অনলাইন ডেস্ক
সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে এবার শিরোনাম হলেন ব্রাজিলিয়ান তরুণী লিভিয়া ভইত। সম্প্রতি ২০২৪ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এই তালিকায় আগের বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিওকে ছাড়িয়ে গেছেন ১৯ বছরের লিভিয়া।
এত অল্প বয়সে লিভিয়ার বিলিয়নিয়ার হওয়ার নেপথ্যে আসলে ব্রাজিলীয় কোম্পানি ডব্লিউইজির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার। বৈদ্যুতিক মোটর তৈরিতে দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় এই কোম্পানি প্রতিষ্ঠা করেন লিভিয়ার দাদা ওয়ার্নার রিকার্দো ভইত।
ফোর্বসের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন লিভিয়া। তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে বর্তমানে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) ডলার।
উত্তরাধিকার সূত্রে লিভিয়ার বড় বোন দোরা ভইতও কমবয়সী বিলিয়নিয়ারদের তালিকায় স্থান করে নিয়েছেন। ২৬ বছর বয়সী দোরা ২০২০ সালে স্থাপত্যবিদ্যার ওপর পড়াশোনা শেষ করেছেন।
সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের তালিকায় এবার লিভিয়া ভইতের পরই অবস্থান করছেন গত বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিও। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। তিনি লিওনার্দো দেল ভ্যাসিওর ছেলে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইজিলরলাক্সোটিকা (EssilorLuxottica) প্রতিষ্ঠা করেন।
সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে এবার শিরোনাম হলেন ব্রাজিলিয়ান তরুণী লিভিয়া ভইত। সম্প্রতি ২০২৪ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এই তালিকায় আগের বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিওকে ছাড়িয়ে গেছেন ১৯ বছরের লিভিয়া।
এত অল্প বয়সে লিভিয়ার বিলিয়নিয়ার হওয়ার নেপথ্যে আসলে ব্রাজিলীয় কোম্পানি ডব্লিউইজির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার। বৈদ্যুতিক মোটর তৈরিতে দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় এই কোম্পানি প্রতিষ্ঠা করেন লিভিয়ার দাদা ওয়ার্নার রিকার্দো ভইত।
ফোর্বসের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন লিভিয়া। তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে বর্তমানে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) ডলার।
উত্তরাধিকার সূত্রে লিভিয়ার বড় বোন দোরা ভইতও কমবয়সী বিলিয়নিয়ারদের তালিকায় স্থান করে নিয়েছেন। ২৬ বছর বয়সী দোরা ২০২০ সালে স্থাপত্যবিদ্যার ওপর পড়াশোনা শেষ করেছেন।
সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের তালিকায় এবার লিভিয়া ভইতের পরই অবস্থান করছেন গত বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিও। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। তিনি লিওনার্দো দেল ভ্যাসিওর ছেলে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইজিলরলাক্সোটিকা (EssilorLuxottica) প্রতিষ্ঠা করেন।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৪ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৮ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে