Ajker Patrika

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরান

অনলাইন ডেস্ক
আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরান

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিজানের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এ নিয়ে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেইন কাসেমি বলেন, আফগানিস্তান ঘেঁষা ইরানের তিনটি প্রদেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আফগানিস্তান থেকে পালিয়ে আসাদের ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে ইরান সরকার। করোনা ভাইরাস এবং দেশের উন্নয়নের জন্যই ইরান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

এরা আগে হোসেইন কাসেমি বলেছিলেন, তালেবান অভিযানের প্রেক্ষিতে দেশটি থেকে পালিয়ে ইরানে আশ্রয় নেওয়া আফগানদের আশ্রয় দিতে অস্থায়ী শরণার্থী ক্যাম্প খুলবে ইরান।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছরের অক্টোবর পর্যন্ত ইরানে ৭ লাখ ৮০ হাজার আফগান শরণার্থী বাস করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত