অনলাইন ডেস্ক
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বন্ধ করে দেওয়া হয়েছে রেডিও ঝমান টিভি। একটি অনুষ্ঠান সম্প্রচারে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের অভিযোগে রেডিও স্টেশনটি বন্ধ করে দেয় দেশটির তালেবান শাসক গোষ্ঠী।
এ বিষয়ে সোমবার আরব নিউজ জানিয়েছে, রেডিও চ্যানেল বন্ধের নিন্দা জানিয়েছে আফগানিস্তানের জার্নালিস্ট সেন্টার (এএফজেসি)। একটি বিবৃতিতে চ্যানেল নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘মুক্ত গণমাধ্যমের মৌলিক অধিকারের উল্লেখযোগ্য লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছে সংগঠনটি। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমের ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপের ঘটনা বাড়তে থাকলে সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কেও সতর্ক করেছে।
এএফজিসি-এর তথ্য অনুযায়ী, আফগানিস্তানের গণমাধ্যম আইনে বলা হয়েছে—সাংবাদিক এবং গণমাধ্যমগুলো কোনো অযৌক্তিক বিধিনিষেধ ছাড়াই যেন তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে। আফগান আইনে, গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করার জন্য কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ রয়েছে।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক আমু টিভি জানিয়েছে, খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি অধিদপ্তরে কমিশনের বৈঠকে চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে তালেবান সরকারে দোষ-গুণ মন্ত্রণালয়, স্থানীয় গোয়েন্দা, পুলিশ এবং তথ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক ইস্যু নিয়ে একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের ঘটনাকে তালেবানের গণমাধ্যম নীতির লঙ্ঘন বলে বৈঠকে একমত হয় কমিশন।
এর আগে ইসলামিক আইনের ব্যাখ্যা দিয়ে সম্প্রচার মাধ্যমগুলোকে সংগীত বাজানোর বিষয়ে সতর্ক করেছিল আফগানিস্তানের দোষ-গুণ মন্ত্রণালয়।
২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল রেডিও ঝমান। সকাল সাড়ে সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত এই চ্যানেলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এই চ্যানেল খোস্ত সহ এবং পার্শ্ববর্তী পাকতিয়া প্রদেশের কিছু অংশের শ্রোতাদের কাছে পৌঁছাতে সক্ষম।
রেডিও ঝমান বন্ধের ঘটনাটি সম্প্রতি খোস্ত প্রদেশে স্থানীয় গণমাধ্যম বন্ধ করার দ্বিতীয় ঘটনা। এর আগে গত ৩১ আগস্ট এই প্রদেশেরই ঘরঘাস্ত রেডিও নামে আরেকটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও বন্ধ করার তিন দিন পর কোনো সংগীত সম্প্রচার না করার শর্তে আবারও কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়েছিল চ্যানেলটিকে।
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বন্ধ করে দেওয়া হয়েছে রেডিও ঝমান টিভি। একটি অনুষ্ঠান সম্প্রচারে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের অভিযোগে রেডিও স্টেশনটি বন্ধ করে দেয় দেশটির তালেবান শাসক গোষ্ঠী।
এ বিষয়ে সোমবার আরব নিউজ জানিয়েছে, রেডিও চ্যানেল বন্ধের নিন্দা জানিয়েছে আফগানিস্তানের জার্নালিস্ট সেন্টার (এএফজেসি)। একটি বিবৃতিতে চ্যানেল নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘মুক্ত গণমাধ্যমের মৌলিক অধিকারের উল্লেখযোগ্য লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছে সংগঠনটি। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমের ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপের ঘটনা বাড়তে থাকলে সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কেও সতর্ক করেছে।
এএফজিসি-এর তথ্য অনুযায়ী, আফগানিস্তানের গণমাধ্যম আইনে বলা হয়েছে—সাংবাদিক এবং গণমাধ্যমগুলো কোনো অযৌক্তিক বিধিনিষেধ ছাড়াই যেন তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে। আফগান আইনে, গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করার জন্য কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ রয়েছে।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক আমু টিভি জানিয়েছে, খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি অধিদপ্তরে কমিশনের বৈঠকে চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে তালেবান সরকারে দোষ-গুণ মন্ত্রণালয়, স্থানীয় গোয়েন্দা, পুলিশ এবং তথ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক ইস্যু নিয়ে একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের ঘটনাকে তালেবানের গণমাধ্যম নীতির লঙ্ঘন বলে বৈঠকে একমত হয় কমিশন।
এর আগে ইসলামিক আইনের ব্যাখ্যা দিয়ে সম্প্রচার মাধ্যমগুলোকে সংগীত বাজানোর বিষয়ে সতর্ক করেছিল আফগানিস্তানের দোষ-গুণ মন্ত্রণালয়।
২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল রেডিও ঝমান। সকাল সাড়ে সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত এই চ্যানেলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এই চ্যানেল খোস্ত সহ এবং পার্শ্ববর্তী পাকতিয়া প্রদেশের কিছু অংশের শ্রোতাদের কাছে পৌঁছাতে সক্ষম।
রেডিও ঝমান বন্ধের ঘটনাটি সম্প্রতি খোস্ত প্রদেশে স্থানীয় গণমাধ্যম বন্ধ করার দ্বিতীয় ঘটনা। এর আগে গত ৩১ আগস্ট এই প্রদেশেরই ঘরঘাস্ত রেডিও নামে আরেকটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও বন্ধ করার তিন দিন পর কোনো সংগীত সম্প্রচার না করার শর্তে আবারও কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়েছিল চ্যানেলটিকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ওই ঘটনাকে ‘ওভাল অফিসে জেলেনস্কির ওপর নির্মম তিরস্কার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘ট্রাম্প ওই কোকেনসেবী ভাঁড়ের মুখের ওপর সত্যিটা বলে দিয়েছেন যে, কিয়েভ সরকার তৃতীয়...
২ ঘণ্টা আগেইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হয়েছে গতকাল শনিবার। এর পরপরই নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে রমজান মাস ও ইহুদি ধর্মাবলম্বীদের পাসওভার উৎসব পর্যন্ত যুদ্ধবিরতি বহালের কথা বলা হয়েছে। ইসরায়েল সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...
২ ঘণ্টা আগেমাকে মারধর করছে, টেনে বিছানা থেকে নামিয়ে আবার বিছানায় নিয়ে পায়ে কামড়ে দিচ্ছে— এমনই নৃশংস একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার হিসারের আজাদ নগরের মডার্ন সাকেত কলোনিতে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকারি ভাষা তথা দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ট্রাম্প এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়।
৬ ঘণ্টা আগে