অনলাইন ডেস্ক
ঢাকা: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জি-৭, ন্যাটো ও কানাডা-ইইউ সম্মেলন শেষে হোম কোয়ারেন্টিন পালন করছেন। এক্ষেত্রে বিদেশফেরতদের জন্য নির্ধারিত একটি নিয়ম লঙ্ঘন হয়েছে। নিয়ম ভাঙার কারণে ফেসবুকে জাস্টিন ট্রুডোর ব্যাপক সমালোচনা হচ্ছে।
নিয়ম অনুযায়ী বিদেশ থেকে ফিরে প্রথমে তিন দিন নির্ধারিত হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে। এর পরে টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে বাকি ১১ দিনের কোয়ারেন্টিন বাসায় করা যাবে। কিন্তু ট্রুডো তিন দিন হোটেলে না থেকে হোমকোয়ারেন্টিন করছেন।
ফেসবুকে একটি ছবি পোস্ট করে ট্রুডো লিখেছেন, 'কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা সকলের দায়িত্ব। তাই জি-৭, ন্যাটো ও কানাডা-ইইউ সম্মেলন শেষে আমি কোয়ারেন্টিনে আছি। আজ ৮ম দিনের টেস্ট করিয়েছি। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ না করা পর্যন্ত বাসায় থেকেই কাজ করব।'
কনাডীয়দের হোটেলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে ট্রুডো নিজে এ নিয়ম ভেঙেছেন। ফেসবুক পোস্টের মাধ্যমে তা বড় করে জনসম্মুখে আসে। তাঁর এই পোস্টে অনেক কানাডীয় সমালোচনাসূচক মন্তব্য করছেন। জোহান চার্টর্যান্ড নামের এক নারী মন্তব্য করেন, সবাই অর্থ খরচ করে নিরাপদ স্থানে কোয়ারেন্টিন করে। আর আপনি! জনগণের ওপর যে নিয়ম প্রয়োগ করেছেন তা আপনারও পালন করা উচিত ছিল। আপনি যা বলেন তা কি করা উচিত নয়? আগামী নির্বাচনে আর আমার ভোট পাবে না!
দ্যা এজেপি অরফানেজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইংগ্রিড মে মন্তব্য করেছেন, অন্যান্য কানাডীয়র মতো আপনারও হোটেলে অবস্থান করা উচিত ছিল। আপনি আবার হতাশ করলেন। ট্রুডোর প্রতি 'তাহলে আমাদের কেন বাসা বাদ দিয়ে হোটেলে গিয়ে কোয়ারেন্টিন করতে হবে? ' প্রশ্ন ছুড়ে দেন মনা ন্যাক বুজ নামের এক নারী।
জেনা সেভ নামের একজন ব্যবসায়ী মন্তব্য করেন-'হ্যাঁ, কিন্তু আপনি মনে হয় হোটেলে ৩ দিনের কোয়ারেন্টিন পালন করেননি।' এ মন্তব্যে ডি অ্যান্ড এস ট্র্যাকিংয়ের কর্মকর্তা শেরি কিয়ামের হাস্যরসাত্মক প্রত্যুত্তর, 'সবার তিন দিন লাগলেও তাঁর রিপোর্ট মনে হয় ৭ ঘণ্টায় বেরিয়েছে!
ব্রিটিশ কলাম্বিয়ার ফোর্ট সেইন্ট জন এলাকার বাসিন্দা মেথিউ মেনিটস্কির মন্তব্যে হতাশার ছাপ। লিখেছেন, আপনি এত নেতিবাচক কর্মকাণ্ড করছেন যে সন্তানদের সামনে আপনার সম্পর্কে কথা বলা যায় না। শুধুই ফাকাবুলি, কাজের কাজ কিছুই করেন না। শুধু পরিবারের পকেটই ভারী করছেন।
ট্রুডোকে কানাডার ইতিহাসে সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন আলবার্টার সিলভান লেইক এলাকার বাসিন্দা আলিসা রে এরস্কিন। এই মন্তব্যে প্রতিক্রিয়া দেওয়া ৪৭ জনের মধ্যে ৪১ জনই লাইক দিয়েছেন। বেশ কয়েকজন আলিসার কথা সমর্থন করলেও কার্ল রোদিলার নামে একজন প্রত্যুত্তর করেন, 'দুনিয়ার সবাই খুব খারাপ, শুধু আপনি একা ভালো।'
প্রসঙ্গত, কোভিডের তৃতীয় ওয়েভ এবং নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে ২২ ফেব্রুয়ারি থেকে বিদেশ ফেরতদের জন্য নির্ধারিত হোটেলে ৩ দিনের কোয়ারেন্টিনের নিয়ম চালু করেছে কানাডার ফেডারেল সরকার। এই তিন দিনে জনপ্রতি ন্যূনতম খরচ কমপক্ষে দুই হাজার ডলার।
ঢাকা: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জি-৭, ন্যাটো ও কানাডা-ইইউ সম্মেলন শেষে হোম কোয়ারেন্টিন পালন করছেন। এক্ষেত্রে বিদেশফেরতদের জন্য নির্ধারিত একটি নিয়ম লঙ্ঘন হয়েছে। নিয়ম ভাঙার কারণে ফেসবুকে জাস্টিন ট্রুডোর ব্যাপক সমালোচনা হচ্ছে।
নিয়ম অনুযায়ী বিদেশ থেকে ফিরে প্রথমে তিন দিন নির্ধারিত হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে। এর পরে টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে বাকি ১১ দিনের কোয়ারেন্টিন বাসায় করা যাবে। কিন্তু ট্রুডো তিন দিন হোটেলে না থেকে হোমকোয়ারেন্টিন করছেন।
ফেসবুকে একটি ছবি পোস্ট করে ট্রুডো লিখেছেন, 'কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা সকলের দায়িত্ব। তাই জি-৭, ন্যাটো ও কানাডা-ইইউ সম্মেলন শেষে আমি কোয়ারেন্টিনে আছি। আজ ৮ম দিনের টেস্ট করিয়েছি। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ না করা পর্যন্ত বাসায় থেকেই কাজ করব।'
কনাডীয়দের হোটেলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে ট্রুডো নিজে এ নিয়ম ভেঙেছেন। ফেসবুক পোস্টের মাধ্যমে তা বড় করে জনসম্মুখে আসে। তাঁর এই পোস্টে অনেক কানাডীয় সমালোচনাসূচক মন্তব্য করছেন। জোহান চার্টর্যান্ড নামের এক নারী মন্তব্য করেন, সবাই অর্থ খরচ করে নিরাপদ স্থানে কোয়ারেন্টিন করে। আর আপনি! জনগণের ওপর যে নিয়ম প্রয়োগ করেছেন তা আপনারও পালন করা উচিত ছিল। আপনি যা বলেন তা কি করা উচিত নয়? আগামী নির্বাচনে আর আমার ভোট পাবে না!
দ্যা এজেপি অরফানেজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইংগ্রিড মে মন্তব্য করেছেন, অন্যান্য কানাডীয়র মতো আপনারও হোটেলে অবস্থান করা উচিত ছিল। আপনি আবার হতাশ করলেন। ট্রুডোর প্রতি 'তাহলে আমাদের কেন বাসা বাদ দিয়ে হোটেলে গিয়ে কোয়ারেন্টিন করতে হবে? ' প্রশ্ন ছুড়ে দেন মনা ন্যাক বুজ নামের এক নারী।
জেনা সেভ নামের একজন ব্যবসায়ী মন্তব্য করেন-'হ্যাঁ, কিন্তু আপনি মনে হয় হোটেলে ৩ দিনের কোয়ারেন্টিন পালন করেননি।' এ মন্তব্যে ডি অ্যান্ড এস ট্র্যাকিংয়ের কর্মকর্তা শেরি কিয়ামের হাস্যরসাত্মক প্রত্যুত্তর, 'সবার তিন দিন লাগলেও তাঁর রিপোর্ট মনে হয় ৭ ঘণ্টায় বেরিয়েছে!
ব্রিটিশ কলাম্বিয়ার ফোর্ট সেইন্ট জন এলাকার বাসিন্দা মেথিউ মেনিটস্কির মন্তব্যে হতাশার ছাপ। লিখেছেন, আপনি এত নেতিবাচক কর্মকাণ্ড করছেন যে সন্তানদের সামনে আপনার সম্পর্কে কথা বলা যায় না। শুধুই ফাকাবুলি, কাজের কাজ কিছুই করেন না। শুধু পরিবারের পকেটই ভারী করছেন।
ট্রুডোকে কানাডার ইতিহাসে সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন আলবার্টার সিলভান লেইক এলাকার বাসিন্দা আলিসা রে এরস্কিন। এই মন্তব্যে প্রতিক্রিয়া দেওয়া ৪৭ জনের মধ্যে ৪১ জনই লাইক দিয়েছেন। বেশ কয়েকজন আলিসার কথা সমর্থন করলেও কার্ল রোদিলার নামে একজন প্রত্যুত্তর করেন, 'দুনিয়ার সবাই খুব খারাপ, শুধু আপনি একা ভালো।'
প্রসঙ্গত, কোভিডের তৃতীয় ওয়েভ এবং নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে ২২ ফেব্রুয়ারি থেকে বিদেশ ফেরতদের জন্য নির্ধারিত হোটেলে ৩ দিনের কোয়ারেন্টিনের নিয়ম চালু করেছে কানাডার ফেডারেল সরকার। এই তিন দিনে জনপ্রতি ন্যূনতম খরচ কমপক্ষে দুই হাজার ডলার।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১৯ মিনিট আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
২২ মিনিট আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগে