অনলাইন ডেস্ক
ইরান সরকারের হাতে ১৩ বার গ্রেপ্তার হয়েছেন তিনি। এর মধ্যে পাঁচবার তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। শাস্তি হিসাবে মোট ৩১ বছরের কারাদণ্ডের সঙ্গে তাঁকে ১৫৪টি দোররাও মারা হয়েছে। এমন নিপীড়নের শিকার যিনি হয়েছেন, তিনি নারগিস মোহাম্মদি। নোবেল ফাউন্ডেশনের কল্যাণে নামটি এর মধ্যেই সুপরিচিত। ইরানের কারাগারে বন্দী এই নারীকেই এবারের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। নারী অধিকার রক্ষা, নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দিয়েছে নোবেল পিস কমিটি।
২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা জিনা আমিনি নামে এক কুর্দি নারী ইরানের নীতি পুলিশের হেফাজতে মারা যান। তাঁর মৃত্যু ধর্মীয় প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় রাজনৈতিক বিক্ষোভের সূচনা করে। ১৯৭৯ সালে আয়াতুল্লাহ আলী খোমেনির নেতৃত্বে ইরানে ধর্মতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর থেকে চলছিল নারীর ওপর নিপীড়ন।
কিন্তু মাহসা আমিনির প্রতি নৃশংসতার ওই ঘটনা ইরানে বিস্ফোরণ ছড়িয়ে দেয়। বছরের পর বছর ধরে নিপীড়নের বিরুদ্ধে ‘নারী-জীবন-মুক্তি’ স্লোগানে রাজপথে অবস্থান হাজার হাজার মানুষ। শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয় সরকার। এতে পাঁচ শরও বেশি বিক্ষোভকারী নিহত হন। হাজারো মানুষ আহত হন। অনেকে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। অন্তত ২০ হাজার বিক্ষোভকারীকে বন্দী করে রাখা হয়।
‘নারী-জীবন-মুক্তি’ নামে যে স্লোগান বিক্ষোভকারীরা দিয়েছেন, নারগিস মোহাম্মদির নিষ্ঠা এবং কাজের মধ্যে তার জোরালো প্রকাশ ঘটেছে।
নারী—তিনি নারীদের জন্য নিয়মতান্ত্রিক বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেন।
জীবন—নারীদের সসম্মানে বেঁচে থাকার অধিকারের জন্য লড়াইয়ের সমর্থন করেন তিনি। তবে ইরানে এ লড়াইয়ের পরিণাম—নিপীড়ন, কারাবন্দী, নির্যাতন, এমনকি মৃত্যুও।
মুক্তি—বাকস্বাধীনতা ও স্বাধীনতা এবং নারীদের দৃষ্টির বাইরে থাকার ও শরীর ঢেকে রাখার আইনের বিরুদ্ধেও সোচ্চার তিনি। বিক্ষোভকারীদের স্বাধীনতার চাহিদা কেবল নারীদের ক্ষেত্রেই না বরং সমগ্র জাতির জন্যই প্রযোজ্য।
নব্বইয়ের দশকে পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীর পাশাপাশি সম-অধিকার এবং নারী অধিকারকর্মী হিসেবে নিজের পরিচয় তৈরি করেন নারগিস মোহাম্মদি। পড়ালেখা শেষে তিনি প্রকৌশলের পাশাপাশি সংস্কারধর্মী পত্রিকায় কলাম লিখতেন।
২০০৩ সালে নোবেলজয়ী আরেক ইরানি শিরিন এবাদির প্রতিষ্ঠিত সংগঠন তেহরানের হিউম্যান রাইটস সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তিনি। ২০১১ সালে প্রথমবারের মতো গ্রেপ্তার হন নারগিস। কারাবন্দী কর্মী ও তাঁদের পরিবারকে সহযোগিতার জন্য তাঁকে বেশ কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দুই বছর পর জামিনে মুক্তির পর নারগিস মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। দীর্ঘকাল ধরেই ইরান বার্ষিক সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশগুলোর মধ্যে একটি হিসেবে স্থান দখল করে আছে। শুধু ২০২২ সালের জানুয়ারি থেকেই দেশটিতে ৮৬০ বন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আন্দোলনের কারণে ২০১৫ সালে নারগিসকে আবার গ্রেপ্তার করা হয় এবং কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাগারে ফিরে তিনি রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে প্রশাসনের নির্যাতন ও যৌন সহিংসতার নিয়মতান্ত্রিক ব্যবহারের বিরোধিতা শুরু করেন। ইরানের কারাগারগুলোতে এ ধরনের চর্চা বছরের পর বছর ধরে চালু রয়েছে।
গত বছর তেহরানের কুখ্যাত এভিন কারাগারের রাজনৈতিক বন্দীদের আন্দোলন বেশ আলোচিত হয়। এ আন্দোলনেও নেতৃত্ব দেন নারগিস। বন্দী অবস্থা থেকেই নারগিস বিক্ষোভকারী এবং সহবন্দীদের সুসংগঠিত সংহতি কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেন।
এ বিক্ষোভের জবাবে কারা কর্তৃপক্ষ আরও কঠোর শর্ত আরোপ করা শুরু করে। নারগিসের কোনো ধরনের ফোনকল বা সাক্ষাৎ নিষিদ্ধ করে দেওয়া হয়। কঠোর নজরদারি ভেদ করে তিনি মাহসা আমিনি হত্যার এক বছর পূর্তিতে নিউইয়র্ক টাইমসে এক কলাম লিখে পাঠান। সে কলামে তাঁর বার্তা ছিল, ‘আমাদের যত বেশি বন্দী করবে আমরা তত শক্তিশালী হয়ে উঠব।’ এ আন্দোলন যেন নিভে না যায় বন্দিদশা থেকেই তিনি তা নিশ্চিত করেছেন।
নোবেল কর্তৃপক্ষ সব সময় এমন ব্যক্তিদের গুরুত্ব এবং সম্মানিত করতে চেয়েছে, যাঁরা মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সোচ্চার। নারগিস মোহাম্মদি এমন এক নারী যিনি অদম্য সাহসের সঙ্গে নারীদের অধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করে যাচ্ছেন। সমান অধিকার নিশ্চিত করার মাধ্যমেই আলফ্রেড নোবেল যে বৈশ্বিক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তা অর্জন করা সম্ভব।
ইরান সরকারের হাতে ১৩ বার গ্রেপ্তার হয়েছেন তিনি। এর মধ্যে পাঁচবার তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। শাস্তি হিসাবে মোট ৩১ বছরের কারাদণ্ডের সঙ্গে তাঁকে ১৫৪টি দোররাও মারা হয়েছে। এমন নিপীড়নের শিকার যিনি হয়েছেন, তিনি নারগিস মোহাম্মদি। নোবেল ফাউন্ডেশনের কল্যাণে নামটি এর মধ্যেই সুপরিচিত। ইরানের কারাগারে বন্দী এই নারীকেই এবারের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। নারী অধিকার রক্ষা, নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দিয়েছে নোবেল পিস কমিটি।
২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা জিনা আমিনি নামে এক কুর্দি নারী ইরানের নীতি পুলিশের হেফাজতে মারা যান। তাঁর মৃত্যু ধর্মীয় প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় রাজনৈতিক বিক্ষোভের সূচনা করে। ১৯৭৯ সালে আয়াতুল্লাহ আলী খোমেনির নেতৃত্বে ইরানে ধর্মতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর থেকে চলছিল নারীর ওপর নিপীড়ন।
কিন্তু মাহসা আমিনির প্রতি নৃশংসতার ওই ঘটনা ইরানে বিস্ফোরণ ছড়িয়ে দেয়। বছরের পর বছর ধরে নিপীড়নের বিরুদ্ধে ‘নারী-জীবন-মুক্তি’ স্লোগানে রাজপথে অবস্থান হাজার হাজার মানুষ। শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয় সরকার। এতে পাঁচ শরও বেশি বিক্ষোভকারী নিহত হন। হাজারো মানুষ আহত হন। অনেকে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। অন্তত ২০ হাজার বিক্ষোভকারীকে বন্দী করে রাখা হয়।
‘নারী-জীবন-মুক্তি’ নামে যে স্লোগান বিক্ষোভকারীরা দিয়েছেন, নারগিস মোহাম্মদির নিষ্ঠা এবং কাজের মধ্যে তার জোরালো প্রকাশ ঘটেছে।
নারী—তিনি নারীদের জন্য নিয়মতান্ত্রিক বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেন।
জীবন—নারীদের সসম্মানে বেঁচে থাকার অধিকারের জন্য লড়াইয়ের সমর্থন করেন তিনি। তবে ইরানে এ লড়াইয়ের পরিণাম—নিপীড়ন, কারাবন্দী, নির্যাতন, এমনকি মৃত্যুও।
মুক্তি—বাকস্বাধীনতা ও স্বাধীনতা এবং নারীদের দৃষ্টির বাইরে থাকার ও শরীর ঢেকে রাখার আইনের বিরুদ্ধেও সোচ্চার তিনি। বিক্ষোভকারীদের স্বাধীনতার চাহিদা কেবল নারীদের ক্ষেত্রেই না বরং সমগ্র জাতির জন্যই প্রযোজ্য।
নব্বইয়ের দশকে পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীর পাশাপাশি সম-অধিকার এবং নারী অধিকারকর্মী হিসেবে নিজের পরিচয় তৈরি করেন নারগিস মোহাম্মদি। পড়ালেখা শেষে তিনি প্রকৌশলের পাশাপাশি সংস্কারধর্মী পত্রিকায় কলাম লিখতেন।
২০০৩ সালে নোবেলজয়ী আরেক ইরানি শিরিন এবাদির প্রতিষ্ঠিত সংগঠন তেহরানের হিউম্যান রাইটস সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তিনি। ২০১১ সালে প্রথমবারের মতো গ্রেপ্তার হন নারগিস। কারাবন্দী কর্মী ও তাঁদের পরিবারকে সহযোগিতার জন্য তাঁকে বেশ কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দুই বছর পর জামিনে মুক্তির পর নারগিস মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। দীর্ঘকাল ধরেই ইরান বার্ষিক সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশগুলোর মধ্যে একটি হিসেবে স্থান দখল করে আছে। শুধু ২০২২ সালের জানুয়ারি থেকেই দেশটিতে ৮৬০ বন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আন্দোলনের কারণে ২০১৫ সালে নারগিসকে আবার গ্রেপ্তার করা হয় এবং কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাগারে ফিরে তিনি রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে প্রশাসনের নির্যাতন ও যৌন সহিংসতার নিয়মতান্ত্রিক ব্যবহারের বিরোধিতা শুরু করেন। ইরানের কারাগারগুলোতে এ ধরনের চর্চা বছরের পর বছর ধরে চালু রয়েছে।
গত বছর তেহরানের কুখ্যাত এভিন কারাগারের রাজনৈতিক বন্দীদের আন্দোলন বেশ আলোচিত হয়। এ আন্দোলনেও নেতৃত্ব দেন নারগিস। বন্দী অবস্থা থেকেই নারগিস বিক্ষোভকারী এবং সহবন্দীদের সুসংগঠিত সংহতি কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেন।
এ বিক্ষোভের জবাবে কারা কর্তৃপক্ষ আরও কঠোর শর্ত আরোপ করা শুরু করে। নারগিসের কোনো ধরনের ফোনকল বা সাক্ষাৎ নিষিদ্ধ করে দেওয়া হয়। কঠোর নজরদারি ভেদ করে তিনি মাহসা আমিনি হত্যার এক বছর পূর্তিতে নিউইয়র্ক টাইমসে এক কলাম লিখে পাঠান। সে কলামে তাঁর বার্তা ছিল, ‘আমাদের যত বেশি বন্দী করবে আমরা তত শক্তিশালী হয়ে উঠব।’ এ আন্দোলন যেন নিভে না যায় বন্দিদশা থেকেই তিনি তা নিশ্চিত করেছেন।
নোবেল কর্তৃপক্ষ সব সময় এমন ব্যক্তিদের গুরুত্ব এবং সম্মানিত করতে চেয়েছে, যাঁরা মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সোচ্চার। নারগিস মোহাম্মদি এমন এক নারী যিনি অদম্য সাহসের সঙ্গে নারীদের অধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করে যাচ্ছেন। সমান অধিকার নিশ্চিত করার মাধ্যমেই আলফ্রেড নোবেল যে বৈশ্বিক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তা অর্জন করা সম্ভব।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৪ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৮ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে