বিজেপি ও তার মিত্ররা আসাম রাজ্যে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে। বিজয়ী হবে কেন্দ্রশাসিত পুডুচেরিতেও। তবে বিজেপির সবচেয়ে বড় অর্জনটি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এই রাজ্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রে ক্ষমতাসীন এ দল। আসন্ন নির্বাচনে তার সুফলও তারা পেতে যাচ্ছে।
গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশিত কয়েকটি সমন্বিত মতামত জরিপে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ভারতে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ।
পুডুচেরিতে কেবল একটি মতামত জরিপ চালানো হয়েছিল। সেখানে বিধানসভার ৩০টি আসনের মধ্যে বিজেপি ২১টিতে বিজয়ী হবে বলে আভাষ পাওয়া যাচ্ছে। জরিপ প্রতিষ্ঠান সি-ভোটার পূর্বাভাস দিয়েছে, নয়টি আসন ইউপিএর ঝুলিতে যাবে। রাষ্ট্রপতি শাসনের অধীনে আসার আগে পুডুচেরি বিধানসভায় এই জোটের সংখ্যাগরিষ্ঠতা ছিল।
এবারের নির্বাচনে বিজেপি সবচেয়ে বড় পুরস্কারটি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে। তৃণমূল শাসিত এ রাজ্যে এবার ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২০০টিরও বেশিতে জয়ের আশা করছেন বিজেপি হাইকমান্ড।
চারটি মতামত জরিপের সমন্বিত ফলাফলেই ইঙ্গিত মিলছে যে, পশ্চিমবঙ্গ রাজ্য পেতে যাচ্ছে একটি ঝুলন্ত বিধানসভা। টানা দুই মেয়াদে পশ্চিমবঙ্গ শাসন করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবার ১৩৫টি আসন পেতে পারে। সর্বশেষ ২০১৬ সালে মোট ২১১টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পায় দলটি।
গতবার মাত্র তিনটি আসনে জয়ী বিজেপি এবার ১৩৮টি আসন ছিনিয়ে নিতে পারে। ফলে বিজেপি পশ্চিমবঙ্গে বড় অর্জনে পথে বলেই ধরা নেওয়া যায়। যদিও সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১৪৮টি আসন। এই গুরুত্বপূর্ণ নির্বাচনে জোটবদ্ধ হওয়া বাম এবং কংগ্রেস পেতে পারে মাত্র ২০টি আসন।
কেবল একটি মতামত জরিপে তৃণমূল কংগ্রেসের বিজয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সি-ভোটারের জরিপে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন তৃণমূল ১৬০ আসনে জয়ী হয়ে কোনোরকমে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে। তবে পিপলস পালসের পূর্বাভাসে বলা হচ্ছে, ১৮৩ আসন জিতে পশ্চিমবঙ্গ দখল করবে বিজেপি।
সমষ্টিগতভাবে দুটি মতামত জরিপে তামিলনাড়ুতে পালাবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। ক্ষমতাসীন এআইএডিএমকে বিজেপির সঙ্গে জোট করেও এবার পার পাবে বলে মনে হচ্ছে না। বিরোধী এমকে স্টালিনের দল ডিএমকে এবং কংগ্রেস ১৪৪টি আসন জিতে ক্ষমতায় আসতে পারে। অপরদিকে এনডিএ জোট পেতে পারে মাত্র ৮৫টি আসন। ২৩৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১১৮ আসন।
কেরালাতেও বড় ধরনের ধাক্কা আসতে পারে। এই রাজ্যে নিয়মিত সরকার বদলের একটা চল আছে।
কেরালায় কেবল একটি মতামত জরিপ চালানো হয়েছে। সি-ভোটার ভবিষ্যদ্বাণী করেছে, এ রাজ্যের ১৪০টি আসনের মধ্যে ৭৭টি আসন নিয়ে ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট ক্ষমতায় থাকবে। তবে বিরোধীদে সঙ্গে আসনের পার্থক্য কমে আসবে। সংখ্যাগরিষ্ঠ দলের বড়জোর ৭১টি আসন থাকবে।
আসামে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীনরা আবার আসছে। দুটি মতামত জরিপের সমষ্টিগত পূর্বাভাস এটি। সি-ভোটার এবং টিভি৯ উভয়ই এনডিএর সংখ্যাগরিষ্ঠতার আভাস দিয়েছে। এ রাজ্যে এনডিএ জোট ৭১টি আসনে জিততে পারে। যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৬৪। অপরদিকে ইউপিএ জোট পেতে পারে ৫৩ আসন।
সূত্র: এনডিটিভি
