Ajker Patrika

আত্মসমর্পণের চেষ্টাকালে ২২ আফগান কমান্ডোকে হত্যা করল তালেবান 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৩: ৩৯
আত্মসমর্পণের চেষ্টাকালে ২২ আফগান কমান্ডোকে হত্যা করল তালেবান 

আত্মসমর্পণের চেষ্টা করলেও বিদ্রোহী গোষ্ঠী তালেবানদের গুলিতে প্রাণ হারাতে হলো আফগানিস্তানের সামরিক বাহিনীর ২২ কমান্ডোকে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, তালেবানদের গুলিতে নিহত ওই ২২ কমান্ডোর সবাই আফগানিস্তানের স্পেশাল ফোর্সেস ইউনিটের সদস্য ছিলেন। তালেবান যোদ্ধাদের কাছেই তাঁরা আত্মসমর্পণের চেষ্টা করছিলেন এবং সে সময় তাঁরা সবাই নিরস্ত্র ছিলেন। গত ১৬ জুন দেশটির তুর্কমেনিস্তান সীমান্তবর্তী ফারিয়াব প্রদেশের দাওলাত আবাদ শহরে এ ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সিএনএন। ওই ভিডিওতে দেখা যায়, তালেবান যোদ্ধাদের দিকে আত্মসমর্পণের উদ্দেশে এগিয়ে আসছিলেন দেশটির সরকারি বাহিনীর কমন্ডোরা। ওই সময় তাঁদের দিকে গুলিবর্ষণ শুরু করে তালেবান যোদ্ধারা। এ সময় সরকারি সেনাদের সবাই নিরস্ত্র ছিলেন বলে স্পষ্টভাবে দেখা গেছে। একপর্যায়ে এ সময় অনেককে আল্লাহু আকবার (আল্লাহ মহান) বলতে শোনা যায়। পরে একটি মার্কেটের বাইরে নিহত কমান্ডোদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। 

৪৫ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি তালেবানদের উদ্দেশে বলছিলেন, ‘তাঁদের (কমান্ডো) গুলি কোরো না। একজন পশতুন হয়ে কীভাবে আফগানদের হত্যা করছ?’

উল্লেখ্য, পশতুন সম্প্রদায় হলো আফগানিস্তানের প্রধান জাতিগোষ্ঠী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাওলাত আবাদ শহরের নিয়ন্ত্রণ নিয়ে ঘটনার দিন তালেবানের সঙ্গে বড় ধরনের যুদ্ধ হয় আফগান সরকারি বাহিনীর। তবে তালেবানের সামনে অবস্থা বেগতিক দেখে অস্ত্র রেখে পালানোর চেষ্টা করেন ওই আফগান কমান্ডোরা। কিন্তু তালেবান যোদ্ধারা তাঁদের ঘিরে ফেলে। একপর্যায়ে সরকারি সেনারা আত্মসমর্পণ করতে চাইলেও তাঁদের গুলি করে হত্যা করা হয়।

এ দিকে ঘটনাস্থল থেকে নিহত ওই ২২ আফগান কমান্ডোর মরদেহ উদ্ধার করা হয়েছিল বলে নিশ্চিত করেছে রেড ক্রস।

তালেবানের মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, তাঁরা ফারিয়াব প্রদেশের ২৪ কমান্ডোকে এখনো আটক করে রেখেছেন। তবে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানরা ওই কমান্ডোদের হত্যা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত