অনলাইন ডেস্ক
প্যাকেজিংয়ে মান নিয়ে প্রশ্ন ওঠায় ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা প্রয়োগ স্থগিত করেছে হংকং।
হংকং প্রশাসন আজ বুধবার টিকাটি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। অবশ্য টিকার কার্যকারিতা বা ঝুঁকি নিয়ে কোনো প্রশ্ন তোলেনি কর্তৃপক্ষ।
নগর কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, হংকং ও ম্যাকাওয়ে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের পরিবেশক ফোসুন ইন্ডাস্ট্রিয়াল (হংকং) বলেছে যে, তারা ভ্যাকসিনের একটি ব্যাচে বোতলের ছিপিতে প্যাকেজিং সংক্রান্ত ত্রুটি পেয়েছে।
তবে সরকার বলছে, এই প্যাকেজিং ত্রুটির কারণে ভ্যাকসিনের সুরক্ষা ঝুঁকি তৈরি হয়েছে এমনটি মনে করার কোনো কারণ পায়নি ফাইজার এবং ফোসুন ফার্মা। এরপরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভ্যাকসিন প্রয়োগ স্থগিত থাকবে।
আজ ম্যাকাউ জানিয়েছে, সেখানেও ফাইজারের টিকা প্রয়োগ স্থগিত করা হয়েছে।
হংকং গত ফেব্রুয়ারি থেকে স্থানীয়দের ভ্যাকসিন প্রয়োগ শুরু করে। মার্চে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কর্মসূচি শুরু হয়।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনটি চালু হওয়ার পর মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। গত সপ্তাহে চীনা সিনোভ্যাক টিকার তুলনায় দ্বিগুণেরও বেশি মানুষ ফাইজারের টিকার জন্য বুকিং দিয়েছেন।
সূত্র: রয়টার্স
প্যাকেজিংয়ে মান নিয়ে প্রশ্ন ওঠায় ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা প্রয়োগ স্থগিত করেছে হংকং।
হংকং প্রশাসন আজ বুধবার টিকাটি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। অবশ্য টিকার কার্যকারিতা বা ঝুঁকি নিয়ে কোনো প্রশ্ন তোলেনি কর্তৃপক্ষ।
নগর কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, হংকং ও ম্যাকাওয়ে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের পরিবেশক ফোসুন ইন্ডাস্ট্রিয়াল (হংকং) বলেছে যে, তারা ভ্যাকসিনের একটি ব্যাচে বোতলের ছিপিতে প্যাকেজিং সংক্রান্ত ত্রুটি পেয়েছে।
তবে সরকার বলছে, এই প্যাকেজিং ত্রুটির কারণে ভ্যাকসিনের সুরক্ষা ঝুঁকি তৈরি হয়েছে এমনটি মনে করার কোনো কারণ পায়নি ফাইজার এবং ফোসুন ফার্মা। এরপরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভ্যাকসিন প্রয়োগ স্থগিত থাকবে।
আজ ম্যাকাউ জানিয়েছে, সেখানেও ফাইজারের টিকা প্রয়োগ স্থগিত করা হয়েছে।
হংকং গত ফেব্রুয়ারি থেকে স্থানীয়দের ভ্যাকসিন প্রয়োগ শুরু করে। মার্চে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কর্মসূচি শুরু হয়।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনটি চালু হওয়ার পর মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। গত সপ্তাহে চীনা সিনোভ্যাক টিকার তুলনায় দ্বিগুণেরও বেশি মানুষ ফাইজারের টিকার জন্য বুকিং দিয়েছেন।
সূত্র: রয়টার্স
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তিতে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেজলবায়ুবিজ্ঞানী জ্যাক হাউসফাদার একটি নতুন গ্রাফিক ভিজুয়ালাইজেশন তৈরি করেছেন। দেখলে মনে হয়. যেন এটি বসন্তে ফোটা কোনো ফুল। তবে এটি রং নীল থেকে লাল হয়ে ওঠার সঙ্গে সঙ্গে একটি উদ্বেগজনক বার্তাও দিচ্ছে। এর মানে হলো, পৃথিবী ক্রমাগত এবং দ্রুত উষ্ণ হয়ে উঠছে!
১ ঘণ্টা আগেইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তিনি ইরানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, দীর্ঘদিনের মার্কিন মিত্র ইসরায়েলের প্রধান শত্রু ইরান আলোচনায় বসতে রাজি হবে। স্থানীয় সময় শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকা
২ ঘণ্টা আগে১৯৭৫ সালের সামরিক জান্তা সরকার চুল কাটার ক্ষেত্রে একটি নির্দেশিকা জারি করে। ঐ নির্দেশিকায় স্কুলশিক্ষার্থীদের চুল কাটার নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল—ছেলেদের জন্য ছোট চুল এবং মেয়েদের জন্য কান পর্যন্ত বব কাট। তবে গত বুধবার আদালত সেই আদেশ বাতিল করেন। আদালত বলেছেন, এই আদেশ সংবিধান দ্বারা সুরক্ষিত...
২ ঘণ্টা আগে