এএফপি, মালে
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির একজন নারী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাজধানী মালে থেকে অন্য দুজনের সঙ্গে গ্রেপ্তার হন তিনি। তদন্তের স্বার্থে তাঁকে এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গ্রেপ্তার হওয়া ফাথিমাত শামনাজ আলী সালিম মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী। গত বৃহস্পতিবার তাঁর গ্রেপ্তারের খবর দেয় এএফপি।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনের বিষয়েও তাঁদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জলবায়ু সংকটের কারণে বিপর্যয়ের তালিকায় প্রথম সারিতে থাকা দেশগুলোর একটি মালদ্বীপ। জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা, সমুদ্রপৃষ্ঠের ক্রমবর্ধমান উচ্চতা চলতি শতাব্দীর শেষ নাগাদ মালদ্বীপকে কার্যত বসবাসের অযোগ্য করে তুলতে পারে। এমন একটি দেশে ফাথিমাত শামনাজ আলী সালিম যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ মালদ্বীপের প্রায় ৯৯ শতাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী। দেশটির বিদ্যমান দণ্ডবিধির অধীনে কাউকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামে কালো জাদু নিষিদ্ধ হওয়ায় ইসলামি আইনের অধীনে এ ধরনের অপরাধের দায়ে জড়িত ব্যক্তিদের ছয় মাসের কারাদণ্ড হতে পারে।
মালদ্বীপে কালো জাদুর ঘটনা এটিই প্রথম নয়। এমন ঘটনা নিয়ে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছিল দেশটি।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির একজন নারী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাজধানী মালে থেকে অন্য দুজনের সঙ্গে গ্রেপ্তার হন তিনি। তদন্তের স্বার্থে তাঁকে এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গ্রেপ্তার হওয়া ফাথিমাত শামনাজ আলী সালিম মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী। গত বৃহস্পতিবার তাঁর গ্রেপ্তারের খবর দেয় এএফপি।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনের বিষয়েও তাঁদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জলবায়ু সংকটের কারণে বিপর্যয়ের তালিকায় প্রথম সারিতে থাকা দেশগুলোর একটি মালদ্বীপ। জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা, সমুদ্রপৃষ্ঠের ক্রমবর্ধমান উচ্চতা চলতি শতাব্দীর শেষ নাগাদ মালদ্বীপকে কার্যত বসবাসের অযোগ্য করে তুলতে পারে। এমন একটি দেশে ফাথিমাত শামনাজ আলী সালিম যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ মালদ্বীপের প্রায় ৯৯ শতাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী। দেশটির বিদ্যমান দণ্ডবিধির অধীনে কাউকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামে কালো জাদু নিষিদ্ধ হওয়ায় ইসলামি আইনের অধীনে এ ধরনের অপরাধের দায়ে জড়িত ব্যক্তিদের ছয় মাসের কারাদণ্ড হতে পারে।
মালদ্বীপে কালো জাদুর ঘটনা এটিই প্রথম নয়। এমন ঘটনা নিয়ে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছিল দেশটি।
ইউক্রেনের ‘আকাশে ও সমুদ্রে’ এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও ব্রিটেন। গতকাল রোববার লন্ডনে সংকট বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ কথা জানান। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৪ মিনিট আগেরাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে উদ্যোগী হয়েছেন ইউরোপের নেতারা। এই লক্ষ্যে আজ রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করেন।
৯ ঘণ্টা আগে‘প্রেসিডেন্ট অ্যাট ওয়ার’ নামে নতুন একটি বই প্রকাশিত হয়েছে। এই বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কীভাবে একাধিক মার্কিন প্রেসিডেন্টের জীবন ও শাসনকে প্রভাবিত করেছিল, তা বিশদভাবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া বইটিতে জন এফ কেনেডির প্রেমজীবনের একটি বিতর্কিত অধ্যায় তুলে ধরেছেন লেখক স্টিভেন এম গিলন। ইনগা আরভাদ নামে একজন
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, দেশটির দক্ষিণ সীমান্তে আরও প্রায় ৩ হাজার সেনা মোতায়েন করা হবে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড (নর্থকম) এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম (এসবিসিটি) থেকে প্রায় ২ হাজার ৪০০ সেনা এবং তৃতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেড থেকে ৫০০
১১ ঘণ্টা আগে