অনলাইন ডেস্ক
মুসলিম বিশ্বে অতিপরিচিত হিজাব নিষিদ্ধ করতে পারে কাজাখস্তান। মুসলিমপ্রধান এই দেশের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আইদা বেলায়েভা গতকাল রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেলায়েভা জানিয়েছেন, কাজাখ কর্তৃপক্ষ হিজাবসংক্রান্ত বিদ্যমান আইন পুনর্বিবেচনা করবে এবং প্রয়োজনে সংশোধন করা হবে। হিজাব যাতে ধর্মীয় উগ্রবাদীদের ও অপ্রথাগত ধর্মীয় আন্দোলনকারীদের আন্দোলনের হাতিয়ার হয়ে উঠতে না পারে, তা নিশ্চিতের লক্ষ্যেই এমনটা করা হতে পারে।
কাজাখ সরকার হিজাবসহ অন্যান্য ধর্মীয় পোশাক নিষিদ্ধ করবে কি না—এমন এক প্রশ্নের জবাবে বেলায়েভা বলেন, ‘আমরা অবশ্যই এসব প্রথাসংক্রান্ত আইন নিয়ে প্রস্তাবগুলো বিবেচনা করে দেখব, বিশেষ করে জনপরিসরের ক্ষেত্রে এই আইনগুলো আমরা ভালোভাবে বিবেচনা করব।’
আইদা বেলায়েভা আরও বলেন, ‘বিশ্বজুড়েই এমন (হিজাব নিষিদ্ধসংক্রান্ত আইন পাস) বিষয় বাস্তবায়িত হচ্ছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ, যখন জনপরিসরে কারও মুখ ঢাকা থাকে, তখন তার পরিচয় নির্ণয় করা কঠিন হয়ে পড়ে।’ তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় এসংক্রান্ত বিষয়ে বিধিবিধানগুলো আরও কঠোর করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।’
এর আগে গত বৃহস্পতিবার এক শিক্ষক সম্মেলনে কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জুমরাত তোকায়েভ দেশের সংবিধান অনুসারে ধর্মনিরপেক্ষতা বাস্তবায়নের প্রতি জোরারোপ করেন। তিনি বলেন, ‘শিক্ষাসহ আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে এই মূলনীতি দৃঢ়ভাবে বাস্তবায়ন করতে হবে।’
উল্লেখ্য, ২০২১ সালে কাজাখস্তানে পরিচালিত জনশুমারি বলছে, দেশটির ৬৫ শতাংশ নাগরিক মুসলমান ও ২০ শতাংশ অর্থোডক্স খ্রিষ্টান।
মুসলিম বিশ্বে অতিপরিচিত হিজাব নিষিদ্ধ করতে পারে কাজাখস্তান। মুসলিমপ্রধান এই দেশের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আইদা বেলায়েভা গতকাল রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেলায়েভা জানিয়েছেন, কাজাখ কর্তৃপক্ষ হিজাবসংক্রান্ত বিদ্যমান আইন পুনর্বিবেচনা করবে এবং প্রয়োজনে সংশোধন করা হবে। হিজাব যাতে ধর্মীয় উগ্রবাদীদের ও অপ্রথাগত ধর্মীয় আন্দোলনকারীদের আন্দোলনের হাতিয়ার হয়ে উঠতে না পারে, তা নিশ্চিতের লক্ষ্যেই এমনটা করা হতে পারে।
কাজাখ সরকার হিজাবসহ অন্যান্য ধর্মীয় পোশাক নিষিদ্ধ করবে কি না—এমন এক প্রশ্নের জবাবে বেলায়েভা বলেন, ‘আমরা অবশ্যই এসব প্রথাসংক্রান্ত আইন নিয়ে প্রস্তাবগুলো বিবেচনা করে দেখব, বিশেষ করে জনপরিসরের ক্ষেত্রে এই আইনগুলো আমরা ভালোভাবে বিবেচনা করব।’
আইদা বেলায়েভা আরও বলেন, ‘বিশ্বজুড়েই এমন (হিজাব নিষিদ্ধসংক্রান্ত আইন পাস) বিষয় বাস্তবায়িত হচ্ছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ, যখন জনপরিসরে কারও মুখ ঢাকা থাকে, তখন তার পরিচয় নির্ণয় করা কঠিন হয়ে পড়ে।’ তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় এসংক্রান্ত বিষয়ে বিধিবিধানগুলো আরও কঠোর করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।’
এর আগে গত বৃহস্পতিবার এক শিক্ষক সম্মেলনে কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জুমরাত তোকায়েভ দেশের সংবিধান অনুসারে ধর্মনিরপেক্ষতা বাস্তবায়নের প্রতি জোরারোপ করেন। তিনি বলেন, ‘শিক্ষাসহ আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে এই মূলনীতি দৃঢ়ভাবে বাস্তবায়ন করতে হবে।’
উল্লেখ্য, ২০২১ সালে কাজাখস্তানে পরিচালিত জনশুমারি বলছে, দেশটির ৬৫ শতাংশ নাগরিক মুসলমান ও ২০ শতাংশ অর্থোডক্স খ্রিষ্টান।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৩ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৫ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে