অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় সন্ধান পাওয়া করোনাভাইরাসের নতুন ধরন বা ভ্যারিয়ান্ট মার্কিন কোম্পানি ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের সুরক্ষা ভাঙতে পারে। গতকাল শনিবার ইসরায়েলের এক গবেষণা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা ক্ল্যালিট যৌথভাবে গবেষণাটি চালিয়েছে। যদিও ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার ধরনটি খুব বেশি মানুষের মধ্যে এখনও পাওয়া যায়নি। এছাড়া গবেষণাটির পিয়ার রিভিউও করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গবেষণাটি ৮০০ জন ব্যক্তির ওপর চালানো হয়। এদের মধ্যে ৪০০ জন ছিলেন যারা ভ্যাকসিনের একটি অথবা দুটি ডোজ নেয়ার ১৪ দিন বা তারও বেশিদিন পর করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আরও ৪০০ জন ছিলেন যারা করোনায় আক্রান্ত হয়েছেন তবে ভ্যাকসিন নেননি।
তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ক্ল্যালিটের সমীক্ষায় দেখা গেছে, গবেষণায় অংশ নেওয়াদের মধ্যে ১ শতাংশ মানুষের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন বি.১.৩৫১ পাওয়া গেছে। তবে রোগীদের মধ্যে যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরনের প্রাদুর্ভাব বেশি দেখা গেছে। এ থেকে বোঝা যায় যে দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন কম কার্যকর।
গবেষণায় আরও বলা হয়, যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের তুলনায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া লোকজনের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন তুলনামূলকভাবে বেশি হারে পাওয়া গেছে। তার মানে দাঁড়ায়, দক্ষিণ আফ্রিকার ধরন কিছু ক্ষেত্রে ভ্যাকসিনের প্রতিরোধ ভেঙে ফেলতে সক্ষম।
এ নিয়ে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আদি স্তার্ন বলেন, যারা ভ্যাকসিন নেননি তাদের তুলনায় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের মধ্যে আমরা ব্যাপক হারে দক্ষিণ আফ্রিকার করোনার ধরন পেয়েছি। এ থেকে বোঝা যায় যে দক্ষিণ আফ্রিকার ধরন ভ্যাকসিনের সুরক্ষা ভাঙতে পারে।
তবে গবেষকরা সতর্ক করে আরও বলেছেন, খুব কম মানুষের ওপর গবেষণাটি চালানো হয়েছে এবং ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার করোনার ভ্যারিয়ান্টও খুব কম লোকের মধ্যে পাওয়া গেছে।
এ নিয়ে ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত ১ এপ্রিল ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে বলা হয়েছি যে তাদের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯১ শতাংশ কার্যকর। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছিল যে দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন নেওয়া ৮০০ স্বেচ্ছাসেবীর মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের দেহে স্থানীয় ভ্যারিয়ান্ট পাওয়া যায়।
দক্ষিণ আফ্রিকায় সন্ধান পাওয়া করোনাভাইরাসের নতুন ধরন বা ভ্যারিয়ান্ট মার্কিন কোম্পানি ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের সুরক্ষা ভাঙতে পারে। গতকাল শনিবার ইসরায়েলের এক গবেষণা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা ক্ল্যালিট যৌথভাবে গবেষণাটি চালিয়েছে। যদিও ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার ধরনটি খুব বেশি মানুষের মধ্যে এখনও পাওয়া যায়নি। এছাড়া গবেষণাটির পিয়ার রিভিউও করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গবেষণাটি ৮০০ জন ব্যক্তির ওপর চালানো হয়। এদের মধ্যে ৪০০ জন ছিলেন যারা ভ্যাকসিনের একটি অথবা দুটি ডোজ নেয়ার ১৪ দিন বা তারও বেশিদিন পর করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আরও ৪০০ জন ছিলেন যারা করোনায় আক্রান্ত হয়েছেন তবে ভ্যাকসিন নেননি।
তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ক্ল্যালিটের সমীক্ষায় দেখা গেছে, গবেষণায় অংশ নেওয়াদের মধ্যে ১ শতাংশ মানুষের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন বি.১.৩৫১ পাওয়া গেছে। তবে রোগীদের মধ্যে যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরনের প্রাদুর্ভাব বেশি দেখা গেছে। এ থেকে বোঝা যায় যে দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন কম কার্যকর।
গবেষণায় আরও বলা হয়, যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের তুলনায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া লোকজনের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন তুলনামূলকভাবে বেশি হারে পাওয়া গেছে। তার মানে দাঁড়ায়, দক্ষিণ আফ্রিকার ধরন কিছু ক্ষেত্রে ভ্যাকসিনের প্রতিরোধ ভেঙে ফেলতে সক্ষম।
এ নিয়ে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আদি স্তার্ন বলেন, যারা ভ্যাকসিন নেননি তাদের তুলনায় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের মধ্যে আমরা ব্যাপক হারে দক্ষিণ আফ্রিকার করোনার ধরন পেয়েছি। এ থেকে বোঝা যায় যে দক্ষিণ আফ্রিকার ধরন ভ্যাকসিনের সুরক্ষা ভাঙতে পারে।
তবে গবেষকরা সতর্ক করে আরও বলেছেন, খুব কম মানুষের ওপর গবেষণাটি চালানো হয়েছে এবং ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার করোনার ভ্যারিয়ান্টও খুব কম লোকের মধ্যে পাওয়া গেছে।
এ নিয়ে ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত ১ এপ্রিল ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে বলা হয়েছি যে তাদের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯১ শতাংশ কার্যকর। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছিল যে দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন নেওয়া ৮০০ স্বেচ্ছাসেবীর মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের দেহে স্থানীয় ভ্যারিয়ান্ট পাওয়া যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
৪ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৫ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
৫ ঘণ্টা আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
৫ ঘণ্টা আগে