বিজেপি ও তার মিত্ররা আসাম রাজ্যে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে। বিজয়ী হবে কেন্দ্রশাসিত পুডুচেরিতেও। তবে বিজেপির সবচেয়ে বড় অর্জনটি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এই রাজ্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রে ক্ষমতাসীন এ দল। আসন্ন নির্বাচনে তার সুফলও তারা পেতে যাচ্ছে।
গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশিত কয়েকটি সমন্বিত মতামত জরিপে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ভারতে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ।
পুডুচেরিতে কেবল একটি মতামত জরিপ চালানো হয়েছিল। সেখানে বিধানসভার ৩০টি আসনের মধ্যে বিজেপি ২১টিতে বিজয়ী হবে বলে আভাষ পাওয়া যাচ্ছে। জরিপ প্রতিষ্ঠান সি-ভোটার পূর্বাভাস দিয়েছে, নয়টি আসন ইউপিএর ঝুলিতে যাবে। রাষ্ট্রপতি শাসনের অধীনে আসার আগে পুডুচেরি বিধানসভায় এই জোটের সংখ্যাগরিষ্ঠতা ছিল।
এবারের নির্বাচনে বিজেপি সবচেয়ে বড় পুরস্কারটি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে। তৃণমূল শাসিত এ রাজ্যে এবার ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২০০টিরও বেশিতে জয়ের আশা করছেন বিজেপি হাইকমান্ড।
চারটি মতামত জরিপের সমন্বিত ফলাফলেই ইঙ্গিত মিলছে যে, পশ্চিমবঙ্গ রাজ্য পেতে যাচ্ছে একটি ঝুলন্ত বিধানসভা। টানা দুই মেয়াদে পশ্চিমবঙ্গ শাসন করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবার ১৩৫টি আসন পেতে পারে। সর্বশেষ ২০১৬ সালে মোট ২১১টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পায় দলটি।
গতবার মাত্র তিনটি আসনে জয়ী বিজেপি এবার ১৩৮টি আসন ছিনিয়ে নিতে পারে। ফলে বিজেপি পশ্চিমবঙ্গে বড় অর্জনে পথে বলেই ধরা নেওয়া যায়। যদিও সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১৪৮টি আসন। এই গুরুত্বপূর্ণ নির্বাচনে জোটবদ্ধ হওয়া বাম এবং কংগ্রেস পেতে পারে মাত্র ২০টি আসন।
কেবল একটি মতামত জরিপে তৃণমূল কংগ্রেসের বিজয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সি-ভোটারের জরিপে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন তৃণমূল ১৬০ আসনে জয়ী হয়ে কোনোরকমে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে। তবে পিপলস পালসের পূর্বাভাসে বলা হচ্ছে, ১৮৩ আসন জিতে পশ্চিমবঙ্গ দখল করবে বিজেপি।
সমষ্টিগতভাবে দুটি মতামত জরিপে তামিলনাড়ুতে পালাবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। ক্ষমতাসীন এআইএডিএমকে বিজেপির সঙ্গে জোট করেও এবার পার পাবে বলে মনে হচ্ছে না। বিরোধী এমকে স্টালিনের দল ডিএমকে এবং কংগ্রেস ১৪৪টি আসন জিতে ক্ষমতায় আসতে পারে। অপরদিকে এনডিএ জোট পেতে পারে মাত্র ৮৫টি আসন। ২৩৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১১৮ আসন।
কেরালাতেও বড় ধরনের ধাক্কা আসতে পারে। এই রাজ্যে নিয়মিত সরকার বদলের একটা চল আছে।
কেরালায় কেবল একটি মতামত জরিপ চালানো হয়েছে। সি-ভোটার ভবিষ্যদ্বাণী করেছে, এ রাজ্যের ১৪০টি আসনের মধ্যে ৭৭টি আসন নিয়ে ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট ক্ষমতায় থাকবে। তবে বিরোধীদে সঙ্গে আসনের পার্থক্য কমে আসবে। সংখ্যাগরিষ্ঠ দলের বড়জোর ৭১টি আসন থাকবে।
আসামে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীনরা আবার আসছে। দুটি মতামত জরিপের সমষ্টিগত পূর্বাভাস এটি। সি-ভোটার এবং টিভি৯ উভয়ই এনডিএর সংখ্যাগরিষ্ঠতার আভাস দিয়েছে। এ রাজ্যে এনডিএ জোট ৭১টি আসনে জিততে পারে। যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৬৪। অপরদিকে ইউপিএ জোট পেতে পারে ৫৩ আসন।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
১ ঘণ্টা আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
২ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৩ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
৩ ঘণ্টা আগে