অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া ৭১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আজ সোমবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই চুক্তি স্বাক্ষর করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই চুক্তি অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো এশীয় দেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। এ ছাড়া এই চুক্তি অস্ট্রেলিয়া এবং চীনের মধ্যে নতুন করে ভাবনা বাড়াবে।
এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার হানভা কোম্পানি অস্ট্রেলিয়ান আর্মিকে আর্টিলারি অস্ত্র, যুদ্ধযান ও রাডার সরবরাহ করবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘আমি মনে করি কোরিয়ান প্রতিরক্ষা শিল্পের যথেষ্ট সক্ষমতা রয়েছে। নতুন প্রতিরক্ষা চুক্তি অস্ট্রেলিয়ায় ৩০০ জনের কাজের সুযোগ তৈরি করবে।’
স্কট মরিসন আরও বলেন, ‘এটি অস্ট্রেলিয়ার জন্য প্রতিরক্ষা শিল্পের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ আমরা আমাদের সার্বভৌম সক্ষমতা তৈরি করে চলেছি। এই যাত্রায় কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অংশীদার।’
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেন, তাঁর অস্ট্রেলিয়া পরিদর্শন কোরিয়ার জাতীয় স্বার্থ এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চীনের সঙ্গেও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ চীন উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মুন জে ইন বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সম্পর্কের ব্যাপারে বদ্ধপরিকর।’
উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর মুন জে ইন প্রথম বিদেশি নেতা হিসেবে সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় চার দিনের সফরে রয়েছেন।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া ৭১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আজ সোমবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই চুক্তি স্বাক্ষর করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই চুক্তি অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো এশীয় দেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। এ ছাড়া এই চুক্তি অস্ট্রেলিয়া এবং চীনের মধ্যে নতুন করে ভাবনা বাড়াবে।
এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার হানভা কোম্পানি অস্ট্রেলিয়ান আর্মিকে আর্টিলারি অস্ত্র, যুদ্ধযান ও রাডার সরবরাহ করবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘আমি মনে করি কোরিয়ান প্রতিরক্ষা শিল্পের যথেষ্ট সক্ষমতা রয়েছে। নতুন প্রতিরক্ষা চুক্তি অস্ট্রেলিয়ায় ৩০০ জনের কাজের সুযোগ তৈরি করবে।’
স্কট মরিসন আরও বলেন, ‘এটি অস্ট্রেলিয়ার জন্য প্রতিরক্ষা শিল্পের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ আমরা আমাদের সার্বভৌম সক্ষমতা তৈরি করে চলেছি। এই যাত্রায় কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অংশীদার।’
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেন, তাঁর অস্ট্রেলিয়া পরিদর্শন কোরিয়ার জাতীয় স্বার্থ এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চীনের সঙ্গেও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ চীন উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মুন জে ইন বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সম্পর্কের ব্যাপারে বদ্ধপরিকর।’
উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর মুন জে ইন প্রথম বিদেশি নেতা হিসেবে সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় চার দিনের সফরে রয়েছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার ও দেশটির সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রওনা হন গতকাল রোববার। তবে তারা সেদিন...
১৭ মিনিট আগেবাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
২ ঘণ্টা আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
৩ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৪ ঘণ্টা আগে