Ajker Patrika

সুস্থ আছেন সু চি

অনলাইন ডেস্ক
সুস্থ আছেন সু চি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি সুস্থ আছেন। গতকাল বুধবার( ৩১ মার্চ)  তার আইনজীবী প্যানেল একথা জানায়।

গ্রেফতার হওয়ার পর থেকে এখনও জনসম্মুখে আসেননি সু চি। বুধবার সু চির আইনজীবী দলের সদস্য মিন মিন সোয়েকে মিয়ানমারের রাজধানী নেই পিদোর একটি থানায় আসার জন্য নির্দেশ দেওয়া হয়। সেখানে সু চির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয় তার।

এরপর একটি বিবৃতিতে সু চির আইনজীবী দলের পক্ষ থেকে বলা হয়, ভিডিও স্ক্রিনে তাকে দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন। 

বিবৃতিতে আরও বলা হয়,  সু চির সঙ্গে আইনজীবীদের আলাপের সময় পুলিশ কর্মকর্তারা  নজরদারি করেছে এবং  বিষয়টি সু চিও জানেন । 

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর অং সান সু চি ও তার দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করে সেনাবাহিনী। এরপর থেকে মিয়ানমারে সেনাবিরোধী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে এখন পর্যন্ত ৫২০ জন নিহত হয়েছে।

সূত্র: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত