১৯ বছরের ব্রাজিলীয় তরুণী হলেন সবচেয়ে কমবয়সী বিলিয়নিয়ার

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৯: ০২
Thumbnail image

সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে এবার শিরোনাম হলেন ব্রাজিলিয়ান তরুণী লিভিয়া ভইত। সম্প্রতি ২০২৪ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এই তালিকায় আগের বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিওকে ছাড়িয়ে গেছেন ১৯ বছরের লিভিয়া। 

এত অল্প বয়সে লিভিয়ার বিলিয়নিয়ার হওয়ার নেপথ্যে আসলে ব্রাজিলীয় কোম্পানি ডব্লিউইজির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার। বৈদ্যুতিক মোটর তৈরিতে দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় এই কোম্পানি প্রতিষ্ঠা করেন লিভিয়ার দাদা ওয়ার্নার রিকার্দো ভইত। 

ফোর্বসের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন লিভিয়া। তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে বর্তমানে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) ডলার।

লিভিয়া ভইত। ছবি: ইনস্টাগ্রামউত্তরাধিকার সূত্রে লিভিয়ার বড় বোন দোরা ভইতও কমবয়সী বিলিয়নিয়ারদের তালিকায় স্থান করে নিয়েছেন। ২৬ বছর বয়সী দোরা ২০২০ সালে স্থাপত্যবিদ্যার ওপর পড়াশোনা শেষ করেছেন। 

সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের তালিকায় এবার লিভিয়া ভইতের পরই অবস্থান করছেন গত বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিও। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। তিনি লিওনার্দো দেল ভ্যাসিওর ছেলে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইজিলরলাক্সোটিকা (EssilorLuxottica) প্রতিষ্ঠা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত