মারিউপোলে ১ হাজার ইউক্রেনীয় সৈন্য বন্দী করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২২, ১৯: ২৫
Thumbnail image

মারিউপোলে আরও ৭ শতাধিক ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি প্রায় ১ হাজার ইউক্রেনীয় সৈন্যকে বন্দী করে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে নেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব মিলিয়ে অন্তত ৯৫৯ জন ইউক্রেনীয় সৈন্যকে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে সরিয়ে নিয়েছে তারা। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি ঠিক কতজন সৈন্যকে মারিউপোল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, দেশটি রাশিয়াকে বন্দী বিনিময়ের আহ্বান জানিয়েছে। রাশিয়া এখনো সেই আহ্বানে সাড়া দেয়নি। 

রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দী ইউক্রেনীয় সৈন্যদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী আচরণ করা হবে। তবে রাশিয়ার এক জ্যেষ্ঠ রাজনীতিবিদ বলেছেন, কোনো ‘নাৎসি অপরাধীদের’ সঙ্গে বন্দিবিনিময় অনুষ্ঠিত হবে না। তাঁর এই মন্তব্য বন্দী ইউক্রেনীয় সৈন্যদের ভবিষ্যৎ আশঙ্কার মুখে ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। 

এদিকে, ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৩০০ জন রুশ সৈন্যের মৃত্যু হয়েছে। তবে কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেসের এক মুখপাত্র ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন।

অপরদিকে, যুদ্ধ শুরুর পর এখন অবধি ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আরও ৪ হাজার ৬২ জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর এই তথ্য জানিয়েছে। 

ইউএনএইচসিআর জানিয়েছে, এই হতাহতের অধিকাংশই হয়েছে নির্বিচারে বোমা ও গুলিবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে। 

মারিউপোল সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

সাইফের ওপর হামলার সন্দেহভাজন সাজ্জাদকে ছেলে দাবি করলেন ঝালকাঠির রুহুল আমিন

সাইফ আলী খানের পরিবারের ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি যাচ্ছে ভারত সরকারের নিয়ন্ত্রণে

জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে সীমা জামানের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত