Ajker Patrika

যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের দ্বিতীয় হামলা

অনলাইন ডেস্ক
যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের দ্বিতীয় হামলা

ঢাকা: টানা ১১ দিন সংঘর্ষের পর গত ২১ মে মিশরের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস মধ্যকার যুদ্ধ থামে। তবে যুদ্ধবিরতির পরেও থেমে নেই সংঘাত। গাজায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি মিসাইল গাজার উত্তর-পশ্চিমে এবং উত্তরের অবরুদ্ধ অঞ্চল বেট লাহিয়াতে আঘাত হেনেছে। এছাড়াও জাবালিয়ার প্রশাসনিক ভবন হামলার লক্ষ্যবস্তু ছিল। গাজার দক্ষিণে খান ইউনিসেও হামলা হয়েছে। তবে এসব হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমান হামলার পর এক বিবৃতিতে হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, হামাসের অঞ্চলগুলোতে হামলা চালিয়ে নাফতালি বেনেটের নতুন সরকার এক রকম প্রদর্শনী দেখাল।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজা উপত্যকার ভেতরে হামাসের অঞ্চলগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের ছোড়া আগুনের বেলুনের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।

এক টুইট বার্তায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, গাজা থেকে ইসরায়েলে আগুনের বেলুন ছোড়ার জবাবে এ হামলা চালানো হয়েছে। আমরা (আইডিএফ) গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছি। যেকোনো পরিস্থিতির জন্য আইডিএফ প্রস্তুত রয়েছে এবং গাজায় হামাসের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চলবে।

এর আগে যুদ্ধবিরতির পর গত বুধবার গাজা উপত্যকায় প্রথম হামলা চালায় ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, গাজা থেকে উদ্ভূত অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করা সহ যে কোন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।

উল্লেখ্য, গত মে মাসে ইসরায়েল-হামাস মধ্যকার ১১ দিনের যুদ্ধে প্রাণ হারায় ২৫০ জনের বেশি ফিলিস্তিনি। এছাড়াও প্রাণ হারায় ১৩ জন ইসরায়েলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত