বিধ্বস্ত ড্রোনে বাঁধা ছিল ৬ কেজি হেরোইন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ২৩: ১৬
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১০: ০৭

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরের কাহনা শহরের নিকটবর্তী একটি গ্রামে। শুক্রবার রসুলপুরা নামের ওই গ্রামে একটি ড্রোন বিকল হয়ে মাটিতে এসে পড়ে। পরে গ্রামবাসী এটির চারপাশে ভিড় জমায়।

কাহনা শহর পুলিশের বরাত দিয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের ডন পত্রিকা।

বলা হয়েছে, স্বাভাবিকের চেয়ে আকারে একটু বড় ওই ড্রোনটির মধ্যে অন্তত ৬ কেজি হেরোইন ছিল। স্থানীয় রোজদার নামে এক ব্যক্তির কৃষিজমিতে এসে এটি পড়ে।

স্থানীয় গ্রাম পুলিশের কর্মকর্তা আব্দুল ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ওই ড্রোন এবং হেরোইন উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তাঁরা বিষয়টি মাদকবিরোধী ফোর্সের কাছে পরবর্তী তদন্তের জন্য হস্তান্তর করবে। ড্রোনটি কোন জায়গা থেকে উড়েছিল এবং এর গন্তব্য কোথায় ছিল তা খুঁজে বের করা হবে।

এর আগে চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানে পুলিশ সন্দেহভাজন ৫ জনকে গ্রেপ্তার করেছিল, যাদের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে মাদক পাচারের অভিযোগ ছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত