অনলাইন ডেস্ক
সিরিয়ার আধাসামরিক বাহিনীর বেশ কয়েকজন যোদ্ধা বলেছেন তাঁরা রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু কেন্দ্রীয় পর্যায় বা সরকারের তরফ থেকে এখনো কোনো ধরনের নির্দেশনা না পাওয়ায় তাঁরা যেতে পারছেন না। সিরিয়ার প্যারামিলিটারি ফোর্স (আধাসামরিক বাহিনী) ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের (এনডিএফ) দুই কমান্ডার সংবাদমাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। রোববার রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের কমান্ডার সিরিয়ার শহর সুকাইলাবিয়াহ থেকে টেলিফোনে রয়টার্সের সঙ্গে আলাপকালে নাবিল আবদুল্লাহ বলেছেন—তিনি সিরিয়ার গৃহযুদ্ধের সময় বিভিন্ন শহরে করা যুদ্ধের প্রেক্ষিতে অর্জিত অভিজ্ঞতাকে ইউক্রেনে রাশিয়ার পক্ষ হয়ে ব্যবহার করতে প্রস্তুত।
নাবিল আরও বলেন, ‘আমরা সিরিয়া ও রুশ নেতৃত্বের কাছ থেকে নির্দেশনা পেলেই এই ন্যায়যুদ্ধে লড়ব।’ রাশিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনে মোতায়েন করার জন্য মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজার স্বেচ্ছাসেবক গ্রহণের বিষয়ে সবুজ সংকেত দেওয়ার মাত্র ৫ দিনের মাথায় নাবিল আবদুল্লাহ এই মন্তব্য করলেন।
নাবিল আবদুল্লাহ আরও বলেন, ‘আমরা এই যুদ্ধকে ভয় করি না এবং আমরা প্রস্তুত, এখন কেবল যোগ দেওয়ার নির্দেশের অপেক্ষায় আছি। আমরা তাঁদের এমন যুদ্ধ কৌশল দেখাব যা তাঁরা এর আগে কখনো দেখেনি...আমরা রাস্তায় রাস্তায় যুদ্ধ করব এবং (সিরিয়ায়) আমাদের যুদ্ধের সময় আমরা যে কৌশল প্রয়োগ করে প্রতিপক্ষকে পরাজিত করেছিলাম তা সেখানে প্রয়োগ করব।’
এই বিষয়ে মন্তব্যের জন্য ক্রেমলিনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রয়টার্স যোগাযোগ করলে সে বিষয়ে কোনো জবাব দেয়নি মন্ত্রণালয়। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীও এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি।
সিরিয়া মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে মস্কোর সহায়তায় দেশের বেশির ভাগ অঞ্চলেই বিদ্রোহী বাহিনীকে পরাজিত করে বাশার আল-আসাদের বাহিনী।
উল্লেখ্য, এনডিএফ সিরিয়ার গৃহযুদ্ধের প্রথম দিকেই আসাদপন্থী মিলিশিয়াদের নিয়ে গঠিত হয়েছিল। যুদ্ধ স্তিমিত হওয়ায় এনডিএফকে নিষ্ক্রিয় করা হয়েছে। এনডিএফের সদস্য সংখ্যা কয়েক হাজার।
সিরিয়ার বিশেষজ্ঞরা বলছেন—ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে এনডিএফ রাশিয়ার জন্য সেনা নিয়োগের একটি সম্ভাব্য বড় বিকল্প হতে পারে।
সিরিয়ার আধাসামরিক বাহিনীর বেশ কয়েকজন যোদ্ধা বলেছেন তাঁরা রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু কেন্দ্রীয় পর্যায় বা সরকারের তরফ থেকে এখনো কোনো ধরনের নির্দেশনা না পাওয়ায় তাঁরা যেতে পারছেন না। সিরিয়ার প্যারামিলিটারি ফোর্স (আধাসামরিক বাহিনী) ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের (এনডিএফ) দুই কমান্ডার সংবাদমাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। রোববার রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের কমান্ডার সিরিয়ার শহর সুকাইলাবিয়াহ থেকে টেলিফোনে রয়টার্সের সঙ্গে আলাপকালে নাবিল আবদুল্লাহ বলেছেন—তিনি সিরিয়ার গৃহযুদ্ধের সময় বিভিন্ন শহরে করা যুদ্ধের প্রেক্ষিতে অর্জিত অভিজ্ঞতাকে ইউক্রেনে রাশিয়ার পক্ষ হয়ে ব্যবহার করতে প্রস্তুত।
নাবিল আরও বলেন, ‘আমরা সিরিয়া ও রুশ নেতৃত্বের কাছ থেকে নির্দেশনা পেলেই এই ন্যায়যুদ্ধে লড়ব।’ রাশিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনে মোতায়েন করার জন্য মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজার স্বেচ্ছাসেবক গ্রহণের বিষয়ে সবুজ সংকেত দেওয়ার মাত্র ৫ দিনের মাথায় নাবিল আবদুল্লাহ এই মন্তব্য করলেন।
নাবিল আবদুল্লাহ আরও বলেন, ‘আমরা এই যুদ্ধকে ভয় করি না এবং আমরা প্রস্তুত, এখন কেবল যোগ দেওয়ার নির্দেশের অপেক্ষায় আছি। আমরা তাঁদের এমন যুদ্ধ কৌশল দেখাব যা তাঁরা এর আগে কখনো দেখেনি...আমরা রাস্তায় রাস্তায় যুদ্ধ করব এবং (সিরিয়ায়) আমাদের যুদ্ধের সময় আমরা যে কৌশল প্রয়োগ করে প্রতিপক্ষকে পরাজিত করেছিলাম তা সেখানে প্রয়োগ করব।’
এই বিষয়ে মন্তব্যের জন্য ক্রেমলিনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রয়টার্স যোগাযোগ করলে সে বিষয়ে কোনো জবাব দেয়নি মন্ত্রণালয়। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীও এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি।
সিরিয়া মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে মস্কোর সহায়তায় দেশের বেশির ভাগ অঞ্চলেই বিদ্রোহী বাহিনীকে পরাজিত করে বাশার আল-আসাদের বাহিনী।
উল্লেখ্য, এনডিএফ সিরিয়ার গৃহযুদ্ধের প্রথম দিকেই আসাদপন্থী মিলিশিয়াদের নিয়ে গঠিত হয়েছিল। যুদ্ধ স্তিমিত হওয়ায় এনডিএফকে নিষ্ক্রিয় করা হয়েছে। এনডিএফের সদস্য সংখ্যা কয়েক হাজার।
সিরিয়ার বিশেষজ্ঞরা বলছেন—ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে এনডিএফ রাশিয়ার জন্য সেনা নিয়োগের একটি সম্ভাব্য বড় বিকল্প হতে পারে।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৭ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৭ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
১১ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১২ ঘণ্টা আগে