অনলাইন ডেস্ক
মাঝ আকাশে একটি ফ্লাইটে ভরপুর যাত্রীদের সামনে নগ্ন হয়ে গিয়েছিলেন এক যাত্রী। তাঁর উদ্দেশ্য ছিল উড়োজাহাজটিকে গন্তব্যের দিকে যেতে না দিয়ে আবারও প্রারম্ভিক স্টেশনে ফিরে যেতে বাধ্য করা। সেটা করতে তিনি অবশ্য সফল হয়েছেন। তবে অবতরণের পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ একটি ফ্লাইটে। ফ্লাইটটি দেশটির পার্থ থেকে মেলবোর্নের দিকে যাচ্ছিল। সেই ফ্লাইটেই এক যাত্রী দুই সারি সিটের মাঝে গিয়ে কাপড়চোপড় খুলে নগ্ন হয়ে পড়েন এবং পাইলট কেবিনের দিকে এগিয়ে যেতে থাকেন। এ সময় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁকে বাধা দিতে চাইলে সেই যাত্রী তাঁকেও মারধর করে শুইয়ে ফেলেন। পরে অপর এক যাত্রী সেই নগ্ন ব্যক্তিকে পাকড়াও করেন।
পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে অস্ট্রেলিয়ার ভার্জিন অস্ট্রেলিয়ার ফ্লাইট ভিএ-৬৯৬ পার্থ থেকে মেলবোর্নের দিকে যাত্রা করেছিল। সাড়ে তিন ঘণ্টার যাত্রায় উড্ডয়নের কিছু সময় পরই সেই যাত্রী উড়োজাহাজটির দুই সারি সিটের মাঝখানে এসে কাপড়চোপড় খুলে ফেলেন এবং পাইলট কেবিনের দিকে যেতে থাকেন এবং এ সময় তিনি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে মারধর করে শুইয়ে ফেলেন।
পরে এক যাত্রী সেই ব্যক্তিকে পাকড়াও করেন। কিন্তু তাতে অবশ্যই ফ্লাইটটি মেলবোর্নে যেতে পারেনি। নিরাপত্তার স্বার্থে ভার্জিন অস্ট্রেলিয়ার সেই ফ্লাইট পার্থে ফিরে আসে। সেখানেই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে এবং হাসপাতালে নেয় তাঁর মানসিক অবস্থা যাচাই করার জন্য। ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন আচরণ করেছেন, তা জানা যায়নি।
ভার্জিন অস্ট্রেলিয়া জানিয়েছে, ফ্লাইট ভিএ-৬৯৬ একজন ঝামেলা সৃষ্টিকারী যাত্রীর কারণে পার্থে ফিরে আসে। সেই যাত্রীকে পাকড়াও করার জন্য অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ বিমানবন্দরে মজুত ছিল। পুলিশ জানিয়েছে, তাঁরা সেই যাত্রীকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ফ্লাইটে নগ্ন হয়ে অন্য যাত্রীদের জন্য ঝামেলা সৃষ্টি করা এবং ফ্লাইট অ্যাটেনডেন্টকে মেরে শুইয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘অফিসাররা একজনকে গ্রেপ্তার করেছে, যিনি কিনা সেই বিমানের মাঝখানে নগ্ন হয়ে দৌড়েছিলেন এবং একজন ক্রুকে মেরে মেঝেতে ফেলে দিয়েছিলেন। ওই ব্যক্তিকে মানসিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালেই আছেন।’
মাঝ আকাশে একটি ফ্লাইটে ভরপুর যাত্রীদের সামনে নগ্ন হয়ে গিয়েছিলেন এক যাত্রী। তাঁর উদ্দেশ্য ছিল উড়োজাহাজটিকে গন্তব্যের দিকে যেতে না দিয়ে আবারও প্রারম্ভিক স্টেশনে ফিরে যেতে বাধ্য করা। সেটা করতে তিনি অবশ্য সফল হয়েছেন। তবে অবতরণের পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ একটি ফ্লাইটে। ফ্লাইটটি দেশটির পার্থ থেকে মেলবোর্নের দিকে যাচ্ছিল। সেই ফ্লাইটেই এক যাত্রী দুই সারি সিটের মাঝে গিয়ে কাপড়চোপড় খুলে নগ্ন হয়ে পড়েন এবং পাইলট কেবিনের দিকে এগিয়ে যেতে থাকেন। এ সময় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁকে বাধা দিতে চাইলে সেই যাত্রী তাঁকেও মারধর করে শুইয়ে ফেলেন। পরে অপর এক যাত্রী সেই নগ্ন ব্যক্তিকে পাকড়াও করেন।
পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে অস্ট্রেলিয়ার ভার্জিন অস্ট্রেলিয়ার ফ্লাইট ভিএ-৬৯৬ পার্থ থেকে মেলবোর্নের দিকে যাত্রা করেছিল। সাড়ে তিন ঘণ্টার যাত্রায় উড্ডয়নের কিছু সময় পরই সেই যাত্রী উড়োজাহাজটির দুই সারি সিটের মাঝখানে এসে কাপড়চোপড় খুলে ফেলেন এবং পাইলট কেবিনের দিকে যেতে থাকেন এবং এ সময় তিনি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে মারধর করে শুইয়ে ফেলেন।
পরে এক যাত্রী সেই ব্যক্তিকে পাকড়াও করেন। কিন্তু তাতে অবশ্যই ফ্লাইটটি মেলবোর্নে যেতে পারেনি। নিরাপত্তার স্বার্থে ভার্জিন অস্ট্রেলিয়ার সেই ফ্লাইট পার্থে ফিরে আসে। সেখানেই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে এবং হাসপাতালে নেয় তাঁর মানসিক অবস্থা যাচাই করার জন্য। ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন আচরণ করেছেন, তা জানা যায়নি।
ভার্জিন অস্ট্রেলিয়া জানিয়েছে, ফ্লাইট ভিএ-৬৯৬ একজন ঝামেলা সৃষ্টিকারী যাত্রীর কারণে পার্থে ফিরে আসে। সেই যাত্রীকে পাকড়াও করার জন্য অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ বিমানবন্দরে মজুত ছিল। পুলিশ জানিয়েছে, তাঁরা সেই যাত্রীকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ফ্লাইটে নগ্ন হয়ে অন্য যাত্রীদের জন্য ঝামেলা সৃষ্টি করা এবং ফ্লাইট অ্যাটেনডেন্টকে মেরে শুইয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘অফিসাররা একজনকে গ্রেপ্তার করেছে, যিনি কিনা সেই বিমানের মাঝখানে নগ্ন হয়ে দৌড়েছিলেন এবং একজন ক্রুকে মেরে মেঝেতে ফেলে দিয়েছিলেন। ওই ব্যক্তিকে মানসিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালেই আছেন।’
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
১ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
২ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
৩ ঘণ্টা আগে