Ajker Patrika

আফগান-পাকিস্তান গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নিল তালেবান

অনলাইন ডেস্ক
আফগান-পাকিস্তান গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নিল তালেবান

মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর একের পর এক গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নিচ্ছে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান। আজ বুধবার পাকিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।

পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, কান্দাহার প্রদেশে অবস্থিত পাকিস্তানের শহর চমন ও আফগানিস্তানের শহর ওয়েশের মধ্যবর্তী একটি সীমান্ত ক্রসিংয়ে আফগান সরকারের পতাকা নামিয়ে ফেলে তালেবানের যোদ্ধারা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রধান শহর কান্দাহারের গুরুত্বপূর্ণ এই সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে আফগানিস্তান, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযোগ রয়েছে পাকিস্তানের। প্রতিদিন এই ক্রসিং দিয়ে প্রায় ৯০০ ট্রাক পারাপার হয়ে থাকে।

আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি বাহিনীর সামনে টিকতে না পেরে কান্দাহার প্রদেশের জেলা শহর স্পিন বোলদাক থেকে পিছু হটেছে তালেবান। তবে বেসামরিক নাগরিক ও পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়েশ সীমান্তের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতেই।

সীমান্ত এলাকায় নিযুক্ত পাকিস্তানের এক নিরাপত্তাকর্মী বলেছেন, ‘পাকিস্তান এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের গুরুত্বপূর্ণ বড় সীমান্ত ক্রসিং ওয়েশ। এটি এখন তালেবানের নিয়ন্ত্রণে।’

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, ‘কান্দাহার প্রদেশের ওয়েশ সীমান্ত শহর দখলে নিয়েছে তালেবান।’

কাবুলভিত্তিক সংস্থা আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট’র চেয়ারম্যান শফিকুল্লাহ আত্তারি জানিয়েছেন, তালেবান যোদ্ধারা বিভিন্ন দেশের সঙ্গে থাকা আফগানিস্তানের সীমান্ত ক্রসিং ও চেক পোস্টগুলো দখলে নিচ্ছে। ফলে সীমান্ত ক্রসিং ও চেক পোস্টগুলো থেকে তাঁরা বড় অঙ্কের রাজস্ব আয় করতে পারবে।

বার্তা সংস্থা রয়টার্সকে শফিকুল্লাহ আত্তারি বলেন, ‘সীমান্ত ক্রসিং ও চেক পোস্টগুলোর রাজস্ব এরই মধ্যে তালেবানের পকেটে ঢুকতে শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত