর্জাতিক ফুটবলার ইতালির ফুটবল ক্লাব এসি মিলানের হয়ে খেলছিলেন। দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি আপিল করেও হেরে যান। ২০২২ সালে ইতালির সর্বোচ্চ আদালত তাঁর সাজা বহাল রাখেন।
এরপর ইতালির কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ম্যানচেস্টার সিটিতে দুই বছর কাটিয়ে আসা এই ফুটবলার গত রোববার (১৭ মার্চ) ব্রাজিলের একটি নেটওয়ার্ককে বলেন, ‘ওই নারীর সঙ্গে সম্মতিক্রমেই তাঁর যৌন সম্পর্ক হয়েছিল।’
ইতালির নাইট ক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে ৯ বছরের কারাদণ্ড পাওয়া ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনহো গ্রেপ্তার হয়েছেন।
প্রত্যর্পণে ব্যর্থ হয়ে ব্রাজিলেই তাঁর সাজা কার্যকর করার অনুরোধ জানায় ইতালি সরকার। সেই অনুরোধে সাড়া দিয়ে গত বুধবার রবিনহোর দণ্ড বহাল রেখে পরোয়ানা জারি করে। এরপর গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের সান্তোস শহরে নিজের ফ্ল্যাট থেকে ৪০ বছর বয়সী রবিনহোকে গ্রেপ্তার করে পুলিশ।
২০১৩ সালে মিলান শহরে এক নাইট ক্লাবে আলবেনীয় নারীর সংঘবদ্ধ ধর্ষণে অংশ নেওয়ার দায়ে দুই বছর আগে ইতালির আদালত রবিনহোকে দোষী সাব্যস্ত করেন। কিন্তু দণ্ডিত হলেও নাগরিকদের বিদেশে সাজা ভোগ করতে দেয় না ব্রাজিল। তাই দেশেই তাঁর সাজা কার্যকরের অনুরোধ জানায় ইতালি সরকার। এদিকে রবিনহোর পক্ষে গ্রেপ্তারাদেশ স্থগিতের আবেদন করা হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর দণ্ড বহাল রেখে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ব্রাজিলের বিচারের ব্যবস্থায় নেওয়া সিদ্ধান্ত স্থানীয় গণমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে। অনেকে আশঙ্কা করেছিলেন, খ্যাতি ও সম্পদের জোরে রবিনহো ন্যায়বিচার এড়িয়ে যেতে পারেন।
ধর্ষণের ঘটনার সময় ব্রাজিলের সাবেক এই আন্তর্জাতিক ফুটবলার ইতালির ফুটবল ক্লাব এসি মিলানের হয়ে খেলছিলেন। দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি আপিল করেও হেরে যান। ২০২২ সালে ইতালির সর্বোচ্চ আদালত তাঁর সাজা বহাল রাখেন।
এরপর ইতালির কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ম্যানচেস্টার সিটিতে দুই বছর কাটিয়ে আসা এই ফুটবলার গত রোববার (১৭ মার্চ) ব্রাজিলের একটি নেটওয়ার্ককে বলেন, ‘ওই নারীর সঙ্গে সম্মতিক্রমেই তাঁর যৌন সম্পর্ক হয়েছিল।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে উদ্যোগী হয়েছেন ইউরোপের নেতারা। এই লক্ষ্যে আজ রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করেন।
৩ ঘণ্টা আগে‘প্রেসিডেন্ট অ্যাট ওয়ার’ নামে নতুন একটি বই প্রকাশিত হয়েছে। এই বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কীভাবে একাধিক মার্কিন প্রেসিডেন্টের জীবন ও শাসনকে প্রভাবিত করেছিল, তা বিশদভাবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া বইটিতে জন এফ কেনেডির প্রেমজীবনের একটি বিতর্কিত অধ্যায় তুলে ধরেছেন লেখক স্টিভেন এম গিলন। ইনগা আরভাদ নামে একজন
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, দেশটির দক্ষিণ সীমান্তে আরও প্রায় ৩ হাজার সেনা মোতায়েন করা হবে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড (নর্থকম) এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম (এসবিসিটি) থেকে প্রায় ২ হাজার ৪০০ সেনা এবং তৃতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেড থেকে ৫০০
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে শত শত মানুষ ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে। ভারমন্টের ওয়েটসফিল্ড শহরেও সমবেত হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানে ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স তাঁর পরিবার নিয়ে স্কি অবকাশযাপনে গিয়েছিলেন।
৬ ঘণ্টা আগে