Ajker Patrika

বিদ্যুৎ বিপর্যয়ে মধ্য এশিয়ার ৩ দেশ

অনলাইন ডেস্ক
বিদ্যুৎ বিপর্যয়ে মধ্য এশিয়ার ৩ দেশ

ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়েছে মধ্য এশিয়ার তিনটি দেশ। আজ মঙ্গলবার দেশগুলোতে অনির্দিষ্ট দুর্ঘটনার কারণে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছে সেখানকার লাখ লাখ মানুষ।  দেশগুলোর সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, কিরগিজস্তান, উজবেকিস্তানের রাজধানীসহ ও কাজাখস্তানের বাণিজ্যিক নগরী আলমাতিতে দুপুরে বিদ্যুৎ চলে যায়। দেশগুলোর বিভিন্ন প্রদেশ থেকেও বিদ্যুৎ বিপর্যয়ের খবর পাওয়া গেছে। 

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে উজবেকিস্তানের জ্বালানি মন্ত্রী একটি বিবৃতিতে জানান, কাজাখস্তানের পাওয়ার গ্রিডে একটি দুর্ঘটনার কারণে বিদ্যুৎ বিভ্রাটের সূত্রপাত হয়। 

বিবৃতিতে বলা হয়, কাজাখস্তানের পাওয়ার গ্রিডে একটি বড় দুর্ঘটনার ফলে, আলমাতি, শ্যামকেন্ত, তারাস, তুরকিস্তান ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। অনির্দিষ্ট দুর্ঘটনার কারণে সমন্বিত বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত উজবেক পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে ভোল্টেজে বড় পরিবর্তন দেখা দিয়েছে। 

কিরগিজস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র এএফপিকে টেলিফোনে বলেন, আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডে দুর্ঘটনার কারণে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত