অনলাইন ডেস্ক
পালিয়ে যাওয়ার দেড় মাসেরও বেশি সময় পর শ্রীলঙ্কায় ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। স্থানীয় সময় শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তার মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
রাতে বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে দেশটির মন্ত্রী ও রাজনীতিবিদেরা ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। প্রায় সাত সপ্তাহ আগে ‘স্বল্পমেয়াদি ভিসা’ নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছিলেন গোতাবায়া। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন তিনি।
দেশটির প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে জানান, ‘সাবেক প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়াকে নিরাপত্তা দেওয়া হবে।’ এ ছাড়া বিক্ষোভকারীদের এক নেতা বলেছেন, ‘গোতাবায়ার দেশে ফেরার বিপক্ষে নই আমরা। শ্রীলঙ্কার যেকোনো নাগরিকের দেশে ফেরার অধিকার রয়েছে।’
এর আগে শ্রীলঙ্কার নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জন্য গোতাবায়াকে দায়ী করে বিক্ষুব্ধ জনতা কয়েক মাস ধরে আন্দোলন করে এবং একসময় গোতাবায়ার সরকারি বাসভবনে প্রবেশ করে তাঁরা। গণবিক্ষোভের মুখে ১৩ জুলাই রাতের অন্ধকারে দেশ ছাড়ার পর সাবেক এই শ্রীলঙ্কান প্রেসিডেন্ট প্রথমে মালদ্বীপে যান। এক দিন পর ১৪ জুলাই সেখান থেকে সিঙ্গাপুরে যান। পরে সিঙ্গাপুর থেকে পাঠানো পদত্যাগপত্রে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ ছাড়েন তিনি।
সিঙ্গাপুর গোতাবায়াকে ২৮ দিনের ‘ভিজিট ভিসা’ দিয়েছিল। পরে আর ভিসার মেয়াদ না বাড়ানোয় থাইল্যান্ডে যান গোতাবায়া। কিন্তু ব্যাংকক নিরাপত্তার স্বার্থে গোতাবায়াকে হোটেল থেকে বের হতে নিষেধাজ্ঞা দেয়।
নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, থাইল্যান্ডে থাকার জন্য ৯০ দিনের ভিসা ছিল গোতাবায়ার। কিন্তু তিনি তাঁর স্ত্রী, দেহরক্ষী ও অন্য দুই সহকর্মীকে নিয়ে দেশে ফিরতেই আগ্রহী।
প্রথমে তাঁদের পরিকল্পনা ছিল আগামী নভেম্বর পর্যন্ত তাঁরা থাইল্যান্ডে থাকবেন। তবে নিরাপত্তাজনিত কারণে গোতাবায়ার দেশে ফেরার খবর আসে আগস্টের মাঝামাঝিতে। এ ছাড়া গোতাবায়ার স্ত্রী মার্কিন নাগরিক হওয়ায় সেখানে তাঁদের স্থায়ীভাবে থাকার চেষ্টার খবর আসে।
চলতি বছরের এপ্রিল থেকে জ্বালানি ও খাদ্যঘাটতি নিয়ে সংকটে পড়লে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এর আগ পর্যন্ত শ্রীলঙ্কার রাজনীতিতে ছিল রাজাপক্ষে পরিবারের আধিপত্য।
রাজাপক্ষে পালিয়ে গিয়ে পদত্যাগ করার পর শ্রীলঙ্কার ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পার্লামেন্টের ভোটাভুটিতে জয়ী হয়ে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন।
পালিয়ে যাওয়ার দেড় মাসেরও বেশি সময় পর শ্রীলঙ্কায় ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। স্থানীয় সময় শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তার মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
রাতে বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে দেশটির মন্ত্রী ও রাজনীতিবিদেরা ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। প্রায় সাত সপ্তাহ আগে ‘স্বল্পমেয়াদি ভিসা’ নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছিলেন গোতাবায়া। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন তিনি।
দেশটির প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে জানান, ‘সাবেক প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়াকে নিরাপত্তা দেওয়া হবে।’ এ ছাড়া বিক্ষোভকারীদের এক নেতা বলেছেন, ‘গোতাবায়ার দেশে ফেরার বিপক্ষে নই আমরা। শ্রীলঙ্কার যেকোনো নাগরিকের দেশে ফেরার অধিকার রয়েছে।’
এর আগে শ্রীলঙ্কার নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জন্য গোতাবায়াকে দায়ী করে বিক্ষুব্ধ জনতা কয়েক মাস ধরে আন্দোলন করে এবং একসময় গোতাবায়ার সরকারি বাসভবনে প্রবেশ করে তাঁরা। গণবিক্ষোভের মুখে ১৩ জুলাই রাতের অন্ধকারে দেশ ছাড়ার পর সাবেক এই শ্রীলঙ্কান প্রেসিডেন্ট প্রথমে মালদ্বীপে যান। এক দিন পর ১৪ জুলাই সেখান থেকে সিঙ্গাপুরে যান। পরে সিঙ্গাপুর থেকে পাঠানো পদত্যাগপত্রে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ ছাড়েন তিনি।
সিঙ্গাপুর গোতাবায়াকে ২৮ দিনের ‘ভিজিট ভিসা’ দিয়েছিল। পরে আর ভিসার মেয়াদ না বাড়ানোয় থাইল্যান্ডে যান গোতাবায়া। কিন্তু ব্যাংকক নিরাপত্তার স্বার্থে গোতাবায়াকে হোটেল থেকে বের হতে নিষেধাজ্ঞা দেয়।
নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, থাইল্যান্ডে থাকার জন্য ৯০ দিনের ভিসা ছিল গোতাবায়ার। কিন্তু তিনি তাঁর স্ত্রী, দেহরক্ষী ও অন্য দুই সহকর্মীকে নিয়ে দেশে ফিরতেই আগ্রহী।
প্রথমে তাঁদের পরিকল্পনা ছিল আগামী নভেম্বর পর্যন্ত তাঁরা থাইল্যান্ডে থাকবেন। তবে নিরাপত্তাজনিত কারণে গোতাবায়ার দেশে ফেরার খবর আসে আগস্টের মাঝামাঝিতে। এ ছাড়া গোতাবায়ার স্ত্রী মার্কিন নাগরিক হওয়ায় সেখানে তাঁদের স্থায়ীভাবে থাকার চেষ্টার খবর আসে।
চলতি বছরের এপ্রিল থেকে জ্বালানি ও খাদ্যঘাটতি নিয়ে সংকটে পড়লে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এর আগ পর্যন্ত শ্রীলঙ্কার রাজনীতিতে ছিল রাজাপক্ষে পরিবারের আধিপত্য।
রাজাপক্ষে পালিয়ে গিয়ে পদত্যাগ করার পর শ্রীলঙ্কার ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পার্লামেন্টের ভোটাভুটিতে জয়ী হয়ে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন।
৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
২ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
২ ঘণ্টা আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
৩ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে