বাড়ির ভেতর নারীদের দেখা যায় এমন জানালা না রাখার নির্দেশ তালেবানের

অনলাইন ডেস্ক
Thumbnail image
নারীদের জনসমক্ষে উপস্থিতি সীমিত করে ফেলেছে তালেবান সরকার। ছবি: সংগৃহীত

রান্নাঘর, বাড়ির আঙিনার মতো যেসব জায়গায় নারীরা কাজ করেন, সেসব জায়গার কাছাকাছি কোনো জানালা রাখা যাবে না—এমন আদেশ জারি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

আরব নিউজের এক প্রতিবেদনে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, নতুন ভবনগুলোতে এমন জানালা রাখা যাবে না, যেগুলো দিয়ে আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া এবং নারীদের সাধারণ ব্যবহারের অন্যান্য জায়গা দেখা যায়।

এমনকি এসব জায়গা দেখা যায়, এমন কোনো জানালা থাকলে সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘নারীদের রান্নাঘরে কাজ করতে দেখা, আঙিনায় থাকা বা কুয়া থেকে পানি সংগ্রহ করার দৃশ্য দেখা—অশ্লীল কাজের দিকে পরিচালিত করতে পারে।’

পৌর কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগকে নির্মাণস্থলে নজরদারির জন্য বলা হয়েছে। কোনো বাড়ির জানালা দিয়ে যেন প্রতিবেশীর বাড়ির ভেতর দেখা সম্ভব না হয় সে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশে বলা হয়, যদি এমন জানালা থাকে, তাহলে মালিকদের দেয়াল নির্মাণ বা জানালার ব্যবস্থা বন্ধ করে দিতে হবে।

২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের জনসমক্ষে উপস্থিতি সীমিত করে ফেলেছে তালেবান সরকার। নারীদের মাধ্যমিক শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে, চাকরিতে সীমাবদ্ধতা আরোপ করেছে এবং পার্কসহ অন্যান্য জনসমাগমস্থলে প্রবেশে নিয়ম জারি করেছে তালেবানরা।

সম্প্রতি নারীদের প্রকাশ্যে গান গাওয়া বা কবিতা আবৃত্তি নিষিদ্ধ করে একটি আইন জারি করে তাঁদের বাড়ির বাইরে কণ্ঠ ও শরীর ঢেকে রাখার পরামর্শ দিয়েছে তালেবান সরকার। কিছু স্থানীয় রেডিও—টেলিভিশন চ্যানেল নারীদের কণ্ঠ প্রচারও বন্ধ করে দিয়েছে। তালেবান সরকারের এসব কার্যক্রমকে ‘লিঙ্গবৈষম্য’ আখ্যা দিয়ে নিন্দা করেছে জাতিসংঘ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

সাইফ আলী খানের পরিবারের ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি যাচ্ছে ভারত সরকারের নিয়ন্ত্রণে

সিএসইতে লেনদেনের সময় পরিবর্তন, শেয়ারবাজারে কারসাজির আশঙ্কা

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত