আফগানিস্তানে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, নিহত ৫০

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২: ১৩
Thumbnail image

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, মার্কিন বাহিনী চলে যাওয়ার পর এটি সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবিগুলোতে দেখা গেছে, মসজিদের ভেতরে নিহত ব্যক্তিদের মরদেহ পড়ে আছে। মসজিদটি সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের। এ ছাড়াও বিস্ফোরণে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। 

হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক কর্মকর্তা বলেছেন, শুক্রবারের হামলায় ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কয়েক ডজন ব্যক্তি। 

বোমা হামলায় নিহত কমপক্ষে ৫০তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, 'একটি বিশেষ ইউনিট ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করছে।' 

কুন্দুজের এক বাসিন্দা জানান, নামাজ পড়ার সময়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক হাসপাতালের কর্মী জানান, ‘আমরা ১৫টি মরদেহ পেয়েছি এবং আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ৯০ জনকে। তবে এ সংখ্যা কমবেশি হতে পারে। এখনো হাসপাতালে আসছেন অনেকে।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত