অনলাইন ডেস্ক
প্রবল শক্তি নিয়ে জাপান উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘নানমাদল’। স্থানীয় সময় আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পাড়ে টাইফুনটি।
জাপান টাইমসের প্রতিবেদনে জানা যায়, টাইফুনের কারণে ‘বিশেষ সতর্কতা জারি’ করে প্রায় ৩০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
দক্ষিণ কিউশু অঞ্চলের কাগোশিমা, কুমামোতো, মিয়াজাকির বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা রয়েছে। স্থানীয় পরিবহন সংস্থাগুলো জানিয়েছে, ঝড়টি অতিক্রম না হওয়া পর্যন্ত আঞ্চলিক ট্রেন পরিষেবা, ফ্লাইট ও ফেরি চলাচল বাতিল করা হয়েছে। এরই মধ্যে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে কাগোশিমা ও মিয়াজাকির ২৫ হাজারের বেশি পরিবার।
জাপানের আবহাওয়া অধিদপ্তর কাগোশিমা অঞ্চলের জন্য সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে। ২০১৩ সালে আবহাওয়া সতর্কবার্তা দেওয়ার বর্তমান সিস্টেম চালু হওয়ার পর এটি ওকিনাওয়া অঞ্চলের বাইরে জারি করা ঘূর্ণিঝড়সংক্রান্ত প্রথম বিশেষ সতর্কতা।
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় নানমাদল স্থানীয় সময় শনিবার ওকিনাওয়া দ্বীপের ৪০০ কিলোমিটার পূর্বে মিনামি ডাইতো দ্বীপের কাছ দিয়ে প্রতি ঘণ্টায় ২৭০ কিলোমিটার বেগে বয়ে গেছে। টাইফুনটি রোববার সন্ধ্যায় কিউশুর দক্ষিণ কাগোশিমায় আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর জাপানের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হতে পারে।
জাপান সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় ধরনের টাইফুনের মুখোমুখি হয়েছে। ২০১৮ সালে শক্তিশালী ঝড় ও ভূমিধসে ২০০ জনের বেশি প্রাণ হারায়। ২০১৯ সালে টাইফুন হাগিবিস জাপানের উপকূলীয় এলাকায় আছড়ে পড়লে শতাধিক মানুষের মৃত্যু হয়।
প্রবল শক্তি নিয়ে জাপান উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘নানমাদল’। স্থানীয় সময় আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পাড়ে টাইফুনটি।
জাপান টাইমসের প্রতিবেদনে জানা যায়, টাইফুনের কারণে ‘বিশেষ সতর্কতা জারি’ করে প্রায় ৩০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
দক্ষিণ কিউশু অঞ্চলের কাগোশিমা, কুমামোতো, মিয়াজাকির বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা রয়েছে। স্থানীয় পরিবহন সংস্থাগুলো জানিয়েছে, ঝড়টি অতিক্রম না হওয়া পর্যন্ত আঞ্চলিক ট্রেন পরিষেবা, ফ্লাইট ও ফেরি চলাচল বাতিল করা হয়েছে। এরই মধ্যে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে কাগোশিমা ও মিয়াজাকির ২৫ হাজারের বেশি পরিবার।
জাপানের আবহাওয়া অধিদপ্তর কাগোশিমা অঞ্চলের জন্য সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে। ২০১৩ সালে আবহাওয়া সতর্কবার্তা দেওয়ার বর্তমান সিস্টেম চালু হওয়ার পর এটি ওকিনাওয়া অঞ্চলের বাইরে জারি করা ঘূর্ণিঝড়সংক্রান্ত প্রথম বিশেষ সতর্কতা।
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় নানমাদল স্থানীয় সময় শনিবার ওকিনাওয়া দ্বীপের ৪০০ কিলোমিটার পূর্বে মিনামি ডাইতো দ্বীপের কাছ দিয়ে প্রতি ঘণ্টায় ২৭০ কিলোমিটার বেগে বয়ে গেছে। টাইফুনটি রোববার সন্ধ্যায় কিউশুর দক্ষিণ কাগোশিমায় আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর জাপানের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হতে পারে।
জাপান সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় ধরনের টাইফুনের মুখোমুখি হয়েছে। ২০১৮ সালে শক্তিশালী ঝড় ও ভূমিধসে ২০০ জনের বেশি প্রাণ হারায়। ২০১৯ সালে টাইফুন হাগিবিস জাপানের উপকূলীয় এলাকায় আছড়ে পড়লে শতাধিক মানুষের মৃত্যু হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১৫ মিনিট আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১ ঘণ্টা আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
১ ঘণ্টা আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
৩ ঘণ্টা আগে