কলকাতা সংবাদদাতা
ভারতের কলকাতার নিউটাউনে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিমের দেহাবশেষ সন্দেহে সেপটিক ট্যাংক ও খাল থেকে উদ্ধার করা মাংসপিণ্ডের সঙ্গে তাঁর মেয়ের ডিএনএর মিল পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। তবে এ বিষয়ে কলকাতার সিআইডি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, তারা গণমাধ্যমের প্রতিবেদন থেকে বিষয়টি জেনেছেন। তবে সিআইডি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এ দিকে কলকাতার ভবানী ভবনের সিআইডি বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা স্পষ্ট জানিয়েছে, ডিএনএ রিপোর্টের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ঘটনার তদন্তে উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেনসিক রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।
২০২৪ সালের ১৩ মে, কলকাতার নিউটাউনের একটি আবাসন থেকে এমপি আনোয়ারুল আজিম আনার রহস্যজনকভাবে নিখোঁজ হন। এক সপ্তাহ পর, আবাসনের সেপটিক ট্যাংক থেকে এবং দক্ষিণ ২৪ পরগনার বাগজোলা খাল থেকে উদ্ধার করা হয় সন্দেহভাজন মাংসপিণ্ড। সন্দেহ করা হয়, এগুলোই এমপি আনারের দেহাবশেষ হতে পারে। এই ঘটনার পর কলকাতায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জনপ্রতিনিধিকে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়। মামলার তদন্তভার কলকাতা সিআইডি এবং স্পেশাল ট্রান্সপোর্ট শাখাকে দেওয়া হয়।
নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় যান এমপি আনারের ছোট মেয়ে ডরিন। তিনি সেখানে ডিএনএ নমুনা দেন। তিন সপ্তাহ পর ঢাকার কয়েকটি গণমাধ্যম দাবি করে, ডরিনের ডিএনএ নমুনা মাংসপিণ্ডের সঙ্গে মিলে গেছে।
ভারতের মাটিতে কোনো বাংলাদেশি সংসদ সদস্যের এমন রহস্যজনক হত্যাকাণ্ড নজিরবিহীন। সিআইডি, কলকাতা পুলিশ এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা এই ঘটনায় সমন্বিতভাবে কাজ করছে।
অবশেষে আনুষ্ঠানিক রিপোর্টের অপেক্ষা করছে এমপি আনারের পরিবার ও রাজনৈতিক মহল। এতে স্পষ্ট হবে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কী ঘটেছিল।
ভারতের কলকাতার নিউটাউনে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিমের দেহাবশেষ সন্দেহে সেপটিক ট্যাংক ও খাল থেকে উদ্ধার করা মাংসপিণ্ডের সঙ্গে তাঁর মেয়ের ডিএনএর মিল পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। তবে এ বিষয়ে কলকাতার সিআইডি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, তারা গণমাধ্যমের প্রতিবেদন থেকে বিষয়টি জেনেছেন। তবে সিআইডি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এ দিকে কলকাতার ভবানী ভবনের সিআইডি বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা স্পষ্ট জানিয়েছে, ডিএনএ রিপোর্টের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ঘটনার তদন্তে উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেনসিক রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।
২০২৪ সালের ১৩ মে, কলকাতার নিউটাউনের একটি আবাসন থেকে এমপি আনোয়ারুল আজিম আনার রহস্যজনকভাবে নিখোঁজ হন। এক সপ্তাহ পর, আবাসনের সেপটিক ট্যাংক থেকে এবং দক্ষিণ ২৪ পরগনার বাগজোলা খাল থেকে উদ্ধার করা হয় সন্দেহভাজন মাংসপিণ্ড। সন্দেহ করা হয়, এগুলোই এমপি আনারের দেহাবশেষ হতে পারে। এই ঘটনার পর কলকাতায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জনপ্রতিনিধিকে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়। মামলার তদন্তভার কলকাতা সিআইডি এবং স্পেশাল ট্রান্সপোর্ট শাখাকে দেওয়া হয়।
নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় যান এমপি আনারের ছোট মেয়ে ডরিন। তিনি সেখানে ডিএনএ নমুনা দেন। তিন সপ্তাহ পর ঢাকার কয়েকটি গণমাধ্যম দাবি করে, ডরিনের ডিএনএ নমুনা মাংসপিণ্ডের সঙ্গে মিলে গেছে।
ভারতের মাটিতে কোনো বাংলাদেশি সংসদ সদস্যের এমন রহস্যজনক হত্যাকাণ্ড নজিরবিহীন। সিআইডি, কলকাতা পুলিশ এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা এই ঘটনায় সমন্বিতভাবে কাজ করছে।
অবশেষে আনুষ্ঠানিক রিপোর্টের অপেক্ষা করছে এমপি আনারের পরিবার ও রাজনৈতিক মহল। এতে স্পষ্ট হবে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কী ঘটেছিল।
ভারতে লোকসভার সামনে বিজেপি ও কংগ্রেস সাংসদদের বিক্ষোভ চলাকালে হাতাহাতির ঘটনায় তদন্তের দায়িত্ব নিয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গতকাল বৃহস্পতিবার শারীরিক আক্রমণ ও অসদাচরণের অভিযোগ তুলে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে উভয় পক্ষ।
৪ ঘণ্টা আগেঅন্যান্য উন্নত দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের তরুণ ও মধ্যবয়সীদের অকাল মৃত্যুহার অনেক বেশি। দেশটিতে বন্দুক সহিংসতা, মাদকের অতিরিক্ত ব্যবহার এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক বেশি। স্থূলতার হার ইউরোপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। এসব কারণে যুক্তরাষ্ট্রকে তরুণদের জন্য একটি ‘ধনী মৃত্যুফাঁদ’ বলা হয়ে থাকে।
৪ ঘণ্টা আগেকুয়েতের একটি সমবায় সমিতিতে কর্মরত একজন ক্যাশিয়ার মাগরিবের নামাজ আদায়ের সময় মারধর ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানিয়েছে গালফ নিউজ।
৫ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণে তেল-গ্যাস না কিনলে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানির ওপর শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প নির্বাচনের পর প্রথমবার বাণিজ্য নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে গিয়ে ইউএস-ইইউর মধ্যে আসন্ন বাণিজ্য যুদ্ধের...
৫ ঘণ্টা আগে