Ajker Patrika

নিজের করা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার চীনা টেনিস তারকার

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৩৬
নিজের করা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার চীনা টেনিস তারকার

নিজের করা যৌন নির্যাতনের অভিযোগ নিজেই অস্বীকার করলেন চীনা টেনিস তারকা পেং শুয়াই। রোববার ফরাসি সংবাদমাধ্যম লা ইকুইপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর আগের বক্তব্যকে অস্বীকার করেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

এর আগে চীনা এই টেনিস তারকা পশ্চিমা গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে, চীনের কমিউনিস্ট পার্টির এক জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। সেসময় পেং শুয়াই বলেছিলেন, চীনা কমিউনিস্ট পার্টির ওই নেতা তাঁকে জোর করে তাঁর সঙ্গে শুতে বাধ্য করেছিলেন। 

সেই সাক্ষাৎকারের পর পেং শুয়াই দীর্ঘদিন নিরুদ্দেশ থাকায় বিশ্বজুড়ে তাঁকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। 

তবে লা ইকুইপকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে পেং শুয়াই পেং শুয়াই সেসব উদ্বেগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘তিনি স্বাভাবিক জীবন যাপন করছেন।’ 

এই বিষয়ে চীনা সরকারের পক্ষ থেকেও একই কথা বলা হয়েছিল। পেং শুয়াই যেন চীন সরকারের বক্তব্যের প্রতিধ্বনিই করলেন। 

চীনা অলিম্পিক কমিটির অনুমতির পরই পেং শুয়াই ফরাসি সংবাদমাধ্যমটিকে এই সাক্ষাৎকারটি দেন। 

সাক্ষাৎকারে ৩৬ বছর বয়েসি এই টেনিস তারকা ইঙ্গিত দেন যে, অলিম্পিকের পর তাঁর পেশাদার টেনিসে ফেরার সম্ভাবনা কম। তিনি বলেন, ‘আমার বয়স, একাধিক অস্ত্রোপচার ও মহামারির কারণে দীর্ঘদিন কোর্টের বাইরে থাকায় আবার আগের শারীরিক ফিটনেস ফিরে পাওয়া খুব কঠিন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত