অনলাইন ডেস্ক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ে বা মহাসড়কে গাড়িচাপায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেঞ্জারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া, পাঞ্জাবে দুষ্কৃতকারীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্য ডনের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বৃত্তরা শ্রীনগর হাইওয়েতে একটি গাড়ি রেঞ্জারস সদস্যদের ওপর উঠিয়ে দিলে চার সদস্য নিহত হন এবং আরও পাঁচ রেঞ্জারস ও দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তবে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত চার রেঞ্জারস এবং দুই পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে। এ ছাড়া শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে জিও নিউজ বিষয়টি নিশ্চিত হতে পারেনি।
সূত্র জানিয়েছে, আহতদের বেশির ভাগের অবস্থাই আশঙ্কাজনক। সূত্র আরও জানায়, এ ঘটনায় এক সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন। নিহতদের পিআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে তিনজন রেঞ্জারস সদস্য, একজন এফসি সদস্য এবং একজন বেসামরিক নাগরিক রয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, পাঁচজনই এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। হাসপাতালে উপস্থিত পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এর আগে, গতকাল সোমবার পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত এবং ১১৯ কর্মকর্তা আহত হন। গতকাল দিনভর পিটিআইয়ের গাড়িবহর চলমান থাকার মধ্যেই পাঞ্জাব সরকার ও পুলিশ জানায়, হাকলা ইন্টারচেঞ্জ বা মোড়ে বিশৃঙ্খলাকারীদের হাতে ওই কনস্টেবল নিহত হন।
এদিকে, ডনের এক সংবাদদাতা জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়া থেকে আগত গাড়িবহর ইসলামাবাদ টোল প্লাজা অতিক্রম করেছে। এই বহরের নেতৃত্বে আছেন প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। পিটিআইয়ের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকেও সেই স্থানের গাড়িবহরের ভিডিও শেয়ার করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার আইনমন্ত্রী আফতাব আলম জানিয়েছেন, কনভয়ের পরবর্তী গন্তব্য ইসলামাবাদের ডি-চক। পিটিআই নেতা মুহাম্মদ বাশারত রাজা জানিয়েছেন, একাধিক গাড়িবহর ইসলামাবাদে প্রবেশ করছে।
পিটিআই নেতা শওকত ইউসুফজাই আটকের বুরহান ইন্টারচেঞ্জ থেকে ডনকে বলেছেন, গাড়িবহরগুলো ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়ে গেছে। তবে বহরের আকার ও সড়কে থাকা ব্যারিকেডের কারণে ধীরে ধীরে এগোতে হচ্ছে। তিনি দাবি করেছেন, ‘বিশাল মিছিল’ দেখে পুলিশ পিছু হটেছে। ইউসুফজাই আরও বলেছেন, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গান্দাপুর শান্তিপূর্ণভাবে কিন্তু যেকোনো মূল্যে ডি-চকে পৌঁছাতে চান।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ে বা মহাসড়কে গাড়িচাপায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেঞ্জারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া, পাঞ্জাবে দুষ্কৃতকারীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্য ডনের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বৃত্তরা শ্রীনগর হাইওয়েতে একটি গাড়ি রেঞ্জারস সদস্যদের ওপর উঠিয়ে দিলে চার সদস্য নিহত হন এবং আরও পাঁচ রেঞ্জারস ও দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তবে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত চার রেঞ্জারস এবং দুই পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে। এ ছাড়া শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে জিও নিউজ বিষয়টি নিশ্চিত হতে পারেনি।
সূত্র জানিয়েছে, আহতদের বেশির ভাগের অবস্থাই আশঙ্কাজনক। সূত্র আরও জানায়, এ ঘটনায় এক সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন। নিহতদের পিআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে তিনজন রেঞ্জারস সদস্য, একজন এফসি সদস্য এবং একজন বেসামরিক নাগরিক রয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, পাঁচজনই এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। হাসপাতালে উপস্থিত পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এর আগে, গতকাল সোমবার পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত এবং ১১৯ কর্মকর্তা আহত হন। গতকাল দিনভর পিটিআইয়ের গাড়িবহর চলমান থাকার মধ্যেই পাঞ্জাব সরকার ও পুলিশ জানায়, হাকলা ইন্টারচেঞ্জ বা মোড়ে বিশৃঙ্খলাকারীদের হাতে ওই কনস্টেবল নিহত হন।
এদিকে, ডনের এক সংবাদদাতা জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়া থেকে আগত গাড়িবহর ইসলামাবাদ টোল প্লাজা অতিক্রম করেছে। এই বহরের নেতৃত্বে আছেন প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। পিটিআইয়ের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকেও সেই স্থানের গাড়িবহরের ভিডিও শেয়ার করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার আইনমন্ত্রী আফতাব আলম জানিয়েছেন, কনভয়ের পরবর্তী গন্তব্য ইসলামাবাদের ডি-চক। পিটিআই নেতা মুহাম্মদ বাশারত রাজা জানিয়েছেন, একাধিক গাড়িবহর ইসলামাবাদে প্রবেশ করছে।
পিটিআই নেতা শওকত ইউসুফজাই আটকের বুরহান ইন্টারচেঞ্জ থেকে ডনকে বলেছেন, গাড়িবহরগুলো ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়ে গেছে। তবে বহরের আকার ও সড়কে থাকা ব্যারিকেডের কারণে ধীরে ধীরে এগোতে হচ্ছে। তিনি দাবি করেছেন, ‘বিশাল মিছিল’ দেখে পুলিশ পিছু হটেছে। ইউসুফজাই আরও বলেছেন, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গান্দাপুর শান্তিপূর্ণভাবে কিন্তু যেকোনো মূল্যে ডি-চকে পৌঁছাতে চান।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
১ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
২ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৩ ঘণ্টা আগে