অনলাইন ডেস্ক
আরব সাগরে ইরানের একটি মাছ ধরার ট্রলারে জিম্মি থাকা ২৩ পাকিস্তানিসহ বেশ কয়েকজনকে উদ্ধারের দাবি করেছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, দীর্ঘ ১২ ঘণ্টা অভিযানের পর জলদস্যুদের হাত থেকে তাঁদের উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গত ২৮ মার্চ সন্ধ্যায় ইরানি মাছ ধরার ট্রলার আল-কাম্বার-৭৮৬ এই জলদস্যু তৎপরতা চলছে এমন খবরের ভিত্তিতে ভারতীয় নৌবাহিনী দুটি জাহাজ মোতায়েন করে, যাতে করে ছিনতাই হওয়া মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা যায়।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘১২ ঘণ্টারও বেশি সময় ধরে বলপ্রয়োগমূলক কৌশলগত পদ্ধতিতে অভিযান চালানোর পর যেসব জলদস্যু নৌকাটিকে ছিনতাই করেছিল, তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়।’ ভারতীয় নৌবাহিনী আরও জানিয়েছে, নৌকাটিতে থাকা ২৩ পাকিস্তানিসহ সবাই নিরাপদে আছে।
ভারতীয় নৌসেনারা নৌকাটি ঠিকঠাক আছে কি না এবং তা সাগরে থেকে মাছ ধরা কার্যক্রম চালিয়ে যেতে পারবে কি না, সে বিষয়ে তদারক করে দেখেছে। একই সঙ্গে তাঁরা যাতে সাগরে নির্বিঘ্নে মাছ ধরা শেষে নিজ নিজ দেশে ফিরতে পারেন, সে বিষয়টিও নিশ্চিত করার কথা বলা হয়েছে বিবৃতিতে।
আল-কাম্বার থেকে একটি বিপৎসংকেত পেয়ে সেটির পিছু নেয় ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমেধা। পরে যোগাযোগ করা হলে অপর একটি যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট আইএনএস ত্রিশূল যোগ দেয় ধাওয়ায়। ভারত মহাসাগরে অবস্থিত ইয়েমেনি দ্বীপ সোকোত্রা থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে থাকাকালে ৯ জন সশস্ত্র জলদস্যু আল-কাম্বারে ওঠে। পরে সেটিকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী।
আরব সাগরে ইরানের একটি মাছ ধরার ট্রলারে জিম্মি থাকা ২৩ পাকিস্তানিসহ বেশ কয়েকজনকে উদ্ধারের দাবি করেছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, দীর্ঘ ১২ ঘণ্টা অভিযানের পর জলদস্যুদের হাত থেকে তাঁদের উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গত ২৮ মার্চ সন্ধ্যায় ইরানি মাছ ধরার ট্রলার আল-কাম্বার-৭৮৬ এই জলদস্যু তৎপরতা চলছে এমন খবরের ভিত্তিতে ভারতীয় নৌবাহিনী দুটি জাহাজ মোতায়েন করে, যাতে করে ছিনতাই হওয়া মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা যায়।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘১২ ঘণ্টারও বেশি সময় ধরে বলপ্রয়োগমূলক কৌশলগত পদ্ধতিতে অভিযান চালানোর পর যেসব জলদস্যু নৌকাটিকে ছিনতাই করেছিল, তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়।’ ভারতীয় নৌবাহিনী আরও জানিয়েছে, নৌকাটিতে থাকা ২৩ পাকিস্তানিসহ সবাই নিরাপদে আছে।
ভারতীয় নৌসেনারা নৌকাটি ঠিকঠাক আছে কি না এবং তা সাগরে থেকে মাছ ধরা কার্যক্রম চালিয়ে যেতে পারবে কি না, সে বিষয়ে তদারক করে দেখেছে। একই সঙ্গে তাঁরা যাতে সাগরে নির্বিঘ্নে মাছ ধরা শেষে নিজ নিজ দেশে ফিরতে পারেন, সে বিষয়টিও নিশ্চিত করার কথা বলা হয়েছে বিবৃতিতে।
আল-কাম্বার থেকে একটি বিপৎসংকেত পেয়ে সেটির পিছু নেয় ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমেধা। পরে যোগাযোগ করা হলে অপর একটি যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট আইএনএস ত্রিশূল যোগ দেয় ধাওয়ায়। ভারত মহাসাগরে অবস্থিত ইয়েমেনি দ্বীপ সোকোত্রা থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে থাকাকালে ৯ জন সশস্ত্র জলদস্যু আল-কাম্বারে ওঠে। পরে সেটিকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী।
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
১২ মিনিট আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
১ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
২ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগে