Ajker Patrika

ওমিক্রনকে স্বাগত জানালেন বলসোনারো, পাল্টা জবাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৮: ৩৭
ওমিক্রনকে স্বাগত জানালেন বলসোনারো, পাল্টা জবাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনকে ভ্যাকসিন ভ্যারিয়েন্ট হিসেবে উল্লেখ করে এটিকে স্বাগত জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্টের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্যাজেটা ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল বুধবার বলসোনারো বলেন, কিছু গবেষণা ও ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট না থাকা কিছু ব্যক্তি ইঙ্গিত দিয়েছেন, ওমিক্রনের মাধ্যমে করোনা মহামারির শেষ হবে। এটি স্বাগত জানাচ্ছি। 

বলসোনারোর এই বক্তব্য গতকাল বুধবার প্রত্যাখ্যান করেছ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরিবিষয়ক প্রধান মাইক রায়ান জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বের অনেক দেশেই ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হচ্ছে, আইসিইউতে ভর্তি হতে হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে এটি কম গুরুতর নয়।

মাইক রায়ান আরও বলেন, ‘আমাদের অনেক কিছু করার রয়েছে। এটি হাল ছেড়ে দেওয়ার সময় নয়।  মানুষকে হত্যা করে এমন কোনো ভাইরাসকে স্বাগত জানানো উচিত নয়।’

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত