ইলন মাস্ককে ‘মুখোশ টেনে ছিঁড়ে ফেলার’ হুমকি দিলেন স্টিভ ব্যানন

অনলাইন ডেস্ক    
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০০: ০৪
Thumbnail image
ইলন মাস্ক ও স্টিভ ব্যানন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য ‘এইচ-১ বি’ ভিসার সমর্থন দেওয়ায় ইলন মাস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস কৌশলবিদ স্টিভ ব্যানন। তিনি মাস্ককে সতর্ক করেছেন, যদি তিনি আমেরিকানদের চাকরি বিদেশিদের হাতে তুলে দেওয়ার পক্ষে কাজ করেন, তাহলে ‘মাগা’ (এমএজিএ—মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) সমর্থকেরা তাঁকে ছাড় দেবে না।

এ বিষয়ে মাস্ককে উদ্দেশ্য করে স্টিভ ব্যানন তাঁর ‘ওয়ার রুম’ পডকাস্টে বলেছেন, ‘আপনি নতুন এসেছেন। সবার আগে পেছনের সারিতে বসে শিখুন। প্রথম সপ্তাহেই উঠে বক্তৃতা দেওয়ার চেষ্টা করবেন না। যদি করেন, আমরা আপনার মুখোশ টেনে ছিঁড়ে ফেলব।’

ব্যানন দাবি করেছেন, আমেরিকানদের জন্য চাকরি রক্ষায় ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির মূল ধারণাটি মাস্কের মতো নতুন সমর্থকদের বুঝতে হবে। তিনি বলেন, ‘আমরা নতুনদের স্বাগত জানাই, কিন্তু তাদের আগে বুঝতে হবে, কীভাবে আমাদের বিশ্বাসকে অন্তর্ভুক্ত করা যায়।’

ব্যানন দক্ষ বিদেশি কর্মীদের ভিসার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রে সব ধরনের অভিবাসনে সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি করেছেন। তিনি বলেছেন, ‘এই ভিসা ইস্যুটিই মধ্যবিত্ত আমেরিকানদের চাকরি কেড়ে নেওয়ার কেন্দ্রবিন্দু।’

এর আগে সম্প্রতি দক্ষ বিদেশি কর্মীদের পক্ষে কথা বলতে গিয়ে মাস্ক সামাজিক মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট সমর্থন করেন। ওই পোস্টে আমেরিকান কর্মীদের জন্য একটি অপমানজনক শব্দ ব্যবহার করা হয়েছিল। পরে অবশ্য ওই সমর্থন মুছে ফেলেন মাস্ক।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের বাজেট সাশ্রয় নিয়ে কাজ করা ইলন মাস্ক এবং রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী দক্ষ বিদেশি কর্মীদের ভিসার পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। রামাস্বামী দাবি করেছেন, আমেরিকান কর্মীদের যোগ্যতা বিদেশিদের সঙ্গে প্রতিযোগিতার উপযুক্ত নয়।

মাস্কের অবস্থান ট্রাম্পের অনেক ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) সমর্থককে বিস্মিত করেছে। কারণ তাঁরা ভিসা ইস্যুতে অভিবাসনবিরোধী নীতির প্রত্যাশা করে।

সামাজিক মাধ্যমে ইলন মাস্কের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে স্টিভ ব্যানন বলেন, ‘মাস্ক যদি এসব চালিয়ে যান, তাহলে আমরা তাকে আমাদের ভাষায় জবাব দেব।’

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। কারণ মাস্ক এবং ‘মাগা’ সমর্থকদের মধ্যে মতভেদ গভীর হচ্ছে। দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসার প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত