অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর প্রধান দেশটিতে চলমান সংকট উত্তরণের উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন। তিনি দেশটির জনগণকে শান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক ভিডিও বার্তায় জেনারেল শভেন্দ্র সিলভা দেশটির পার্লামেন্টের স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে তিনি যেন রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকরে ব্যবস্থা করেন। নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণের আগপর্যন্ত কীভাবে কী করা হবে, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছান। এবং আজ বুধবার সন্ধ্যার মধ্যেই আমাদের (সেনাবাহিনী) এবং জনগণকে এ বিষয়ে অবগত করা হয়।
শভেন্দ্র সিলভা আরও জানিয়েছেন, দেশটির সেনাবাহিনী এবং পুলিশ সংবিধান মেনে চলবে।
দেশটির সেনাপ্রধান সশস্ত্র বাহিনী ও পুলিশের সংবিধান মানার কথা বললেও এরই মধ্যে জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর আস্থার ঘাটতি দেখা দিয়েছে। দেশটির সশস্ত্র পুলিশ এরই মধ্যে বিক্ষোভকারীদের ওপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কায় শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দেশটির সংবিধান অনুসারে রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টেরও দায়িত্ব পালন করবেন। আজ বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি সেনাবাহিনীকে এই নির্দেশ দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন বলা হয়েছে, রনিল বিক্রমাসিংহে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে সেনাবাহিনীকে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দিয়ে বলেছেন, ‘শৃঙ্খলা ফেরাতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাই নেওয়া হোক।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রনিল বিক্রমাসিংহে দেশটির তিন বাহিনীর কমান্ডার এবং প্রতিরক্ষাসচিবের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন। এই কমিটির দায়িত্ব হলো আইনশৃঙ্খলা ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করা।
শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর প্রধান দেশটিতে চলমান সংকট উত্তরণের উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন। তিনি দেশটির জনগণকে শান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক ভিডিও বার্তায় জেনারেল শভেন্দ্র সিলভা দেশটির পার্লামেন্টের স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে তিনি যেন রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকরে ব্যবস্থা করেন। নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণের আগপর্যন্ত কীভাবে কী করা হবে, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছান। এবং আজ বুধবার সন্ধ্যার মধ্যেই আমাদের (সেনাবাহিনী) এবং জনগণকে এ বিষয়ে অবগত করা হয়।
শভেন্দ্র সিলভা আরও জানিয়েছেন, দেশটির সেনাবাহিনী এবং পুলিশ সংবিধান মেনে চলবে।
দেশটির সেনাপ্রধান সশস্ত্র বাহিনী ও পুলিশের সংবিধান মানার কথা বললেও এরই মধ্যে জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর আস্থার ঘাটতি দেখা দিয়েছে। দেশটির সশস্ত্র পুলিশ এরই মধ্যে বিক্ষোভকারীদের ওপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কায় শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দেশটির সংবিধান অনুসারে রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টেরও দায়িত্ব পালন করবেন। আজ বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি সেনাবাহিনীকে এই নির্দেশ দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন বলা হয়েছে, রনিল বিক্রমাসিংহে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে সেনাবাহিনীকে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দিয়ে বলেছেন, ‘শৃঙ্খলা ফেরাতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাই নেওয়া হোক।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রনিল বিক্রমাসিংহে দেশটির তিন বাহিনীর কমান্ডার এবং প্রতিরক্ষাসচিবের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন। এই কমিটির দায়িত্ব হলো আইনশৃঙ্খলা ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করা।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৮ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৯ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
১৩ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১৪ ঘণ্টা আগে