অনলাইন ডেস্ক
বিশ্বকাপ ফুটবল জয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছে আর্জেন্টিনার নাগরিকেরা। তাদের আনন্দ উদ্যাপন আরও নির্বিঘ্ন করতে আজ মঙ্গলবার ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন জানিয়েছে, আজ তারা রাজধানী বুয়েনস এইরেসের ওবেলিস্ক স্মৃতিস্তম্ভে জয় উদ্যাপন করবে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। এই স্মৃতিস্তম্ভ ক্রীড়াবিষয়ক নানা অর্জনের পর উদ্যাপনের জন্য ঐতিহ্যবাহী স্থান।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেছে, ‘মঙ্গলবার দুপুরে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন দল ওবেলিস্কের উদ্দেশে রওনা হবে। সেখানে তারা ভক্তদের সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্যাপন করবে।’
এদিকে আর্জেন্টিনা সরকার আজ এক দিনের ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করেছে। এদিন ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, ‘জনগণ যাতে জাতীয় দলের সঙ্গে গভীরভাবে আনন্দ উদ্যাপন করতে পারে, সে জন্য ব্যাংক হলিডে ঘোষণা করা হয়েছে।’
গত রোববার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। আজ ভোরে রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইটে দেশে পৌঁছাবে আর্জেন্টিনার জাতীয় দল। দেশটির লাখ লাখ জনগণ জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আনন্দ উদ্যাপনের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘আর্জেন্টিনা, আমরা এখানে এসেছি।’
দলের অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, ‘আর্জেন্টিনা জয় উদ্যাপনের জন্য কতটা অধীর হয়ে আছে তা দেখতে আমি আর্জেন্টিনায় থাকতে চাই। মানুষের সঙ্গে জয় উদ্যাপন করার অপেক্ষা আমার সহ্য হচ্ছে না।’
লিওনেল মেসির নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা অর্জন করেছে আর্জেন্টিনা। এটি আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়। এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপ ফুটবল জয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছে আর্জেন্টিনার নাগরিকেরা। তাদের আনন্দ উদ্যাপন আরও নির্বিঘ্ন করতে আজ মঙ্গলবার ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন জানিয়েছে, আজ তারা রাজধানী বুয়েনস এইরেসের ওবেলিস্ক স্মৃতিস্তম্ভে জয় উদ্যাপন করবে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। এই স্মৃতিস্তম্ভ ক্রীড়াবিষয়ক নানা অর্জনের পর উদ্যাপনের জন্য ঐতিহ্যবাহী স্থান।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেছে, ‘মঙ্গলবার দুপুরে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন দল ওবেলিস্কের উদ্দেশে রওনা হবে। সেখানে তারা ভক্তদের সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্যাপন করবে।’
এদিকে আর্জেন্টিনা সরকার আজ এক দিনের ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করেছে। এদিন ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, ‘জনগণ যাতে জাতীয় দলের সঙ্গে গভীরভাবে আনন্দ উদ্যাপন করতে পারে, সে জন্য ব্যাংক হলিডে ঘোষণা করা হয়েছে।’
গত রোববার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। আজ ভোরে রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইটে দেশে পৌঁছাবে আর্জেন্টিনার জাতীয় দল। দেশটির লাখ লাখ জনগণ জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আনন্দ উদ্যাপনের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘আর্জেন্টিনা, আমরা এখানে এসেছি।’
দলের অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, ‘আর্জেন্টিনা জয় উদ্যাপনের জন্য কতটা অধীর হয়ে আছে তা দেখতে আমি আর্জেন্টিনায় থাকতে চাই। মানুষের সঙ্গে জয় উদ্যাপন করার অপেক্ষা আমার সহ্য হচ্ছে না।’
লিওনেল মেসির নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা অর্জন করেছে আর্জেন্টিনা। এটি আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়। এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আজ শনিবার ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজনাথ সিং এসব কথা বলেন।
৩৯ মিনিট আগেযুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে গতকাল শুক্রবার ৬৭ বছর বয়সী এক ব্যক্তির ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কারা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ১৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এবারই প্রথম ফায়ারিং স্কোয়াডে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কারা কর্মকর্তা
৩ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। যার ফলে, আফগানিস্তান ও পাকিস্তান থেকে কেউ আর সহজেই যুক্তরাষ্ট্রে প্রবেশে করতে পারবেন না। মার্কিন সরকারের একটি নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত ৩টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য। তবে ইরান বলেছে, তারা এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো চিঠি পায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১০ ঘণ্টা আগে