অনলাইন ডেস্ক
H3 N 2 এবং H10 N 5 বার্ড ফ্লু-এরই দুটি ধরন। সম্প্রতি এই দুটি ধরনের সম্মিলিত সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন এক চীনা নারী। পরে ওই নারীর মৃত্যু হয়। আজ বুধবার তাঁর শরীরে সম্মিলিত সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। তারা এটাও জানিয়েছে যে, সংক্রমণটি পাখি থেকে মানুষের শরীরে প্রবেশ করলেও মানুষ থেকে মানুষে এটির ছড়ানোর সম্ভাবনা খুবই কম।
চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, আনহুই প্রদেশে যৌথ সংক্রমণে মারা যাওয়া ওই নারীর বয়স ছিল ৬৩ বছর। তাঁর শরীরে আরও বেশ কিছু সমস্যা ছিল। গত ৩০ নভেম্বর তাঁর কাশি, গলা ব্যথা, জ্বর এবং অন্যান্য উপসর্গ দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৬ ডিসেম্বর।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, আক্রান্ত নারীর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের পরীক্ষার আওতায় আনা হয়েছিল। কিন্তু কারও শরীরেই ওই সম্মিলিত ধরনের সংক্রমণ শনাক্ত হয়নি।
সংস্থাটি বলছে, H10 N 5 ভাইরাসটির পুরো জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে দেখা গেছে, এটি অ্যাভিয়ান বংশোদ্ভূত অর্থাৎ পাখি থেকে এসেছে। আর কার্যকরভাবে এটি মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে না। ফলে এই ভাইরাস আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
উল্লেখ্য, চীনে খামার এবং বন্য মিলিয়ে বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক পাখি আছে। এর ফলে অ্যাভিয়ান ভাইরাসের সংমিশ্রণ এবং রূপান্তরের জন্য সেখানে একটি আদর্শ পরিবেশও রয়েছে
H3 N 2 এবং H10 N 5 বার্ড ফ্লু-এরই দুটি ধরন। সম্প্রতি এই দুটি ধরনের সম্মিলিত সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন এক চীনা নারী। পরে ওই নারীর মৃত্যু হয়। আজ বুধবার তাঁর শরীরে সম্মিলিত সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। তারা এটাও জানিয়েছে যে, সংক্রমণটি পাখি থেকে মানুষের শরীরে প্রবেশ করলেও মানুষ থেকে মানুষে এটির ছড়ানোর সম্ভাবনা খুবই কম।
চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, আনহুই প্রদেশে যৌথ সংক্রমণে মারা যাওয়া ওই নারীর বয়স ছিল ৬৩ বছর। তাঁর শরীরে আরও বেশ কিছু সমস্যা ছিল। গত ৩০ নভেম্বর তাঁর কাশি, গলা ব্যথা, জ্বর এবং অন্যান্য উপসর্গ দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৬ ডিসেম্বর।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, আক্রান্ত নারীর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের পরীক্ষার আওতায় আনা হয়েছিল। কিন্তু কারও শরীরেই ওই সম্মিলিত ধরনের সংক্রমণ শনাক্ত হয়নি।
সংস্থাটি বলছে, H10 N 5 ভাইরাসটির পুরো জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে দেখা গেছে, এটি অ্যাভিয়ান বংশোদ্ভূত অর্থাৎ পাখি থেকে এসেছে। আর কার্যকরভাবে এটি মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে না। ফলে এই ভাইরাস আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
উল্লেখ্য, চীনে খামার এবং বন্য মিলিয়ে বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক পাখি আছে। এর ফলে অ্যাভিয়ান ভাইরাসের সংমিশ্রণ এবং রূপান্তরের জন্য সেখানে একটি আদর্শ পরিবেশও রয়েছে
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে এবার মারা গেলেন অস্ট্রেলিয়ার এক কিশোরী। সম্প্রতি কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে দেশটিতে ঘুরতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, সন্দেহজনক অ্যালকোহল পান করার পর ১৯ বছর বয়সী বিয়াঙ্কা জোনসের মৃত্যু ঘটে। বিগত কিছুদিনের মধ্যে বিয়াঙ্কার মৃত্যু ছিল এ ধরনের চতুর্থ ঘটনা।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানিকে ঘুষ ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করার পর আন্তর্জাতিক বাজারে ভারতীয় শিল্প গোষ্ঠীটির শেয়ারদরে ধস নেমেছে। আদানির বিরুদ্ধে এই অভিযোগ প্রকাশ্যে আসার পর আজ বৃহস্পতিবার নাগাদ গোষ্ঠীটি ২৭ বিলিয়ন ডলার বা ২ লাখ ২৮ হাজার কোটি
২ ঘণ্টা আগেপাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। এ ছাড়া, এই ঘটনায় আহত হয়েছে আরও ২৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য
২ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজা কেন্দ্রিক স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা কাতার ত্যাগ করেছেন। তবে দেশটির রাজধানী দোহায় অবস্থিত হামাসের রাজনৈতিক কার্যালয় এখনো বন্ধ হয়নি। গোষ্ঠীটির শীর্ষ নেতারা কাতার ত্যাগ করে তুরস্কে গিয়েছেন এমন গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তাই, এই অবস্থায় প্রশ্ন উঠে
৩ ঘণ্টা আগে