১৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে আমাজন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৮: ৫২
Thumbnail image

জেফ বেজোস প্রতিষ্ঠিত প্রযুক্তি জায়ান্ট আমাজনে শুরু হচ্ছে বড়সংখ্যক কর্মী ছাঁটাই। ব্যয় সংকোচনের পরিকল্পনার অংশ হিসেবে ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি জায়ান্টটির প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি এ তথ্য নিশ্চিত করেন।

বিবিসির খবরে বলা হয়, কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে অ্যান্ডি জেসি লেখেন, ১৮ জানুয়ারি থেকে ওই ছাঁটাই কার্যকর হবে। এতে কোম্পানির ৩ লাখ কর্মীর প্রায় ৬ শতাংশ বাদ পড়বেন।

এর আগে গত নভেম্বরে বড়সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল আমাজন। তখন জানা গিয়েছিল, কোম্পানির করপোরেট ও প্রযুক্তি বিভাগে কাজ করা প্রায় ১০ হাজার কর্মী চাকরি হারাতে পারেন। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই ১৮ হাজার কর্মী ছাঁটাই নিশ্চিত করল আমাজন।

প্রধান নির্বাহী বলেন, যাঁরা ছাঁটাই হচ্ছেন, তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্যাকেজ দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন স্বাস্থ্যবিমার সুবিধা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার চেষ্টা।

তিনি বলেন, ‘অনেক অনিশ্চিত ও কঠিন সময় পার করছে আমাজন। আশা করি, অতীতের মতো আমরা ভবিষ্যতেও এমন পরিস্থিতি কাটিয়ে উঠব।’

তবে কোন অঞ্চলের এবং কোন বিভাগের কর্মী ছাঁটাই হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু না বলে আমাজনের প্রধান নির্বাহী জানান, ইউরোপের যেখানে যেখানে প্রযোজ্য, সেখানে কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে কোম্পানি যোগাযোগ করবে। তবে আমাজনের স্টোর অপারেশন, পিপলস, এক্সপেরিয়েন্স ও টেকনোলজি দল থেকে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ব্যয় সংকোচনের অংশ হিসেবে আমাজন এরই মধ্যে নতুন কর্মী নিয়োগ স্থগিত করেছে। বেশ কিছু ওয়্যারহাউসের সম্প্রসারণকাজও বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত কাজে ব্যবহৃত রোবট প্রকল্প বাতিলসহ ব্যবসার কিছু অংশ বন্ধেরও পদক্ষেপ নিয়েছে আমাজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত