অনলাইন ডেস্ক
গহিন আমাজনে ৪০ দিন পর চার শিশুকে খুঁজে পাওয়া গেলেও উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। উদ্ধারকারী দলটি এবার বেলজিয়ান শেফার্ড প্রজাতির একটি কুকুরকে খুঁজে বেড়াচ্ছে। শিশুদের উদ্ধার অভিযানে ওই কুকুরটি নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।
দ্য টেলিগ্রাফের বরাতে জানা গেছে, ছয় বছর বয়সী ওই কুকুরটির নাম উইলসন। এটি স্পেশাল ফোর্সের সদস্য। উদ্ধারকারীরা শিশুদের কাছে পৌঁছানোর কয়েক দিন আগেই কুকুরটি সেখানে পৌঁছে গিয়েছিল।
শুধু তাই নয়, উদ্ধারকারীরা পৌঁছানোর আগ পর্যন্ত টানা কয়েক দিন ওই চার শিশুকে সঙ্গ দিয়েছিল কুকুরটি। কিন্তু বাচ্চাদের উদ্ধারের উত্তেজনাকর মুহূর্তটিতে কুকুরটি হঠাৎ উধাও হয়ে যায়।
উদ্ধারের পর ওই চার শিশু বোগোটার সামরিক হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তবে এর মধ্যেই তাদের মধ্যে সবার বড় ১৩ বছরের লেসলি কুকুরটির একটি ছবি এঁকেছে। ছবিতে দেখা যায়-কুকুরটি গাছের নিচে এবং একটি নদীর কাছে বসে তার থাবা নাড়ছে। এ ছাড়া ৯ বছর বয়সী সোলেনিও কালো সূক্ষ্ম কান বিশিষ্ট একটি বাদামি কুকুরের ছবি এঁকেছে।
এ থেকেই বোঝা যাচ্ছে-কুকুরটি তাদের সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সময় কাটিয়েছে।
চিকিৎসকরাও জানিয়েছেন-কিছুটা সুস্থ হয়েই শিশুরা ওই কুকুরটির খোঁজ জানতে চেয়েছে। তারা প্রায় সময়ই কুকুরটির প্রসঙ্গ টেনে আনছে।
কলম্বিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে-উইলসনকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত ‘অপারেশন হোপ’ নামে তাদের উদ্ধার অভিযানটি চলমান থাকবে। সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন-‘আমরা আমাদের উইলসনকে জঙ্গল থেকে পুনরুদ্ধার করতে এবং তাকে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ।’
আর অপারেশন হোপ-এর নেতৃত্ব দেওয়া জেনারেল পেদ্রো সানচেজ বলেছেন, ‘আমরা যাচ্ছি, তাকে ফিরিয়ে আনতে।’
অবস্থা এমন দাঁড়িয়েছে যে, কলম্বিয়ার সাধারণ মানুষের কাছেও এখন কুকুরটি নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। তারা কুকুরটিকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছেন। কেউ কেউ জানালায় ‘মিসিং উইলসন’ লেখা পোস্টার টানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই #Let'sGoForWilsson এবং #WilsonNationalHero ট্যাগ শেয়ার করেছেন।
গহিন আমাজনে ৪০ দিন পর চার শিশুকে খুঁজে পাওয়া গেলেও উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। উদ্ধারকারী দলটি এবার বেলজিয়ান শেফার্ড প্রজাতির একটি কুকুরকে খুঁজে বেড়াচ্ছে। শিশুদের উদ্ধার অভিযানে ওই কুকুরটি নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।
দ্য টেলিগ্রাফের বরাতে জানা গেছে, ছয় বছর বয়সী ওই কুকুরটির নাম উইলসন। এটি স্পেশাল ফোর্সের সদস্য। উদ্ধারকারীরা শিশুদের কাছে পৌঁছানোর কয়েক দিন আগেই কুকুরটি সেখানে পৌঁছে গিয়েছিল।
শুধু তাই নয়, উদ্ধারকারীরা পৌঁছানোর আগ পর্যন্ত টানা কয়েক দিন ওই চার শিশুকে সঙ্গ দিয়েছিল কুকুরটি। কিন্তু বাচ্চাদের উদ্ধারের উত্তেজনাকর মুহূর্তটিতে কুকুরটি হঠাৎ উধাও হয়ে যায়।
উদ্ধারের পর ওই চার শিশু বোগোটার সামরিক হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তবে এর মধ্যেই তাদের মধ্যে সবার বড় ১৩ বছরের লেসলি কুকুরটির একটি ছবি এঁকেছে। ছবিতে দেখা যায়-কুকুরটি গাছের নিচে এবং একটি নদীর কাছে বসে তার থাবা নাড়ছে। এ ছাড়া ৯ বছর বয়সী সোলেনিও কালো সূক্ষ্ম কান বিশিষ্ট একটি বাদামি কুকুরের ছবি এঁকেছে।
এ থেকেই বোঝা যাচ্ছে-কুকুরটি তাদের সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সময় কাটিয়েছে।
চিকিৎসকরাও জানিয়েছেন-কিছুটা সুস্থ হয়েই শিশুরা ওই কুকুরটির খোঁজ জানতে চেয়েছে। তারা প্রায় সময়ই কুকুরটির প্রসঙ্গ টেনে আনছে।
কলম্বিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে-উইলসনকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত ‘অপারেশন হোপ’ নামে তাদের উদ্ধার অভিযানটি চলমান থাকবে। সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন-‘আমরা আমাদের উইলসনকে জঙ্গল থেকে পুনরুদ্ধার করতে এবং তাকে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ।’
আর অপারেশন হোপ-এর নেতৃত্ব দেওয়া জেনারেল পেদ্রো সানচেজ বলেছেন, ‘আমরা যাচ্ছি, তাকে ফিরিয়ে আনতে।’
অবস্থা এমন দাঁড়িয়েছে যে, কলম্বিয়ার সাধারণ মানুষের কাছেও এখন কুকুরটি নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। তারা কুকুরটিকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছেন। কেউ কেউ জানালায় ‘মিসিং উইলসন’ লেখা পোস্টার টানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই #Let'sGoForWilsson এবং #WilsonNationalHero ট্যাগ শেয়ার করেছেন।
ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
৯ মিনিট আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
২ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৪ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১৪ ঘণ্টা আগে