অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। স্থানীয় সময় শুক্রবার তিনি শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়ার সামনে শপথ নিয়েছেন। লংকান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করবেন।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, শপথ গ্রহণের পরে রনিল বিক্রমাসিংহে সর্বদলীয় সরকার প্রতিষ্ঠার জন্য ঐকমত্য গড়ে তুলতে সংসদ সদস্যদের প্রতি অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ‘সাংবিধানিক সমন্বয়ের মাধ্যমে সংসদের ক্ষমতা শক্তিশালী করতে কাজ করব।’
এদিকে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছেন, আগামী সাত দিনের মধ্যে শ্রীলঙ্কা একজন নতুন প্রেসিডেন্ট পাবে। প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য তারিখ হিসেবে তিনি ২০ জুলাইয়ের কথা বলেছেন।
কয়েক মাস ধরে চলা গণবিক্ষোভের মুখে গত মঙ্গলবার দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চেপে তিনি সিঙ্গাপুরে গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে বহনকারী উড়োজাহাজটি সিঙ্গাপুরে পৌঁছার পর তিনি ই-মেইলে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। স্পিকার জানিয়েছেন, তাঁর পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে।
মালদ্বীপে পালিয়ে যাওয়ার আগে গোতাবায়া রাজাপক্ষে রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত করে গিয়েছিলেন। এরপর আজ তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। এর আগে ১২ মে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন রনিল বিক্রমাসিংহে। তিনি ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) এই নেতা। ষষ্ঠবারের মতো তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি ও সীমাহীন দুর্নীতির জন্য রাজাপক্ষে পরিবারকে দায়ী করে বিক্ষোভে ফেটে পড়ে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। কয়েক মাস ধরে চলমান বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন দখল করে উল্লাস করেছে।
শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। স্থানীয় সময় শুক্রবার তিনি শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়ার সামনে শপথ নিয়েছেন। লংকান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করবেন।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, শপথ গ্রহণের পরে রনিল বিক্রমাসিংহে সর্বদলীয় সরকার প্রতিষ্ঠার জন্য ঐকমত্য গড়ে তুলতে সংসদ সদস্যদের প্রতি অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ‘সাংবিধানিক সমন্বয়ের মাধ্যমে সংসদের ক্ষমতা শক্তিশালী করতে কাজ করব।’
এদিকে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছেন, আগামী সাত দিনের মধ্যে শ্রীলঙ্কা একজন নতুন প্রেসিডেন্ট পাবে। প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য তারিখ হিসেবে তিনি ২০ জুলাইয়ের কথা বলেছেন।
কয়েক মাস ধরে চলা গণবিক্ষোভের মুখে গত মঙ্গলবার দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চেপে তিনি সিঙ্গাপুরে গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে বহনকারী উড়োজাহাজটি সিঙ্গাপুরে পৌঁছার পর তিনি ই-মেইলে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। স্পিকার জানিয়েছেন, তাঁর পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে।
মালদ্বীপে পালিয়ে যাওয়ার আগে গোতাবায়া রাজাপক্ষে রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত করে গিয়েছিলেন। এরপর আজ তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। এর আগে ১২ মে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন রনিল বিক্রমাসিংহে। তিনি ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) এই নেতা। ষষ্ঠবারের মতো তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি ও সীমাহীন দুর্নীতির জন্য রাজাপক্ষে পরিবারকে দায়ী করে বিক্ষোভে ফেটে পড়ে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। কয়েক মাস ধরে চলমান বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন দখল করে উল্লাস করেছে।
ট্রাম্প প্রশাসন মার্কিন বন্দীদের মুক্তি ও যুদ্ধের অবসানের সম্ভাব্য চুক্তি নিয়ে গাজায় হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে অবগত দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এই তথ্য জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরে বোহলার ও হামাস কর্মকর্তাদের মধ্যে কয়েক দফায় এসব বৈঠক অনুষ্
৩৯ মিনিট আগেস্থানীয় সময় গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বেশ খোলামেলাভাবেই এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেন, ‘শালোম হামাস—শালোমের অর্থ শান্তি অথবা বিদায়—দুটোই হতে পারে। তোমরা (হামাস) কোনটি...
১ ঘণ্টা আগেইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সুস্পষ্ট কারণেই কখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি বা হবেও না। তবে বেশির ভাগ বিশ্লেষক...
১ ঘণ্টা আগে১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
১০ ঘণ্টা আগে