আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন সেনাবাহিনী বিশ্বের অত্যাধুনিক সেনাবাহিনীর শীর্ষে বলা যায়। আর পেন্টাগনের নেতৃত্বাধীন ন্যাটো আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট। ২০০১ সালের ডিসেম্বরে আফগানিস্তান দখল সম্পন্ন করার পর একটি দক্ষ জাতীয় আফগান নিরাপত্তা বাহিনী (এএনডিএসএফ) গড়ে তুলতে কাজ করেছে তারা। এ অবস্থায় সম্প্রতি কল্পনাতীত দ্রুত সময়ে, বলা যায় এক সপ্তাহে তালেবানের হাতে আফগান সেনার পতন হওয়ার কয়েকটি কারণ উঠে এসেছে আলজাজিরার এক বিশ্লেষণে।
তথ্যমতে, সেনা বাহিনী, বিমানবাহিনী, পুলিশ এবং বিশেষ সদস্যদের সমন্বয়ে গঠিত এএনডিএসএফের পেছনে গত ২০ বছরে ৭ লাখ কোটি টাকার বেশি অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র, যা বাংলাদেশের চলতি অর্থবছরের বাজেটের চেয়ে এক লাখ কোটি টাকার বেশি।
আল-জাজিরার বিশ্লেষণে আফগান নিরাপত্তার বাহিনীর বিস্ময়কর পতনের প্রধান কারণ হিসেবে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্নীতিকে দায়ী করা হয়েছে। এই দুই বিভাগের কর্মকর্তারা বিভিন্ন খাতের বরাদ্দ তছরুপ করতেন এবং অস্ত্র ও খাবার কালো বাজারে বিক্রি করে দিতেন, যা থেকে শেষ পর্যন্ত তালেবানই লাভবান হতো। শীর্ষ কর্মকর্তাদের এ সব কাজ সাধারণ সৈনিকদের মনোবল দুর্বল করেছে।
দ্বিতীয়ত, সেনাবাহিনীর সদস্যদের মধ্যে আদর্শিক কোনো ঐক্য ছিল না, যা একটি জাতীয় বাহিনীর জন্য আবশ্যক। তৃতীয়ত, অব্যাহত রাজনীতিক হস্তক্ষেপ নিরাপত্তা বাহিনীকে ক্রমশ ভঙ্গুর করে ফেলেছে। চতুর্থত, তালেবানের গ্রাম দিয়ে শহর ঘেরাওয়ের সামরিক কৌশল নিরাপত্তা বাহিনী বুঝে উঠতে পারেনি।
তা ছাড়া শেষ বিচারে আফগান নিরাপত্তা বাহিনী কখনো নির্ভরশীল হয়ে উঠতে পারেনি। তাই বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকে ধারাবাহিকভাবে কোণঠাসা হতে শুরু করে আফগান নিরাপত্তা বাহিনী। কাবুলসহ অধিকাংশ শহর বিনা যুদ্ধে চলে যায় তালেবানের হাতে।
মার্কিন সেনাবাহিনী বিশ্বের অত্যাধুনিক সেনাবাহিনীর শীর্ষে বলা যায়। আর পেন্টাগনের নেতৃত্বাধীন ন্যাটো আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট। ২০০১ সালের ডিসেম্বরে আফগানিস্তান দখল সম্পন্ন করার পর একটি দক্ষ জাতীয় আফগান নিরাপত্তা বাহিনী (এএনডিএসএফ) গড়ে তুলতে কাজ করেছে তারা। এ অবস্থায় সম্প্রতি কল্পনাতীত দ্রুত সময়ে, বলা যায় এক সপ্তাহে তালেবানের হাতে আফগান সেনার পতন হওয়ার কয়েকটি কারণ উঠে এসেছে আলজাজিরার এক বিশ্লেষণে।
তথ্যমতে, সেনা বাহিনী, বিমানবাহিনী, পুলিশ এবং বিশেষ সদস্যদের সমন্বয়ে গঠিত এএনডিএসএফের পেছনে গত ২০ বছরে ৭ লাখ কোটি টাকার বেশি অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র, যা বাংলাদেশের চলতি অর্থবছরের বাজেটের চেয়ে এক লাখ কোটি টাকার বেশি।
আল-জাজিরার বিশ্লেষণে আফগান নিরাপত্তার বাহিনীর বিস্ময়কর পতনের প্রধান কারণ হিসেবে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্নীতিকে দায়ী করা হয়েছে। এই দুই বিভাগের কর্মকর্তারা বিভিন্ন খাতের বরাদ্দ তছরুপ করতেন এবং অস্ত্র ও খাবার কালো বাজারে বিক্রি করে দিতেন, যা থেকে শেষ পর্যন্ত তালেবানই লাভবান হতো। শীর্ষ কর্মকর্তাদের এ সব কাজ সাধারণ সৈনিকদের মনোবল দুর্বল করেছে।
দ্বিতীয়ত, সেনাবাহিনীর সদস্যদের মধ্যে আদর্শিক কোনো ঐক্য ছিল না, যা একটি জাতীয় বাহিনীর জন্য আবশ্যক। তৃতীয়ত, অব্যাহত রাজনীতিক হস্তক্ষেপ নিরাপত্তা বাহিনীকে ক্রমশ ভঙ্গুর করে ফেলেছে। চতুর্থত, তালেবানের গ্রাম দিয়ে শহর ঘেরাওয়ের সামরিক কৌশল নিরাপত্তা বাহিনী বুঝে উঠতে পারেনি।
তা ছাড়া শেষ বিচারে আফগান নিরাপত্তা বাহিনী কখনো নির্ভরশীল হয়ে উঠতে পারেনি। তাই বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকে ধারাবাহিকভাবে কোণঠাসা হতে শুরু করে আফগান নিরাপত্তা বাহিনী। কাবুলসহ অধিকাংশ শহর বিনা যুদ্ধে চলে যায় তালেবানের হাতে।
যুক্তরাষ্ট্রের মিনেসোটার রিপাবলিকান আইনপ্রণেতারা একটি বিল উত্থাপন করেছেন। এই বিলে ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’ বা টিডিএস-কে মানসিক রোগ হিসেবে রাজ্যের আইনে সংজ্ঞায়িত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলার শোরুম, চার্জিং স্টেশন এবং কিছু ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। সাইবার ট্রাক জ্বালিয়ে দেওয়া, বুলেট ও পেট্রলবোমা নিক্ষেপ করার এই ঘটনাগুলো মূলত টেসলার বিরুদ্ধে মানুষের ক্রমবর্ধমান সহিংসতার ইঙ্গিত দিচ্ছে। যদিও এখ
৪ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার এক ফোনালাপে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন পর আজ বুধবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন। ট্রাম্প ও জেলেনস্কির এই ফোনালাপ স্থায়ী হয়েছে প্রায় এক ঘণ্টা।
৪ ঘণ্টা আগে২০১৬ সালে প্রথম এই সংলাপের আয়োজন করে ভারত। এবার দশম বছরে পদার্পণ করা রাইসিনা ডায়ালগ ইতিমধ্যে ভূরাজনীতি ও ভূ-অর্থনীতি বিষয়ে ভারতের প্রধান সম্মেলন হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত একটি বহুপক্ষীয় সম্মেলন।
৫ ঘণ্টা আগে