অনলাইন ডেস্ক
লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বসতিতে ছোড়া ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে রোববার অন্তত একজন ইসরায়েলি নিহত এবং তিনজন আহত হয়েছে। জবাবে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের উৎস লক্ষ্য করে কামান দিয়ে গোলা বর্ষণের কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল-লেবাননের পাল্টাপাল্টি হামলায় হতাহতের এ খবর জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার করপোরেশন।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর শ্তুলাতে লেবাননের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। উত্তর সীমান্তে একটি সামরিক অবস্থানে লেবাননের আরেকটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে বলে জানায় আইডিএফ।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‘শ্তুলা এলাকায় ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আইডিএফ কামান দিয়ে আগুনের উৎসে আঘাত করেছে। এ ছাড়া, লেবানন সীমান্তে আইডিএফের একটি সামরিক চৌকির দিকে আরও একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। প্রতিক্রিয়া হিসেবে, আইডিএফ এখন লেবাননের ভূখণ্ডে আঘাত করছে।’
আইডিএফের একজন মুখপাত্র বলেন, ‘ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণের মাধ্যমে জবাব দিয়েছে। হিজবুল্লাহর অবস্থান এবং আগুনের উৎস ধ্বংস করা হয়েছে। এ ছাড়া, একটি ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে অবস্থানে আগুন লেগেছিল। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আইডিএফ সেখানেও আগুনের উৎস লক্ষ্য করে জবাব দিয়েছে।’
ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ইসরায়েলই বাহিনীর হামলা শুরু হলে লেবাননের সঙ্গেও উত্তেজনায় জড়িয়ে পড়ে আইডিএফ। গত সপ্তাহ থেকেই ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। ২০০৬ সালে এক মাসব্যাপী যুদ্ধের পর এই দুই পক্ষের মধ্যে এবারই চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ।
এদিকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত দেড় হাজার মানুষ। সাত দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সব মিলিয়ে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫। আহত হয়েছে আরও অন্তত ৮ হাজার ৭১৪ জন। নিহতদের মধ্যে অন্তত ৭০০ জনই শিশু। এর বাইরে গত সপ্তাহে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৫০।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান, স্থল এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালিয়েছে ইসরায়েল।
লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বসতিতে ছোড়া ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে রোববার অন্তত একজন ইসরায়েলি নিহত এবং তিনজন আহত হয়েছে। জবাবে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের উৎস লক্ষ্য করে কামান দিয়ে গোলা বর্ষণের কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল-লেবাননের পাল্টাপাল্টি হামলায় হতাহতের এ খবর জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার করপোরেশন।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর শ্তুলাতে লেবাননের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। উত্তর সীমান্তে একটি সামরিক অবস্থানে লেবাননের আরেকটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে বলে জানায় আইডিএফ।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‘শ্তুলা এলাকায় ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আইডিএফ কামান দিয়ে আগুনের উৎসে আঘাত করেছে। এ ছাড়া, লেবানন সীমান্তে আইডিএফের একটি সামরিক চৌকির দিকে আরও একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। প্রতিক্রিয়া হিসেবে, আইডিএফ এখন লেবাননের ভূখণ্ডে আঘাত করছে।’
আইডিএফের একজন মুখপাত্র বলেন, ‘ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণের মাধ্যমে জবাব দিয়েছে। হিজবুল্লাহর অবস্থান এবং আগুনের উৎস ধ্বংস করা হয়েছে। এ ছাড়া, একটি ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে অবস্থানে আগুন লেগেছিল। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আইডিএফ সেখানেও আগুনের উৎস লক্ষ্য করে জবাব দিয়েছে।’
ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ইসরায়েলই বাহিনীর হামলা শুরু হলে লেবাননের সঙ্গেও উত্তেজনায় জড়িয়ে পড়ে আইডিএফ। গত সপ্তাহ থেকেই ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। ২০০৬ সালে এক মাসব্যাপী যুদ্ধের পর এই দুই পক্ষের মধ্যে এবারই চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ।
এদিকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত দেড় হাজার মানুষ। সাত দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সব মিলিয়ে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫। আহত হয়েছে আরও অন্তত ৮ হাজার ৭১৪ জন। নিহতদের মধ্যে অন্তত ৭০০ জনই শিশু। এর বাইরে গত সপ্তাহে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৫০।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান, স্থল এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালিয়েছে ইসরায়েল।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই সরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্যয়সংকোচনের নীতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে তাঁর প্রশাসনে সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন একটি বিভাগ খোলা হয়েছে। আর এর দায়িত্ব পেয়েছেন...
৩ ঘণ্টা আগেজার্মানির চ্যান্সেলর হতে যাওয়া ফ্রেডরিখ মের্ৎস জানিয়েছেন, তিনি ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান। এজন্য তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি নিয়েও আলোচনা করতে চান বলে জানিয়েছেন। তবে এটি ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার বিকল্প হিসেবে নয়, বরং সম্পূরক...
৫ ঘণ্টা আগেভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি করা উচিত বলে একটি ঘোষণা দিয়েছেন। তাঁর এ ঘোষণার পরই টিডিপির বিজয়নগরমের সাংসদ কালীসেট্টি আপ্পালা নাইডু তৃতীয় সন্তান জন্ম দিলে নারীদের ৫০ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
৫ ঘণ্টা আগেসিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরায়েল এর বিরোধিতা করছে।
৬ ঘণ্টা আগে