Ajker Patrika

কানাডায় জনসংখ্যা বাড়াচ্ছে অভিবাসন

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৩: ০৫
কানাডায় জনসংখ্যা বাড়াচ্ছে অভিবাসন

কানাডায় সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধি রেকর্ড ছুঁয়েছে। এর পেছনে অভিবাসন প্রক্রিয়া দায়ী বলে উল্লেখ করেছে কানাডা সরকার। দেশটির সরকারি আদমশুমারি সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডা গতকাল বুধবার বলেছে, গত বছর ১০ লাখেরও বেশি মানুষকে নথিভুক্ত করা হয়েছে। ফলে কানাডার জনসংখ্যা এখন ৩ কোটি ৯৫ লাখ ছাড়িয়েছে।

স্ট্যাটিস্টিকস কানাডার বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কানাডার ইতিহাসে এর আগে মাত্র এক বছরে ১০ লাখ মানুষ কখনোই বাড়েনি। হাঙ্গেরি বিপ্লবের পর ইউরোপ থেকে অসংখ্য শরণার্থী এসে ১৯৫৬ সালে একবার কানাডার জনসংখ্যা ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে গিয়েছিল।

সম্প্রতি বিদেশ থেকে আসা নতুন নাগরিক ও আন্তর্জাতিক অভিবাসননীতির কারণে কানাডায় জনসংখ্যা বৃদ্ধির হার ৯৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।

আজ বৃহস্পতিবার কানাডায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে দুই দেশের নেতার সীমান্ত নিয়ে আলোচনার কথা রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য উন্নত দেশ যেখানে জনসংখ্যা বৃদ্ধির ধীরগতি দেখছে, সেখানে জি-৭ দেশগুলোর মধ্যে কানাডা জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার দেখছে। ২০২২ সালে ৩৯ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী অনানুষ্ঠানিক উপায়ে কানাডায় পৌঁছেছে।

ট্রুডো সরকারের উদারনীতির কারণে কানাডায় অনিবন্ধিত অভিবাসীর সংখ্যা বেড়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘সেফ থার্ড কান্ট্রি ডিল’ নামে যে চুক্তি রয়েছে, সেটি সংস্কার করতে হবে। তা না হলে অনানুষ্ঠানিক উপায়ে কানাডায় অভিবাসী পৌঁছানো ঠেকানো যাবে না।

২০১৫ সালে ক্ষমতায় আসার পর ট্রুডো সরকার নতুন অভিবাসীদের আশ্রয় দেওয়ার লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছ। গত বছর রেকর্ড ৪ লাখ ৩৭ হাজার ১৮০ জন অভিবাসী কানাডায় এসেছে।

কানাডায় শিক্ষা ভিসা গ্রহণের পরিমাণও বেড়েছে। গত বছর দেশটিতে ৬ লাখ ৭ হাজার ৭৮২ জন শিক্ষার্থী ভিসা অথবা নন পারমানেন্ট রেসিডেন্ট গ্রান্ট নিয়ে এসেছেন। এ ছাড়া রুশ আগ্রাসনের কারণে ইউক্রেন থেকেও হাজার হাজার শরণার্থী কানাডায় আশ্রয় নিয়েছে।

এদিকে আফগানিস্তানে অস্থিতিশীল পরিস্থিতির কারণে আফগান নাগরিকদের জন্যও ভিসা সহজ করেছে কানাডা সরকার।

স্ট্যাটিস্টিকস কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, কানাডায় চাকরির শূন্যপদের উচ্চহার ও শ্রম ঘাটতির কারণে অভিবাসন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এ কারণে জনসংখ্যা বৃদ্ধির হার বেড়েছে। জনসংখ্যা বাড়ার কারণে কোনো কোনো অঞ্চলে আবাসন, অবকাঠামো, পরিবহন ও অন্যান্য নাগরিক সুবিধা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করা কঠিন হতে পারে কানাডা সরকারের জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত