অনলাইন ডেস্ক
তাইওয়ানকে চীনের অংশ ছিল বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক। তাঁর এ মন্তব্যের জবাবে তাইওয়ান বলেছে, ‘তাইওয়ান বিক্রির জন্য নয়’ এবং এটি চীনের অংশও নয়।
ইলন মাস্কের ওই মন্তব্যের জবাবে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ মাস্কের মালিকানাধীন এক্স (টুইটার) প্ল্যাটফর্মে বলেছেন, ‘শুনুন, তাইওয়ান গণপ্রজাতন্ত্রী চীনের অংশ নয় এবং অবশ্যই বিক্রির জন্য নয়।’
বিবিসির প্রতিবেদন অনুসারে, চলতি সপ্তাহের একটি বার্ষিক বাণিজ্য সম্মেলনে মাস্ক তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের সঙ্গে তুলনা করে এটিকে ‘অখণ্ড চীনের অংশ’ বলে উল্লেখ করেন।
স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে বেইজিং। এ নিয়ে চীন ও তাইওয়ানের মধ্যে গত কয়েক বছরে উত্তেজনা বেড়েছে।
চলতি সপ্তাহেই তাইওয়ানের কাছাকাছি এলাকায় যুদ্ধবিমান ও নৌ মহড়া চালায় চীন। তাইওয়ান অভিযোগ করেছে, তাদের জলসীমায় প্রায় ১০টি চীনা জাহাজ এবং আকাশসীমায় ৪০ টিরও বেশি যুদ্ধবিমান দেখা গেছে।
তাইওয়ান নিয়ে ইলন মাস্কের এমন মন্তব্য এটাই প্রথম নয়। সমালোচকেরা বলেন, চীনে বাণিজ্য প্রসারের লক্ষ্যে মাস্ক কখনো কখনো বেইজিংয়ের ভাষায় কথা বলে তাইওয়ান সরকারের ক্ষোভের কারণ হয়েছেন। গত বছরের অক্টোবরে মাস্ক বলেন, তাইওয়ানের ওপর চীনের কিছুটা নিয়ন্ত্রণ দেওয়ার মাধ্যমে বেইজিং ও তাইপের মধ্যকার উত্তেজনা কমিয়ে আনা সম্ভব।
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক দুটি দেশের সরকার ‘যুক্তিসংগতভাবে প্রীতিকর’ সমঝোতায় আসায় বিশ্বাসী বলে মন্তব্য করেন। তাঁর এ কথায় যুক্তরাষ্ট্রে নিয়োজিত চীনা রাষ্ট্রদূত প্রশংসা করলেও তাইওয়ানের রাষ্ট্রদূত বলেন, ‘স্বাধীনতা বিক্রির জন্য নয়।’
তাইওয়ানকে চীনের অংশ ছিল বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক। তাঁর এ মন্তব্যের জবাবে তাইওয়ান বলেছে, ‘তাইওয়ান বিক্রির জন্য নয়’ এবং এটি চীনের অংশও নয়।
ইলন মাস্কের ওই মন্তব্যের জবাবে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ মাস্কের মালিকানাধীন এক্স (টুইটার) প্ল্যাটফর্মে বলেছেন, ‘শুনুন, তাইওয়ান গণপ্রজাতন্ত্রী চীনের অংশ নয় এবং অবশ্যই বিক্রির জন্য নয়।’
বিবিসির প্রতিবেদন অনুসারে, চলতি সপ্তাহের একটি বার্ষিক বাণিজ্য সম্মেলনে মাস্ক তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের সঙ্গে তুলনা করে এটিকে ‘অখণ্ড চীনের অংশ’ বলে উল্লেখ করেন।
স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে বেইজিং। এ নিয়ে চীন ও তাইওয়ানের মধ্যে গত কয়েক বছরে উত্তেজনা বেড়েছে।
চলতি সপ্তাহেই তাইওয়ানের কাছাকাছি এলাকায় যুদ্ধবিমান ও নৌ মহড়া চালায় চীন। তাইওয়ান অভিযোগ করেছে, তাদের জলসীমায় প্রায় ১০টি চীনা জাহাজ এবং আকাশসীমায় ৪০ টিরও বেশি যুদ্ধবিমান দেখা গেছে।
তাইওয়ান নিয়ে ইলন মাস্কের এমন মন্তব্য এটাই প্রথম নয়। সমালোচকেরা বলেন, চীনে বাণিজ্য প্রসারের লক্ষ্যে মাস্ক কখনো কখনো বেইজিংয়ের ভাষায় কথা বলে তাইওয়ান সরকারের ক্ষোভের কারণ হয়েছেন। গত বছরের অক্টোবরে মাস্ক বলেন, তাইওয়ানের ওপর চীনের কিছুটা নিয়ন্ত্রণ দেওয়ার মাধ্যমে বেইজিং ও তাইপের মধ্যকার উত্তেজনা কমিয়ে আনা সম্ভব।
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক দুটি দেশের সরকার ‘যুক্তিসংগতভাবে প্রীতিকর’ সমঝোতায় আসায় বিশ্বাসী বলে মন্তব্য করেন। তাঁর এ কথায় যুক্তরাষ্ট্রে নিয়োজিত চীনা রাষ্ট্রদূত প্রশংসা করলেও তাইওয়ানের রাষ্ট্রদূত বলেন, ‘স্বাধীনতা বিক্রির জন্য নয়।’
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৪ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৪ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৫ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৫ ঘণ্টা আগে