অনলাইন ডেস্ক
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে। তবে এতে খেপেছেন অন্যান্য মুসলিম দেশের সমর্থকেরা। শুধু বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার সিএনএন ইন্দোনেশিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আশ্চর্যজনকভাবে শুধু বাংলাদেশকে ঈদুল আজহার বিশেষ শুভেচ্ছা পাঠিয়েছে আর্জেন্টিনা। যদিও কোরবানির অনুষ্ঠান বিশ্বের সব মুসলিম দেশেই অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রতি শুভেচ্ছা বার্তায় আর্জেন্টিনা জাতীয় দল এক টুইটে লেখে, ‘বাংলাদেশে আমাদের প্রিয় সব বন্ধুকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই!
‘এই উৎসবে প্রিয়জনের সঙ্গে ভাগ করা অবিস্মরণীয় মুহূর্তগুলোতে পূর্ণ হোক ভালোবাসা, শান্তি।’
বলা বাহুল্য, এই শুভেচ্ছা বার্তার টুইটে আর্জেন্টিনা দলের প্রতি আবারও জোরালো সমর্থন ব্যক্ত করেছেন অসংখ্য বাংলাদেশি। ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আর্জেন্টিনা দলকে ধন্যবাদ দিয়েছেন তাঁরা।
তবে বিপরীত চিত্র দেখা গেছে অন্যান্য মুসলিম দেশের সমর্থকদের ক্ষেত্রে। শুধু বাংলাদেশকে শুভেচ্ছা জানানোয় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ঈদুল আজহা সব মুসলিম দেশের জন্য, শুধু বাংলাদেশের জন্য নয়। ভুলে যাবেন না, আপনারা একটি মুসলিম দেশ থেকেই বিশ্বকাপ জয় করেছেন।’
আরেকজন লিখেছেন, ‘ঈদ শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সব মুসলিমের। কাতারেরও!’
জর্ডানের একজন লিখেছেন, ‘কেন বাংলাদেশকে শুধু শুভেচ্ছা জানাচ্ছেন? কেন আমরা শুভেচ্ছা পেলাম না?’
এক ইন্দোনেশিয়ান লিখেছেন, ‘শুধু বাংলাদেশ! এটা কেমন হলো—ভাই মেসি?’
একজন অবশ্য একপেশে শুভেচ্ছার জন্য বাংলাদেশি অর্থ লেনদেন অ্যাপ বিকাশকে দায়ী করেছেন। কারণ, শুভেচ্ছা বার্তার ওই পোস্ট কার্ডের এক কোনায় বিকাশের লোগো দেখা যাচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশকে আলাদাভাবে মেসিদের বিশেষ শুভেচ্ছা জানানোর কারণটি সবাই জানে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের বাংলাদেশি সমর্থকেরা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছিলেন।
এ ছাড়া চলতি মাসেই বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের একটি ফিফা ম্যাচ-ডে খেলার কথা ছিল। কিন্তু বাংলাদেশে উপযুক্ত স্টেডিয়াম না থাকায় এই পরিকল্পনা বাতিল করা হয়।
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে। তবে এতে খেপেছেন অন্যান্য মুসলিম দেশের সমর্থকেরা। শুধু বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার সিএনএন ইন্দোনেশিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আশ্চর্যজনকভাবে শুধু বাংলাদেশকে ঈদুল আজহার বিশেষ শুভেচ্ছা পাঠিয়েছে আর্জেন্টিনা। যদিও কোরবানির অনুষ্ঠান বিশ্বের সব মুসলিম দেশেই অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রতি শুভেচ্ছা বার্তায় আর্জেন্টিনা জাতীয় দল এক টুইটে লেখে, ‘বাংলাদেশে আমাদের প্রিয় সব বন্ধুকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই!
‘এই উৎসবে প্রিয়জনের সঙ্গে ভাগ করা অবিস্মরণীয় মুহূর্তগুলোতে পূর্ণ হোক ভালোবাসা, শান্তি।’
বলা বাহুল্য, এই শুভেচ্ছা বার্তার টুইটে আর্জেন্টিনা দলের প্রতি আবারও জোরালো সমর্থন ব্যক্ত করেছেন অসংখ্য বাংলাদেশি। ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আর্জেন্টিনা দলকে ধন্যবাদ দিয়েছেন তাঁরা।
তবে বিপরীত চিত্র দেখা গেছে অন্যান্য মুসলিম দেশের সমর্থকদের ক্ষেত্রে। শুধু বাংলাদেশকে শুভেচ্ছা জানানোয় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ঈদুল আজহা সব মুসলিম দেশের জন্য, শুধু বাংলাদেশের জন্য নয়। ভুলে যাবেন না, আপনারা একটি মুসলিম দেশ থেকেই বিশ্বকাপ জয় করেছেন।’
আরেকজন লিখেছেন, ‘ঈদ শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সব মুসলিমের। কাতারেরও!’
জর্ডানের একজন লিখেছেন, ‘কেন বাংলাদেশকে শুধু শুভেচ্ছা জানাচ্ছেন? কেন আমরা শুভেচ্ছা পেলাম না?’
এক ইন্দোনেশিয়ান লিখেছেন, ‘শুধু বাংলাদেশ! এটা কেমন হলো—ভাই মেসি?’
একজন অবশ্য একপেশে শুভেচ্ছার জন্য বাংলাদেশি অর্থ লেনদেন অ্যাপ বিকাশকে দায়ী করেছেন। কারণ, শুভেচ্ছা বার্তার ওই পোস্ট কার্ডের এক কোনায় বিকাশের লোগো দেখা যাচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশকে আলাদাভাবে মেসিদের বিশেষ শুভেচ্ছা জানানোর কারণটি সবাই জানে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের বাংলাদেশি সমর্থকেরা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছিলেন।
এ ছাড়া চলতি মাসেই বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের একটি ফিফা ম্যাচ-ডে খেলার কথা ছিল। কিন্তু বাংলাদেশে উপযুক্ত স্টেডিয়াম না থাকায় এই পরিকল্পনা বাতিল করা হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
২ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১১ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১২ ঘণ্টা আগে