Ajker Patrika

অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী বাংলাদেশিসহ ৪০ জনকে পাঠানো হলো নাউরুতে

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৪৭
অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী বাংলাদেশিসহ ৪০ জনকে পাঠানো হলো নাউরুতে

অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী ৪০ জনকে দেশটিতে আশ্রয় না দিয়ে প্রশান্ত মহাসাগরের আরেক দেশ নাউরুতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ৪০ জনের অধিকাংশই পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ওই ৪০ জনকে পশ্চিম অস্ট্রেলিয়ার নর্থ ব্রুমের বিগল বে ও পেন্ডার বে উপকূল থেকে আটক করে অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্স। পরে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়ে ওই ৪০ জনকে একটি বিমানে করে নাউরু পাঠিয়ে দেয়। অস্ট্রেলিয়া সরকারের ধারণা, এই ৪০ জন বাংলাদেশ ও পাকিস্তান থেকে গিয়েছিল দেশটিতে।

এর আগে, আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। এ ছাড়া নৌকাটি থেকে আরও ২৬ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে এক ফেসবুক পোস্টে জানায়, গত বৃহস্পতিবার লিবিয়া উপকূল থেকে ৫২ জন অভিবাসী সাগরপথে ইউরোপে যাত্রা শুরু করে। পরে নৌকাটি তিউনিসিয়া উপকূলের কাছাকাছি পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ জনের মরদেহ ও ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে। পোস্টে আরও বলা হয়েছে, জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত