Ajker Patrika

যুক্তরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত দম্পতির ৩৩ বছরের জেল

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত দম্পতির ৩৩ বছরের জেল

মাদকসহ আর্থিক কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতিকে গত সোমবার ৩৩ বছর কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত। বলা হচ্ছে, অস্ট্রেলিয়ায় তাঁরা কম করে হলেও আধা টন কোকেন পাচার করেছেন। ভারতেও এই দম্পতির বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। 

আজ বুধবার হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৯ বছর বয়সী দণ্ডিত আরতি ধীর এবং ৩৫ বছর বয়সী তাঁর স্বামী কাভালজিৎ সিংহ দুজনই লন্ডনের বাসিন্দা। দুজনই চাকরি করতেন বিমান সংস্থায়। এর ফলে বিমানবন্দর বা বিমানে বিভিন্ন জিনিসপত্র পরিবহনের পদ্ধতি সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান ছিল। এই জ্ঞানকে কাজে লাগিয়ে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় কোটি কোটি ডলারের মাদক পাচার করেছিলেন তাঁরা। এইভাবেই সম্পদের পাহাড় গড়ে তোলেন দুজন। 

 ২০২১ সালে সিডনিতে এই দম্পতির কাছ থেকে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স বিপুল পরিমাণ কোকেন বাজেয়াপ্ত করে। পরে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে যুক্তরাজ্যের অপরাধ দমন সংস্থা এনসিএকে তাঁদের বিষয়ে সতর্ক করা হয়। তদন্ত শুরু করার পর ওই বছরই আরতি ও কাভালজিৎকে গ্রেপ্তার করে যুক্তরাজ্যের পুলিশ। 

এদিকে আরতি এবং কাভালজিতের বিরুদ্ধে ভারতে গুজরাটে হত্যাকাণ্ড ঘটানোরও অভিযোগ রয়েছে। গুজরাটের বাসিন্দা এই দম্পতি গোপাল সেজানি নামে এক ছেলেকে দত্তক নেন। বিমার অর্থ পরিশোধের জন্য সেই ছেলেকেই অপহরণ নাটক সাজিয়ে হত্যার অভিযোগ উঠে তাঁদের বিরুদ্ধে। 

গুজরাট পুলিশের তদন্তে খুনের সঙ্গে আরতি ও কাভালজিতের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁরা ভারত ছেড়ে পালান। 

আরতি এবং কাভালজিৎকে দোষী সাব্যস্ত করে যুক্তরাজ্যের বিচারক বলেন, ‘মাদক সমাজের জন্য খুবই ক্ষতিকর। মাদকের প্রভাবেই মানুষ বিভিন্ন অপরাধ করেন। তাই দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে ৩৩ বছরের সাজা দেওয়া হলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত