অনলাইন ডেস্ক
মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর মুখোমুখি অবস্থানে রয়েছে আফগান সরকার ও তালেবান। তালেবান একের পর এক গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নিচ্ছে। ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, তালেবান আবার ক্ষমতায় গেলে তাঁদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। খবর রয়টার্সের।
বেন ওয়ালেস বলেন, আফগানিস্তানের যেকোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে তাঁদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য সরকার। তবে যদি তারা (তালেবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয় তাহলে বিষয়টি পর্যালোচনা করা হবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান। নাইন–ইলেভেনের পর মার্কিন বাহিনীর হামলা শুরু হয়। মার্কিন সেনা ছাড়াও ন্যাটোর সেনারা সেখানে অবস্থান নেন। ২০ বছর আফগানিস্তানে অবস্থানের পর সম্প্রতি মার্কিন বাহিনী ও ন্যাটো বাহিনীর সদস্যরা আফগানিস্তান ছেড়ে চলে যায়। এরপর থেকেই আফগান বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ বাড়তে শুরু করে। আফগান বাহিনীর সদস্যরা দেশ ছেড়ে পালাতেও বাধ্য হচ্ছেন।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, তালেবান যেকোনো মূল্যে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি চাইছে। জাতি গঠনের জন্য তাঁদের অর্থ এবং সহায়তার পথ খুলতে চাইছে।
দুই দশকের সংঘাত নিরসন করে তালেবান ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে দেশের স্থিতিশীলতার লক্ষ্যে একসঙ্গে কাজের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে।
মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর মুখোমুখি অবস্থানে রয়েছে আফগান সরকার ও তালেবান। তালেবান একের পর এক গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নিচ্ছে। ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, তালেবান আবার ক্ষমতায় গেলে তাঁদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। খবর রয়টার্সের।
বেন ওয়ালেস বলেন, আফগানিস্তানের যেকোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে তাঁদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য সরকার। তবে যদি তারা (তালেবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয় তাহলে বিষয়টি পর্যালোচনা করা হবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান। নাইন–ইলেভেনের পর মার্কিন বাহিনীর হামলা শুরু হয়। মার্কিন সেনা ছাড়াও ন্যাটোর সেনারা সেখানে অবস্থান নেন। ২০ বছর আফগানিস্তানে অবস্থানের পর সম্প্রতি মার্কিন বাহিনী ও ন্যাটো বাহিনীর সদস্যরা আফগানিস্তান ছেড়ে চলে যায়। এরপর থেকেই আফগান বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ বাড়তে শুরু করে। আফগান বাহিনীর সদস্যরা দেশ ছেড়ে পালাতেও বাধ্য হচ্ছেন।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, তালেবান যেকোনো মূল্যে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি চাইছে। জাতি গঠনের জন্য তাঁদের অর্থ এবং সহায়তার পথ খুলতে চাইছে।
দুই দশকের সংঘাত নিরসন করে তালেবান ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে দেশের স্থিতিশীলতার লক্ষ্যে একসঙ্গে কাজের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে।
যুক্তরাষ্ট্রের মিনেসোটার রিপাবলিকান আইনপ্রণেতারা একটি বিল উত্থাপন করেছেন। এই বিলে ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’ বা টিডিএস-কে মানসিক রোগ হিসেবে রাজ্যের আইনে সংজ্ঞায়িত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলার শোরুম, চার্জিং স্টেশন এবং কিছু ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। সাইবার ট্রাক জ্বালিয়ে দেওয়া, বুলেট ও পেট্রলবোমা নিক্ষেপ করার এই ঘটনাগুলো মূলত টেসলার বিরুদ্ধে মানুষের ক্রমবর্ধমান সহিংসতার ইঙ্গিত দিচ্ছে। যদিও এখ
৫ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার এক ফোনালাপে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন পর আজ বুধবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন। ট্রাম্প ও জেলেনস্কির এই ফোনালাপ স্থায়ী হয়েছে প্রায় এক ঘণ্টা।
৫ ঘণ্টা আগে২০১৬ সালে প্রথম এই সংলাপের আয়োজন করে ভারত। এবার দশম বছরে পদার্পণ করা রাইসিনা ডায়ালগ ইতিমধ্যে ভূরাজনীতি ও ভূ-অর্থনীতি বিষয়ে ভারতের প্রধান সম্মেলন হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত একটি বহুপক্ষীয় সম্মেলন।
৬ ঘণ্টা আগে