অনলাইন ডেস্ক
ঢাকা: টানা ১১ দিন সংঘর্ষের পর গত ২১ মে মিশরের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস মধ্যকার যুদ্ধ থামে। তবে যুদ্ধবিরতির পরেও থেমে নেই সংঘাত। গাজায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি মিসাইল গাজার উত্তর-পশ্চিমে এবং উত্তরের অবরুদ্ধ অঞ্চল বেট লাহিয়াতে আঘাত হেনেছে। এছাড়াও জাবালিয়ার প্রশাসনিক ভবন হামলার লক্ষ্যবস্তু ছিল। গাজার দক্ষিণে খান ইউনিসেও হামলা হয়েছে। তবে এসব হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমান হামলার পর এক বিবৃতিতে হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, হামাসের অঞ্চলগুলোতে হামলা চালিয়ে নাফতালি বেনেটের নতুন সরকার এক রকম প্রদর্শনী দেখাল।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজা উপত্যকার ভেতরে হামাসের অঞ্চলগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের ছোড়া আগুনের বেলুনের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।
এক টুইট বার্তায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, গাজা থেকে ইসরায়েলে আগুনের বেলুন ছোড়ার জবাবে এ হামলা চালানো হয়েছে। আমরা (আইডিএফ) গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছি। যেকোনো পরিস্থিতির জন্য আইডিএফ প্রস্তুত রয়েছে এবং গাজায় হামাসের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চলবে।
এর আগে যুদ্ধবিরতির পর গত বুধবার গাজা উপত্যকায় প্রথম হামলা চালায় ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, গাজা থেকে উদ্ভূত অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করা সহ যে কোন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।
উল্লেখ্য, গত মে মাসে ইসরায়েল-হামাস মধ্যকার ১১ দিনের যুদ্ধে প্রাণ হারায় ২৫০ জনের বেশি ফিলিস্তিনি। এছাড়াও প্রাণ হারায় ১৩ জন ইসরায়েলি।
ঢাকা: টানা ১১ দিন সংঘর্ষের পর গত ২১ মে মিশরের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস মধ্যকার যুদ্ধ থামে। তবে যুদ্ধবিরতির পরেও থেমে নেই সংঘাত। গাজায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি মিসাইল গাজার উত্তর-পশ্চিমে এবং উত্তরের অবরুদ্ধ অঞ্চল বেট লাহিয়াতে আঘাত হেনেছে। এছাড়াও জাবালিয়ার প্রশাসনিক ভবন হামলার লক্ষ্যবস্তু ছিল। গাজার দক্ষিণে খান ইউনিসেও হামলা হয়েছে। তবে এসব হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমান হামলার পর এক বিবৃতিতে হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, হামাসের অঞ্চলগুলোতে হামলা চালিয়ে নাফতালি বেনেটের নতুন সরকার এক রকম প্রদর্শনী দেখাল।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজা উপত্যকার ভেতরে হামাসের অঞ্চলগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের ছোড়া আগুনের বেলুনের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।
এক টুইট বার্তায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, গাজা থেকে ইসরায়েলে আগুনের বেলুন ছোড়ার জবাবে এ হামলা চালানো হয়েছে। আমরা (আইডিএফ) গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছি। যেকোনো পরিস্থিতির জন্য আইডিএফ প্রস্তুত রয়েছে এবং গাজায় হামাসের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চলবে।
এর আগে যুদ্ধবিরতির পর গত বুধবার গাজা উপত্যকায় প্রথম হামলা চালায় ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, গাজা থেকে উদ্ভূত অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করা সহ যে কোন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।
উল্লেখ্য, গত মে মাসে ইসরায়েল-হামাস মধ্যকার ১১ দিনের যুদ্ধে প্রাণ হারায় ২৫০ জনের বেশি ফিলিস্তিনি। এছাড়াও প্রাণ হারায় ১৩ জন ইসরায়েলি।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চার মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৩ বছর বয়সী ভারতীয় নারী শাহজাদি খানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ সোমবার দিল্লি হাইকোর্টকে এই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ মিনিট আগেঅস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
২ ঘণ্টা আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
৩ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
৩ ঘণ্টা আগে